QuizQuiz

বাংলা কুইজ – সেট ১৫৫

Bangla Quiz - Set 155

বাংলা কুইজ – সেট ১৫৫

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো কুইজের  প্রশ্ন ও উত্তর।

১. “তিন বিঘা করিডোর” কোথায় অবস্থিত?

উত্তর :
ভারত ও বাংলাদেশের সীমানায়

২. ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা  কোন মহাকাশযানে করে মহাকাশে গিয়েছিলেন?

উত্তর :
সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া )

৩. ভারতে কোন রাজ্যে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রথম বারের জন্য ব্যাবহৃত হয়?

উত্তর :
কেরালা

৪. “Facing Up”-বইটির লেখক কে?

উত্তর :
বিয়ার গ্রিলস (Bear Grylls)

[ আরো দেখো :বাংলা কুইজ – সেট ১৫১ ]

৫. বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে যে বিভেদ রেখা রয়েছে তার নাম কী?

উত্তর :
১০ ডিগ্রী চ্যানেল 

৬. সম্প্রতি কোন ভারতীয় পূর্ব প্রধানমন্ত্রীর ১০০ তম জন্মদিন উপলক্ষ্যে তার নামে স্মারক ডাকটিকিট প্রকাশের সিদ্ধান্ত নিল ভারত সরকার?

উত্তর :
পি. ভি. নরসীমা রাও

৭. মোবাইল ফোন হারিয়ে গেলে ফোন ট্র্যাক করার ক্ষেত্রে কোন নম্বরটি প্রয়োজনীয়?

উত্তর :
International Mobile Equipment Number (IMEI Number)

[ আরো দেখো : বাংলা কুইজ –  সেট ১৪৯ ]

৮. সম্প্রতি মুক্তি পেল সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ চলচ্চিত্র দিল বেচারা। এই সিনেমাটি কোন বইয়ের/উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি?

উত্তর :
Fault in our Stars

৯. ভারতে প্রথম এটিএম চালু করে কোন ব্যাঙ্ক?

উত্তর :
HSBC Bank

১০. Beti Bachao, Beti Padhao Yojana এর বর্তমান (আগস্ট ২০২০ ) ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?

উত্তর :
সাক্ষি মালিক 

[ আরো দেখো : বাংলা কুইজ – সেট ১৫৪ ]

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button