ভারতের বিভিন্ন রাজ্য ও শহরের পরিবর্তিত নাম – PDF
Old and New Names of Cities in India
ভারতের বিভিন্ন রাজ্য ও শহরের পরিবর্তিত নাম
প্রিয় পাঠকেরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ভারতের বিভিন্ন রাজ্য ও কিছু গুরুত্বপূর্ণ শহরের পূর্বনাম ও নতুন নামের তালিকা। মূলত স্বাধীনোত্তর এই নামের পরিবর্তনগুলো আমরা আজ তুলে ধরার চেষ্টা করেছি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকক্ষেত্রেই এই টপিকের ওপরে একটা-দুটো প্রশ্ন এসেই থাকে। ভারতের বিভিন্ন রাজ্য ও শহরের পরিবর্তিত নাম |
বিভিন্ন রাজ্যের পূর্বনাম ও নতুন নাম :
ভারতের বিভিন্ন রাজ্যের পূর্বনাম, নতুন নাম ও পরিবর্তনের সময়কাল দেওয়া রইলো।
পূর্বনাম | নতুন নাম | পরিবর্তনের সময়কাল |
---|---|---|
ট্রাভাঙ্কোর-কোচিন | কেরালা | ১ নভেম্বর, ১৯৫৬ |
মধ্য ভারত | মধ্য প্রদেশ | ১ নভেম্বর, ১৯৫৯ |
মাদ্রাজ স্টেট | তামিলনাড়ু | ১৪ জানুয়ারি, ১৯৬৯ |
মাইশোর স্টেট | কর্ণাটক | ১ নভেম্বর, ২০০৭ |
উত্তরাঞ্চল | উত্তরাখন্ড | ১ জানুয়ারী, ২০০৭ |
ওড়িষ্যা (Orissa ) | ওড়িশা (Odisha ) | ৪ নভেম্বর, ২০১১ |
বিভিন্ন শহরের পূর্বনাম ও নতুন নাম
ভারতের বিভিন্ন শহরের পূর্বনাম, নতুন নাম ও পরিবর্তনের সাল দেওয়া রইলো ।
পূর্বনাম | নতুন নাম | পরিবর্তনের সাল |
---|---|---|
জুব্বুলপুর | জবলপুর | ১৯৪৭ |
কাউনপুর | কানপুর | ১৯৪৮ |
বরোদা | ভদোদরা | ১৯৭৪ |
ত্রিবান্দ্রাম | তিরুবনন্তপুর | ১৯৯১ |
বোম্বে | মুম্বাই | ১৯৯৫ |
কোচিন | কোচি | ১৯৯৬ |
মাদ্রাজ | চেন্নাই | ১৯৯৬ |
ক্যালকাটা | কলকাতা | ২০০১ |
কুড্ডাপাহ | কাডাপা | ২০০৫ |
পন্ডিচেরী | পুদুচেরি | ২০০৬ |
ব্যাঙ্গালোর | ব্যাঙ্গালুরু | ২০০৭ |
বেলগাম | বেলাগাভি | ২০১৪ |
তুমকুর | তুমাকুরু | ২০১৪ |
হুবলি | হুব্বালি | ২০১৪ |
মাইশোর | মাইশুরু | ২০১৪ |
গুলবার্গ | কালাবুরাগি | ২০১৪ |
চিকমাগালুর | চিক্কামাগালুরু | ২০১৪ |
বিজাপুর | বিজয়পুর | ২০১৪ |
ম্যাঙ্গালোর | ম্যাঙ্গালুরু | ২০১৪ |
রাজামুন্দ্রি | রাজামহেন্দ্রভারাম | ২০১৫ |
গুরগাঁও | গুরুগ্রাম | ২০১৬ |
এলাহাবাদ | প্রয়াগরাজ | ২০১৮ |
নতুন রায়পুর | অটল নগর | ২০১৮ |
প্রস্তাবিত কিছু নামের পরিবর্তনের তালিকা
# | নাম | প্রস্তাবিত নতুন নাম |
---|---|---|
রাজ্য | গোয়া | গোবাপুরী |
রাজ্য | কেরালা | কেরালাম |
রাজ্য | নাগাল্যান্ড | নাগানচি |
রাজ্য | পশ্চিমবঙ্গ | বাংলা |
শহর | পাটনা | পাটলিপুত্র |
শহর | আহমেদাবাদ | কর্ণাবতী |
শহর | শিমলা | শ্যামলা |
শহর | ভোপাল | ভোজপাল |
শহর | ঔরঙ্গাবাদ | সাম্ভাজিনগর |
শহর | ওসমানাবাদ | ধারাশিব |
শহর | হায়দ্রাবাদ | ভাগ্যনগর |
শহর | করিমনগর | করিমপুরম |
শহর | নিজামাবাদ | ইন্দুর |
শহর | মুজাফ্ফরনগর | লক্ষ্মী নগর |
Download in PDF Format
PDF ফরম্যাটে এই নোটটি ডাউনলোড করতে নিচের Download লিঙ্কে ক্লিক করো ।
- File Name : ভারতের বিভিন্ন রাজ্য ও শহরের পরিবর্তিত নাম
- File Size : 100 KB
- No. of Pages : 03
- Format : PDF
আরো দেখে নাও :
রাজ্য পুনর্গঠন । States Re-organisation
ভারতের রাজ্যভিত্তিক উল্লেখযোগ্য কিছু হ্রদের তালিকা । Lakes in India । PDF
পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ উপজাতি ও তাদের বাসস্থান
বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা | List of Countries, Capitals, Currency | PDF
To check our latest Posts - Click Here