প্রণব মুখোপাধ্যায়
৮৪ বছর বয়সে জীবনাবসান হল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি,ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের। রাইসিনা হিলে ওঠা একমাত্র বাঙালি সকলের প্রিয় প্রণবদা যাওয়ার আগে রেখে গেলেন তাঁর সমৃদ্ধ রাজনৈতিক জীবন।বাংলা কুইজের পক্ষ থেকে তাঁকে উৎসর্গ করে প্রশ্নোত্তর আকারে দেওয়া রইল কিছু জানা অজানা তথ্য।
১. প্রণব মুখার্জি কবে জন্ম গ্রহণ করেন?
২. প্রণব মুখার্জি ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন?
৩. রাষ্ট্রপতি হাওয়ার পূর্বে তিনি কোন পদে যুক্ত ছিলেন?
[ আরো দেখে নাও – বাংলা কুইজ – সেট ১৩০ – চুনী গোস্বামী স্পেশাল ]
৪. মতানৈক্য এর জন্য প্রণব মুখার্জি ভারতীয় জাতীয় কংগ্রেস দল ছেড়ে নিজের একটি রাজনৈতিক দল গঠন করেন। এই দলটির নাম কী?
৫. কত সালে প্রণব মুখার্জি ভারত রত্ন সম্মানে ভূষিত হন?
৬. রাষ্ট্রপতি হাওয়ার পূর্বে তিনি ভিন্ন বিভাগে মন্ত্রী হিসেবে কাজ করেছেন,কোন কোন বিভাগে?
৭. কোন বছর প্রণব মুখার্জি “Finance Minister of the Year for Asia” – এই পুরস্কার পান?
[ আরো দেখে নাও – বাংলা কুইজ – সেট ১৪৩ – সৌরভ গাঙ্গুলি স্পেশাল ]
৮. প্রণব মুখোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট ছিলেন?
৯. প্রণব মুখোপাধ্যায় কোন পদ্ম সম্মানে ভূষিত হন?
১০. প্রণব মুখোপাধ্যায় এর লেখা গ্রন্থগুলির নাম কী?
- Midterm Poll
- Beyond Survival: Emerging Dimensions of Indian Economy
- Off the Track
- Saga of Struggle and Sacrifice
- Challenges before the Nation
- A Centenary History of the Indian National Congress
- Congress and the Making of the Indian Nation
- Thoughts and Reflections
- The Dramatic Decade: The Indira Gandhi Years
- Selected Speeches – Pranab Mukherjee
১১. প্রণব মুখোপাধ্যায় মোট কতবার কেন্দ্রীয় বাজেট পেশ করেন?
১২. কোন দেশ প্রণব মুখোপাধ্যায়কে সাম্মানিক নাগরিকত্ব প্রদান করে?
১৩. প্রণব মুখোপাধ্যায় কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন ?
প্রণব মুখার্জি নিম্নলিখিত সাম্মানিক পদ গুলিও অলংকৃত করেছিলেন –
- ডেপুটি চেয়ারম্যান প্ল্যানিং কমিশন :১৯৯১-৯৬
- বোর্ড অফ গভর্নর : ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (১৯৮২-৮৫),ওয়ার্ল্ড ব্যাঙ্ক(১৯৮২-৮৫) ,এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (১৯৮২-৮৪),আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক(১৯৮২-৮৫)
- লিডার অফ্ লোকসভা :২০০৪-২০১২.
- লিডার অফ্ রাজ্যসভা :১৯৮০-৮৪
- লোকসভার সাংসদ :২০০৪-২০১২ (জঙ্গিপুর)
- চেয়ারম্যান : ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট
- চেয়ারম্যান : নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন
To check our latest Posts - Click Here
অসাধারণ!
ধন্যবাদ
Good selection
Thanks..