টেলিগ্রাম কুইজ মাস্টার কনটেন্ট – সেট ২
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো শিক্ষক দিবসে ( ০৫.০৯.২০২০ ) আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনুষ্ঠিত হওয়া কুইজ মাস্টার কনটেস্ট -এর দ্বিতীয় সেট ।
১. কুষাণ সম্রাট কনিষ্কের মূর্তি কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়?
(A) ১৯১১
(B) ১৯৫৬
(C) ১৯০৪
(D) ১৯১৬
২. সেলসিয়াস স্কেলে 300K এর মান কত?
(A) 27 ডিগ্রি K
(B) 30 ডিগ্রি C
(C) 300 ডিগ্রি C
(D) 27 ডিগ্রি C
৩. ফ্ল্যাশ বাল্বের তার যে ধাতু দ্বারা নির্মিত হয় ,তা হল-
(A) তামা
(B) বেরিয়াম
(C) ম্যাগনেসিয়াম
(D) রুপা
৪. অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে?
(A) 332(A), 332(B)
(B) 323(B), 323(C)
(C) 323(A), 323(B)
(D) 332(B), 332(C)
৫. ডিফল্ট রূপে কম্পিউটারে কোনো ডকুমেন্ট কিরূপে প্রিন্ট হয়?
(A) Landscape
(B) Portrait
(C) Page setup
(D) Print view
৬. ভারতের প্রথম সিমেন্ট উৎপাদন 1904 খ্রিস্টাব্দে সূচনা হয় কোথায়?
(A) গুজরাট
(B) কলকাতা
(C) রাজস্থান
(D) মাদ্রাজ
৭. প্রাচীন ভারতের ইতিহাসের কোন শাসন কালকে “প্রাচীন ভারতের স্বর্ণযুগ “বলা হয়?
(A) মৌর্য বংশের শাসনকাল
(B) গুপ্ত বংশের শাসনকাল
(C) নন্দ বংশের শাসনকাল
(D) সাতবাহন বংশের শাসনকাল
৮. “A river Sutra”–বইটি কে লিখেছেন?
(A) ভি এস নাইপল
(B) নীরদ সি চৌধুর
(C) গীতা মেহতা
(D) বিক্রম শেঠ
৯. কোন বাদ্যযন্ত্রের অপর নাম “আর্থ বডি”?
(A) মৃদঙ্গম
(B) সেতার
(C) সারেঙ্গী
(D) এসরাজ
১০. RAF(rapid action force) কবে গঠিত হয়?
(A) 1991
(B) 1992
(C) 1993
(D) 1994
১১. “আকাশ” কি ধরনের ক্ষেপণাস্ত্র?
(A) ভূমি থেকে ভূমি
(B) আকাশ থেকে আকাশ
(C) ভূমি থেকে আকাশ
(D) অ্যান্টি মিসাইল ট্যাংক
১২. “বাটা” নামক জুতোর কোম্পানিটির মুখ্য কার্যালয় কোন দেশ অবস্থিত?
(A) চেক প্রজাতন্ত্র
(B) ইতালি
(C) জার্মানি
(D) সুইজারল্যান্ড
১৩. “সমতাস্থল” কার সমাধি ক্ষেত্র?
(A) জগজীবন রাম
(B) জ্ঞানী জৈল সিং
(C) চৌধুরী চরণ সিংহ
(D) মোরারজি দেশাই
১৪. কোন শহরটি দক্ষিণ ভারতে অবস্থিত নয়?
(A) তিরুমালাগীরি
(B) কোজিকোড
(C) রাটলাম
(D) টুমকুর
১৫. ন্যাশনাল সেন্টার অফ অর্গানিক ফার্মিং (NCOF) কোথায় অবস্থিত?
(A) মাইসোর
(B) গাজিয়াবাদ
(C) এরনাকুলাম
(D) রাচি
১৬. নিম্নে উল্লেখিত কোন স্থানটি জৈন সংগীতি বা সম্মেলন এর সঙ্গে যুক্ত?
