Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৯৩ । Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 293

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৯৩

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৪৪২১. মগধের হর্যঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন 

(A) অজাতশত্রু
(B) অশোক
(C) প্রসেনজিৎ
(D) বিম্বিসার

উত্তর :
(D) বিম্বিসার

হর্যঙ্ক বংশের – 

  • প্রথম রাজা – বিম্বিসার
  • শ্রেষ্ঠ রাজা – অজাতশত্রু
  • শেষ রাজা – নাগদশক

দেখে নাও বিভিন্ন বংশের প্রথম, শ্রেষ্ঠ ও শেষ সম্রাটের নাম – Click Here 


৪৪২২. কার জন্মবার্ষিকী প্রতিবছর ‘আন্তর্জাতিক নার্স দিবস’ হিসাবে পালন করা হয়?

(A) মাদার তেরেসা
(B) ক্লারা বার্টন
(C) অ্যালিস ওয়াকার
(D) ফ্লোরেন্স নাইটিঙ্গেল

উত্তর :
(D) ফ্লোরেন্স নাইটিঙ্গেল

আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। ফ্লোরেন্স নাইটিংগেল ছিলেন খুবই দয়ালু ও স্নেহপূর্ণ মনের অধিকারী। তাকে ইউরোপের অন্ধকারে আলোকবর্তিকা বলে আখ্যায়িত করা হয়।


৪৪২৩. কর্ণপটহ (eardrum ) এর  উভয় দিকের চাপকে সমান করতে সহায়তা করে – 

(A) ইনকাস
(B) ইউস্টেশিয়ান টিউব
(C) ককলিয়ার স্নায়ু
(D) ম্যালিয়াস

উত্তর :
(B) ইউস্টেশিয়ান টিউব

ইউস্টেশিয়ান টিউব কর্ণপটহ (eardrum ) এর  উভয় দিকের চাপকে সমান করতে সহায়তা করে।


৪৪২৪. নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি সার্ক সংঘের সদস্য নয়?

(A) ভুটান
(B) চীন
(C) পাকিস্তান
(D) নেপাল

উত্তর :
(B) চীন

SAARC – South Asian Association for Regional Cooperation.

৮ই ডিসেম্বর ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল ।

সার্কের সদস্য হলো –

  •     আফগানিস্তান
  •     বাংলাদেশ
  •     ভুটান
  •     ভারত
  •     মালদ্বীপ
  •     নেপাল
  •     পাকিস্তান
  •     শ্রীলংকা

৪৪২৫. সৌরজগতের কোন গ্রহের অপর নাম হলো লুসিফার (Lucifer )?

(A) শনি
(B) শুক্র
(C) মঙ্গল
(D) বৃহস্পতি

উত্তর :
(B) শুক্র

শুক্র গ্রহের অপর নাম হলো লুসিফার (Lucifer ) । শুক্র হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ এবং একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় ।


৪৪২৬. আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন (ISSF)-এর  ব্লু ক্রস প্রাপ্ত প্রথম ভারতীয় কে?

(A) গগন নারং
(B) অভিনব বিন্দ্রা
(C) বিজয় কুমার
(D) রঞ্জন সোধি

উত্তর :
(B) অভিনব বিন্দ্রা

আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন থেকে প্রথম ভারতীয় হিসেবে ব্লু ক্রস সম্মান পান অভিনব বিন্দ্রা ।

অভিনভ সিং বিন্দ্রা দেরাদুনে জন্মগ্রহণকারী এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক গেমসে স্বর্ণ পদক বিজয়ী একজন ভারতীয় শ্যুটার। তিনি সাধারণত ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।


৪৪২৭. ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট সাধারণত ________ হিসাবে পরিচিত।

(A) গ্লাস
(B) অ্যাসবেস্টস
(C) চুনাপাথর
(D) জিপসাম

উত্তর :
(D) জিপসাম

জিপসামের সংকেত হলো – CaSO4·2H2O.


৪৪২৮. [SSC CGL 2020 ] গুপ্ত শাসকগণ লাঙলের মালিকদের ওপরে কোন কর আরোপ করেছিলেন ?

(A) হালিবাকার
(B) হিরণ্য
(C) কারা
(D) শুল্ক 

উত্তর :
(A) হালিবাকার

গুপ্ত শাসকগণ লাঙলের মালিকদের ওপরে হালিবাকার কর আরোপ করেছিলেন ।


৪৪২৯. ভারতের অর্থনৈতিক সমীক্ষা (Economic Survey ) প্রকাশ করে – 

(A) Institute of finance
(B) National Development Council
(C) Indian Statistical Institute
(D) Ministry of Finance

উত্তর :
(D) Ministry of Finance

অর্থমন্ত্রক বা Ministry of Finance ভারতের অর্থনৈতিক সমীক্ষা (Economic Survey ) প্রকাশ করে ।

ভারতে প্রথম অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করা হয় ১৯৫০-৫১ সালে, এবং ১৯৬৪ পর্যন্ত বাজেটের সঙ্গেই পেশ করা হতো অর্থনৈতিক সমীক্ষাও। সাধারণভাবে কেন্দ্রীয় বাজেটের এক দিন আগে এটি প্রকাশ করা হয়।


৪৪৩০. নিচের মধ্যে কে একজন বিখ্যাত ‘কাওয়ালি’ গায়ক?

(A) গোলাম আলী খান
(B) নুসরাত ফতেহ আলী খান
(C) নাজিয়া হাসান
(D) বেগম আখতার 

উত্তর :
(B) নুসরাত ফতেহ আলী খান

উস্তাদ নুসরাত ফতেহ আলি খান পাকিস্তানের কিংবদন্তিতুল্য সঙ্গীত শিল্পী, বিশেষ করে ইসলামের সুফিবাদের অবিচ্ছেদ্য অংশ আধ্যাত্বিক সঙ্গীত কাওয়ালির জন্য বিশ্বনন্দিত।

তিনি শাহেন শাহ এ কাওয়ালি, যার অর্থ কাওয়ালির রাজাদের রাজা , হিসেবে বেশ জনপ্রিয়।


আরো দেখুন : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button