Mixed MCQ

টেলিগ্রাম কুইজ মাস্টার কনটেস্ট – সেট ২

Telegram Quiz Master Contest - 2

টেলিগ্রাম কুইজ মাস্টার কনটেন্ট – সেট ২

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো শিক্ষক দিবসে ( ০৫.০৯.২০২০ ) আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনুষ্ঠিত হওয়া কুইজ মাস্টার কনটেস্ট -এর দ্বিতীয় সেট ।

For Daily Mock Test – Join our Telegram Group

১. কুষাণ সম্রাট কনিষ্কের মূর্তি কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়?

(A) ১৯১১
(B) ১৯৫৬
(C) ১৯০৪
(D) ১৯১৬

উত্তর :
(A) ১৯১১

২. সেলসিয়াস স্কেলে 300K এর মান কত?

(A) 27 ডিগ্রি K
(B) 30 ডিগ্রি C
(C) 300 ডিগ্রি C
(D) 27 ডিগ্রি C

উত্তর :
(D) 27 ডিগ্রি C

৩. ফ্ল্যাশ বাল্বের তার যে ধাতু দ্বারা নির্মিত হয় ,তা হল-

(A) তামা
(B) বেরিয়াম
(C) ম্যাগনেসিয়াম
(D) রুপা

উত্তর :
(C) ম্যাগনেসিয়াম

৪. অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে?

(A) 332(A), 332(B)
(B) 323(B), 323(C)
(C) 323(A), 323(B)
(D) 332(B), 332(C)

উত্তর :
(C) 323(A), 323(B)

৫. ডিফল্ট রূপে কম্পিউটারে কোনো ডকুমেন্ট কিরূপে প্রিন্ট হয়?

(A) Landscape
(B) Portrait
(C) Page setup
(D) Print view

উত্তর :
(B) Portrait

৬.  ভারতের প্রথম সিমেন্ট উৎপাদন 1904 খ্রিস্টাব্দে সূচনা হয় কোথায়?

(A) গুজরাট
(B) কলকাতা
(C) রাজস্থান
(D) মাদ্রাজ

উত্তর :
(D) মাদ্রাজ

৭.  প্রাচীন ভারতের ইতিহাসের কোন শাসন কালকে “প্রাচীন ভারতের স্বর্ণযুগ “বলা হয়?

(A) মৌর্য বংশের শাসনকাল
(B) গুপ্ত বংশের শাসনকাল
(C) নন্দ বংশের শাসনকাল
(D) সাতবাহন বংশের শাসনকাল

উত্তর :
(B) গুপ্ত বংশের শাসনকাল

৮. “A river Sutra”–বইটি কে লিখেছেন?

(A) ভি এস নাইপল
(B) নীরদ সি চৌধুর
(C) গীতা মেহতা
(D) বিক্রম শেঠ

উত্তর :
(C) গীতা মেহতা

৯. কোন বাদ্যযন্ত্রের অপর নাম “আর্থ বডি”?

(A) মৃদঙ্গম
(B) সেতার
(C) সারেঙ্গী
(D) এসরাজ

উত্তর :
(A) মৃদঙ্গম

১০. RAF(rapid action force) কবে গঠিত হয়?

(A) 1991
(B) 1992
(C) 1993
(D) 1994

উত্তর :
(A) 1991

১১. “আকাশ” কি ধরনের ক্ষেপণাস্ত্র?

(A) ভূমি থেকে ভূমি
(B) আকাশ থেকে আকাশ
(C) ভূমি থেকে আকাশ
(D) অ্যান্টি মিসাইল ট্যাংক

উত্তর :
(C) ভূমি থেকে আকাশ

১২.  “বাটা” নামক জুতোর কোম্পানিটির মুখ্য কার্যালয় কোন দেশ অবস্থিত?

(A) চেক প্রজাতন্ত্র
(B) ইতালি
(C) জার্মানি
(D) সুইজারল্যান্ড

উত্তর :
(D) সুইজারল্যান্ড

১৩. “সমতাস্থল” কার সমাধি ক্ষেত্র?

(A) জগজীবন রাম
(B) জ্ঞানী জৈল সিং
(C) চৌধুরী চরণ সিংহ
(D) মোরারজি দেশাই

উত্তর :
(A) জগজীবন রাম

১৪. কোন শহরটি দক্ষিণ ভারতে অবস্থিত নয়?

(A) তিরুমালাগীরি
(B) কোজিকোড
(C) রাটলাম
(D) টুমকুর

উত্তর :
(C) রাটলাম

১৫.  ন্যাশনাল সেন্টার অফ অর্গানিক ফার্মিং (NCOF) কোথায় অবস্থিত?

(A) মাইসোর
(B) গাজিয়াবাদ
(C) এরনাকুলাম
(D) রাচি

উত্তর :
(B) গাজিয়াবাদ

১৬. নিম্নে উল্লেখিত কোন স্থানটি জৈন সংগীতি বা সম্মেলন এর সঙ্গে যুক্ত?

