বাংলা কুইজ – সেট ১৫৪
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো কুইজের ১০ টি প্রশ্ন ও উত্তর।
১. খনন কার্যে ব্যাবহৃত JCB ,এই JCB কথার অর্থ কী?
২. ভারতের প্রথম মহাকাশযান আর্যভট্ট। এটি দেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল?
উত্তর
৩. ভারতের গভীরতম (Lowest Point) স্থান কোনটি?
[ আরো দেখে নাও : প্রণব মুখোপাধ্যায় – কিছু জানা অজানা তথ্য ]
৪. পৃথিবীর কোন দেশের জাতীয় পতাকায় সর্বাধিক সংখ্যক/ধরনের রং আছে?
৫. বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় ১১ ই জুলাই। কোন বছর থেকে ১১ ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়?
[ আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৪৭- খেলাধুলা । Sports Quiz ]
৬. বলিউডে প্রথম কোন চলচ্চিত্রে দুটি ইন্টারভেল ছিল?
৭. করোনার বিরুদ্ধ লড়াই এর অংশ হিসাবে আরোগ্য সেতু (Aroyga Setu) অ্যাপ লঞ্চ করেছে ভারত সরকার । এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
৮. Nomophobia বলতে কী বোঝায়?
[ আরো দেখে নাও : জাতীয় ক্রীড়া দিবস । কুইজ সেট – ১৫৩ । Sports Quiz ]
৯. আন্তর্জাতিক স্পেস স্টেশনে আবিষ্কৃত একটি ব্যাক্টেরিয়ার নাম রাখা হয়েছে ভারতের মিসাইল মানব তথা পূর্ব রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে। এই ব্যাক্টেরিয়ার নাম কী?
১০. ব্লু মুন বলতে কী বোঝায়?
To check our latest Posts - Click Here