(A) বল্লভী
(B) রাজগৃহ
(C) বৈশালী
(D) কোনোটিই নয়
১৭. রাজ শেখর কোন রাজার সভাকবি ছিলেন?
(A) দেবপাল
(B) প্রথম মহীপাল
(C) রাজা ভোজ
(D) পৃথ্বীরাজ চৌহান
১৮. নিজাম সাগর পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে?
(A) কয়না
(B) রিহান্দ
(C) মঞ্জিরা
(D) কৃষ্ণা
১৯. “কাটকারি” উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে?
(A) তামিলনাড়ু
(B) মেঘালয়
(C) মহারাষ্ট্র
(D) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
২০. কর্কটক্রান্তি রেখা কতগুলি ভারতীয় রাজ্যের উপর দিয়ে গেছে?
(A) ৮
(B) ৯
(C) ৭
(D) ৬
২১. বিশ্ব রেডক্রস দিবস পালিত হয় কোন দিন?
(A) 8(৮) মে
(B) 8(৮) মার্চ
(C) 8(৮) জুন
(D) 8(৮) ডিসেম্বর
২২. “ডাবল ফল্ট “কথাটি কোন খেলার সাথে যুক্ত?
(A) টেনিস
(B) হকি
(C) ব্রিজ
(D) ভারোত্তোলন
২৩. নিম্নলিখিত এর মধ্যে কোন দূষক পদার্থ ট্রাফিক পুলিশের শ্বাস গ্রহণ দ্বারা ভিতরে প্রবেশ করে?
(A) CO, PbO2, SO2
(B) Pb
(C) CO2, SO2
(D) SO2, Pb
২৪. রিও সম্মেলন নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত?
(A) ওজোন স্তরের অবক্ষয়
(B) গ্রীন হাউজ গ্যাস
(C) জলাভূমি
(D) জীব বৈচিত্র
২৫. নিম্নের কোনটি মুদ্রা ধাতু নয়?
(A) কপার
(B) সিলভার
(C) গোল্ড
(D) অ্যান্টিমনি
২৬. নিম্নলিখিত কোনটি ডিরোজিও-র নব্যবঙ্গ দল দ্বারা প্রকাশিত সাময়িক পত্রিকা নয়?
(A) পার্থেনন
(B) হেসপেরাস
(C) হিন্দু পায়োনিয়ার
(D) জ্ঞানযোগ
২৭. কোল ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত?
(A) কলকাতা
(B) মুম্বাই
(C) ধানবাদ
(D) ঝরিয়া
২৮. “ইন্দ্র 2020” কোন দুই দেশের নৌ অনুশীলন?
(A) ভারত -ফ্রান্স
(B) ভারত-আমেরিকা
(C) ভারত-বাংলাদেশ
(D) ভারত -রাশিয়া
২৯. “মেজর ধ্যানচাঁদ বিজয়পথ যোজনা”–কোন রাজ্য সরকার চালু করল?
(A) হরিয়ানা
(B) পাঞ্জাব
(C) উত্তর প্রদেশ
(D) মধ্যপ্রদেশ
৩০. অন্ধ্রপ্রদেশের তেলেগু ভাষাভাষী ভারতীয়দের জন্য পৃথক রাজ্য গঠনের দাবিতে আন্দোলনরত অবস্থায় মৃত্যুবরণ করেন কে?
(A) জি ভি রামাইয়া
(B) পট্টি শ্রীরামালু
(C) সজ্জন কুঞ্জকর
(D) ভি কে রামালিঙ্গম
আরো দেখে নাও :
ভারতের কৃষি । টেলিগ্রাম মক টেস্ট – উত্তর পত্র
টেলিগ্রাম কুইজ মাস্টার কনটেস্ট – সেট ১
ভারতের ভূগোল বিবরণ । টেলিগ্রাম মক টেস্ট – উত্তর পত্র
সৌরজগৎ – প্রশ্ন ও উত্তর । টেলিগ্রাম মক টেস্ট উত্তরপত্র
ভারতীয় সংসদ কুইজ । Indian Parliament Quiz
To check our latest Posts - Click Here