বাংলা কুইজ – সেট ১৫৫
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো কুইজের প্রশ্ন ও উত্তর।
১. “তিন বিঘা করিডোর” কোথায় অবস্থিত?
২. ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা কোন মহাকাশযানে করে মহাকাশে গিয়েছিলেন?
৩. ভারতে কোন রাজ্যে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রথম বারের জন্য ব্যাবহৃত হয়?
৪. “Facing Up”-বইটির লেখক কে?
[ আরো দেখো :বাংলা কুইজ – সেট ১৫১ ]
৫. বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে যে বিভেদ রেখা রয়েছে তার নাম কী?
৬. সম্প্রতি কোন ভারতীয় পূর্ব প্রধানমন্ত্রীর ১০০ তম জন্মদিন উপলক্ষ্যে তার নামে স্মারক ডাকটিকিট প্রকাশের সিদ্ধান্ত নিল ভারত সরকার?
৭. মোবাইল ফোন হারিয়ে গেলে ফোন ট্র্যাক করার ক্ষেত্রে কোন নম্বরটি প্রয়োজনীয়?
[ আরো দেখো : বাংলা কুইজ – সেট ১৪৯ ]
৮. সম্প্রতি মুক্তি পেল সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ চলচ্চিত্র দিল বেচারা। এই সিনেমাটি কোন বইয়ের/উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি?
৯. ভারতে প্রথম এটিএম চালু করে কোন ব্যাঙ্ক?
১০. Beti Bachao, Beti Padhao Yojana এর বর্তমান (আগস্ট ২০২০ ) ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?
[ আরো দেখো : বাংলা কুইজ – সেট ১৫৪ ]
To check our latest Posts - Click Here