(A) বল্লভী
(B) রাজগৃহ
(C) বৈশালী
(D) কোনোটিই নয়

উত্তর :
(A) বল্লভী 

১৭. রাজ শেখর কোন রাজার সভাকবি ছিলেন?

(A) দেবপাল
(B) প্রথম মহীপাল
(C) রাজা ভোজ
(D) পৃথ্বীরাজ চৌহান

উত্তর :
(B) প্রথম মহীপাল

১৮.  নিজাম সাগর পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে?

(A) কয়না
(B) রিহান্দ
(C) মঞ্জিরা
(D) কৃষ্ণা

উত্তর :
(C) মঞ্জিরা

১৯. “কাটকারি” উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে?

(A) তামিলনাড়ু
(B) মেঘালয়
(C) মহারাষ্ট্র
(D) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

উত্তর :
(C) মহারাষ্ট্র

২০. কর্কটক্রান্তি রেখা কতগুলি ভারতীয় রাজ্যের উপর দিয়ে গেছে?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(A)

২১.  বিশ্ব রেডক্রস দিবস পালিত হয় কোন দিন?

(A) 8(৮) মে
(B) 8(৮)  মার্চ
(C) 8(৮)  জুন
(D) 8(৮)  ডিসেম্বর

উত্তর :
(A) 8(৮) মে

২২. “ডাবল ফল্ট “কথাটি কোন খেলার সাথে যুক্ত?

(A) টেনিস
(B) হকি
(C) ব্রিজ
(D) ভারোত্তোলন

উত্তর :
(A) টেনিস

২৩.  নিম্নলিখিত এর মধ্যে কোন দূষক পদার্থ ট্রাফিক পুলিশের শ্বাস গ্রহণ দ্বারা ভিতরে প্রবেশ করে?

(A) CO, PbO2, SO2
(B) Pb
(C) CO2, SO2
(D) SO2, Pb

উত্তর :
(A) CO, PbO2, SO2

২৪.  রিও সম্মেলন নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত?

(A) ওজোন স্তরের অবক্ষয়
(B) গ্রীন হাউজ গ্যাস
(C) জলাভূমি
(D) জীব বৈচিত্র

উত্তর :
(D) জীব বৈচিত্র

২৫. নিম্নের কোনটি মুদ্রা ধাতু নয়?

(A) কপার
(B) সিলভার
(C) গোল্ড
(D) অ্যান্টিমনি

উত্তর :
(D) অ্যান্টিমনি

২৬. নিম্নলিখিত কোনটি ডিরোজিও-র নব্যবঙ্গ দল দ্বারা প্রকাশিত সাময়িক পত্রিকা নয়?

(A) পার্থেনন
(B) হেসপেরাস
(C) হিন্দু পায়োনিয়ার
(D) জ্ঞানযোগ

উত্তর :
(D) জ্ঞানযোগ

২৭. কোল ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত?

(A) কলকাতা
(B) মুম্বাই
(C) ধানবাদ
(D) ঝরিয়া

উত্তর :
(A) কলকাতা

২৮. “ইন্দ্র 2020” কোন দুই দেশের নৌ অনুশীলন?

(A) ভারত -ফ্রান্স
(B) ভারত-আমেরিকা
(C) ভারত-বাংলাদেশ
(D) ভারত -রাশিয়া

উত্তর :
(D) ভারত -রাশিয়া

২৯. “মেজর ধ্যানচাঁদ বিজয়পথ যোজনা”–কোন রাজ্য সরকার চালু করল?

(A) হরিয়ানা
(B) পাঞ্জাব
(C) উত্তর প্রদেশ
(D) মধ্যপ্রদেশ

উত্তর :
(C) উত্তর প্রদেশ

৩০. অন্ধ্রপ্রদেশের তেলেগু ভাষাভাষী ভারতীয়দের জন্য পৃথক রাজ্য গঠনের দাবিতে আন্দোলনরত অবস্থায় মৃত্যুবরণ করেন কে?

(A) জি ভি রামাইয়া
(B) পট্টি শ্রীরামালু
(C) সজ্জন কুঞ্জকর
(D) ভি কে রামালিঙ্গম

উত্তর :
(B) পট্টি শ্রীরামালু

আরো দেখে নাও :

ভারতের কৃষি । টেলিগ্রাম মক টেস্ট –  উত্তর পত্র

টেলিগ্রাম কুইজ মাস্টার কনটেস্ট –  সেট ১

ভারতের ভূগোল বিবরণ । টেলিগ্রাম মক টেস্ট – উত্তর পত্র

সৌরজগৎ – প্রশ্ন ও উত্তর । টেলিগ্রাম মক টেস্ট উত্তরপত্র

ভারতীয় সংসদ কুইজ । Indian Parliament Quiz

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button