বাংলা কুইজ – সেট ১৫৬
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো কুইজের ১০ টি প্রশ্ন ও উত্তর।
১. ২০১২ সালে কোন ভিডিওটি ইউটিউবে প্রথম ১ বিলিয়ন এর অধিক ভিউ (view) প্রাপ্ত ভিডিও হয়?
২. ১৯৬৪ সালে ফিল নাইট তার ঘনিষ্ট বন্ধুদের নিয়ে ব্লু রিবন নামে একটি কোম্পানি চালু করেন। বর্তমানে কোম্পানিটি কী নামে পরিচিত?
৩. প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে ভিন্ন দেশের প্রধান ভারতে প্রধান অতিথি হিসেবে আসেন। ১৯৫৫ এর পূর্বে ভিন্ন স্থানে প্রজাতন্ত্র দিবসের অুষ্ঠান পালন করা হত। ১৯৫৫ সালে প্রথমবারের জন্য দিল্লীর রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেড হয়। সেই বছর প্রধান অতিথি কোন দেশ থেকে এসেছিলেন?
[ আরো দেখে নাও : বাংলা কুইজ- সেট ১৫৫ ]
৪. অধিনায়ক হিসেবে দুবার পুরুষদের আইসিসি টি -২০ বিশ্বকাপ বিজয়ী হয়েছেন কোন ক্রিকেটার?
৫. ১৯৫২ সালে একটি দেশের প্রথম রাষ্ট্রপতি প্রয়াত হাওয়ার পর এলবার্ট আইনস্টাইনকে সেই দেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য আবেদন করা হয়। কিন্তু তিনি সেই আবেদন প্রত্যাখ্যান করেন। কোন দেশ ?
৬. ভারতে প্রথম শুরু হওয়া এই খেলাটির নাম ছিল মোক্ষ পাতাম (Moksha Patam or Parama Padam), বর্তমানে এই খেলাটি কী নামে পরিচিত?
[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৪২ ]
৭. নাবিস্কো নামক এক প্রাচীন সংস্থা ১৮৯৮ সালে সাধারন খাদ্য রসিক জনগণদের জন্য রাস্তার ওপর একটি দোকান খােলে। ধীরে ধীরে তারা তাদের কোম্পানি চালু করে। তাদের লক্ষ্য ছিল প্রতিবছর বড়দিনে তারা কিছুনা কিছু নতুন মিষ্টি বাজারে আনা। ঠিক সেই ভাবে ১৯০২ সালে তারা এমনই এক খাবার তৈরি করে যেটি বিশ্ব যুদ্ধের সেনা থেকে ইংল্যান্ডের রানি এবং বর্তমানেও অনেকের কাছে প্রিয়। সেই বিখ্যাত খাদ্যদ্রব্যের নাম কি ?
৮. ২০২০ সালে ক্রিকেটারদের মধ্যে অর্জুন পুরষ্কার পেলেন দুজন ,একজন হলেন দীপ্তি শর্মা, অপর জন কে?
৯. ২০১৭ সালে,জাপানের একটি সংস্থা তাদের দেশের নাগরিকদের একটি বিশেষ উদ্দেশ্যে,তাদের অব্যবহার্য মোবাইল, ইলেকট্রনিক, ধাতব দ্রব্য দান করতে বলে। লক্ষ্য ৮ টন ধাতু সংগ্রহ| কোন বিশেষ কারণে এই প্রকল্প নেওয়া হয়?
[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৫১ ]
১০. লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসে ২৯ টি দিন গণ্য করা হয়ে থাকে,কিন্তু ১৭১২ সালে,অন্যান্য দেশের ক্যালেন্ডারের সাথে খাপ খাওয়াতে, একটি দেশ ফেব্রুয়ারি মাসে ৩০ তারিখও গণনা করে, কোন দেশ?
To check our latest Posts - Click Here