ভূগোল MCQ – সেট ৫১ – ভারতের ভূগোল
ভারতের ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর – সেট ৫১
প্রিয় পাঠকেরা, আজ তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের ভূগোলের ১০ টি MCQ প্রশ্ন ও উত্তর ।BanglaQuiz Question ID : 1962
১. ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুদা কোথায় অবস্থিত ?
(A) বিহার
(B) রাজস্থান
(C) আসাম
(D) ঝাড়খন্ড
BanglaQuiz Question ID : 1968
২. নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত ?
(A) আসাম
(B) উত্তরপ্রদেশ
(C) উত্তরাখন্ড
(D) হিমাচলপ্রদেশ
BanglaQuiz Question ID : 1971
৩. হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি ?
(A) কুলু
(B) ধর্মশালা
(C) মান্ডি
(D) মানালি
BanglaQuiz Question ID : 1980
৪. দক্ষিণ গোয়ার সৈকতগুলির মধ্যে প্রাচীনতম, বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয় সৈকত কোনটি ?
(A) ক্যান্ডোলিম
(B) বাগা
(C) মর্জিম
(D) কোলভা
BanglaQuiz Question ID : 1991
৫. [PSC Misc Preli 03] নিচের কোনটি ভারতের প্রধান তিনটি নদীর উৎসস্থল ?
(A) অমরকণ্টক
(B) রাজরাপ্পা
(C) দোদাবেতা
(D) গুরুশিখর
BanglaQuiz Question ID : 1992
৬. [PSC Misc Preli 01] Sutlej নদীর বাংলা নাম কি ?
(A) বিপাশা
(B) বিতস্তা
(C) শতদ্রু
(D) ইরাবতী
BanglaQuiz Question ID : 1993
৭. [WBCS Preli 05] চিরাকুট, চাচাই ও কেন্টন জলপ্রপাতগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) মধ্যপ্রদেশ
(B) অন্ধ্রপ্রদেশ
(C) উত্তরপ্রদেশ
(D) পশ্চিমবঙ্গ
BanglaQuiz Question ID : 1994
৮. [WBCS Preli 11] নর্মদা নদী নিম্নলিখিত কোন ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
(A) চ্যুতি
(B) লেগুন
(C) বদ্বীপ
(D) ভঙ্গিল পর্বত
BanglaQuiz Question ID : 1995
৯. অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
(A) যমুনা
(B) সরযূ
(C) চম্বল
(D) মাতলা
BanglaQuiz Question ID : 1996
১০. লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত ?
(A) গোমতী
(B) শতদ্রু
(C) লুনি
(D) কৃষ্ণা
আরো দেখে নাও :
Mock Test No 90 | Geography | ভূগোল টেস্ট | WBCS RRB CGL
ভারতের বিখ্যাত মন্দির | Famous Temples of India
ভারতের রাজ্যভিত্তিক উল্লেখযোগ্য কিছু হ্রদের তালিকা । Lakes in India । PDF
To check our latest Posts - Click Here
RAMJAN MOLLA