General Knowledge Notes in BengaliGeography Notes
ভারতের বিভিন্ন রাজ্যের নববর্ষ তালিকা
New Year's Day Celebration in Different Parts of India
ভারতের বিভিন্ন রাজ্যের নববর্ষ তালিকা
ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে বছরের বিভিন্ন সময়ে নববর্ষ পালিত হয়। রাজ্যভিত্তিক এই নববর্ষের নামের তালিকা নিচে দেওয়া রইলো । ভারতের বিভিন্ন রাজ্যের নববর্ষ তালিকা দেওয়া রইলো ।
বিভিন্ন রাজ্যের নববর্ষের নাম
ভারতের বিভিন্ন প্রদেশের নববর্ষ তালিকা নিচে দেওয়া রয়েছে ।
# | রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল | নববর্ষের নাম |
---|---|---|
১ | পশ্চিমবঙ্গ | পয়লা বৈশাখ |
২ | ত্রিপুরা | পয়লা বৈশাখ |
৩ | উত্তরপ্রদেশ | হোলি |
৪ | উত্তরাখন্ড | হোলি |
৫ | সিকিম | লুসাং |
৬ | রাজস্থান | হোলি |
৭ | তেলেঙ্গানা | গুড়ি পাদোয়া |
৮ | তামিলনাড়ু | পুঠাণ্ডু |
৯ | পাঞ্জাব | বৈশাখী |
১০ | ওড়িশা | মহাবিষুব সংক্রান্তি |
১১ | মেঘালয় | কা বম খানা শ্নং |
১২ | মনিপুর | চেইরোবা |
১৩ | মহারাষ্ট্র | গুড়ি পাদোয়া |
১৪ | মধ্যপ্রদেশ | হোলি |
১৫ | ছত্তিসগড় | হোলি |
১৬ | ঝাড়খন্ড | হোলি |
১৭ | কেরালা | বিশু |
১৮ | কর্ণাটক | উগাদি |
১৯ | জম্মু ও কাশ্মীর | নভরে |
২০ | হিমাচল প্রদেশ | চৈত্তি, বাসোয়া |
২১ | হরিয়ানা | বৈশাখী |
২২ | গুজরাট | বেস্তু বরস |
২৩ | বিহার | হোলি |
২৪ | আসাম | সাংকেন , বোহোগ বিহু |
২৫ | অরুণাচলপ্রদেশ | সাংকেন |
২৬ | অন্ধ্রপ্রদেশ | উগাদি |
এরকম আরও কিছু পোস্ট
ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত চিত্রশৈলী – চিত্রকলা তালিকা – PDF
To check our latest Posts - Click Here