General Knowledge Notes in BengaliGeography Notes
ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তালিকা – PDF
Nuclear Power Plants of India - PDF
ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তালিকা
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের কিছু উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তালিকা ( List of Nuclear Power Plants In India ). সাথে দেওয়া রইলো কিছু অতিরিক্ত তথ্য ।
- ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হলো – তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহারাষ্ট্র।
- Nuclear Power Corporation of India Limited –NPCIL – এর সদর দপ্তর হলো মুম্বাইয়ে। ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এই সংস্থা পরিচালনা করে থাকে।
- ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হলো – কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তামিলনাড়ু ।
- ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র গঠিত হয়েছিল – ১৯৬৯ খ্রিস্টাব্দে (তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহারাষ্ট্র )
- ভারতের প্রথম পারমাণবিক চুল্লি হলো – অপ্সরা ।
- রাজস্থান পারমাণবিক শক্তি কেন্দ্র অবস্থিত রাজস্থানের রাওয়াতভাতাতে ।
- আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (International Atomic Energy Agency ) অবস্থিত – ভিয়েনাতে, প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৭ খ্রিস্টাব্দে।
- পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের হরিপুরে পারমাণবিক শক্তি কেন্দ্র প্রতিষ্ঠার চেষ্টা করা হয় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অনুমতি না দেওয়াতে এটি তৈরী হয়নি।
- আরবীয় দেশগুলির মধ্যে প্রথম পারমাণবিক শক্তি উৎপাদনে সক্ষম দেশ হলো – সংযুক্ত আরব আমিরশাহি
- সিওল কমিউনিক (Seoul Communiqué ) পারমাণবিক সুরক্ষা সম্পর্কিত একটি কনভেনশন ।
ভারতের প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তালিকা
পারমাণবিক কেন্দ্র | রাজ্য |
---|---|
তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | মহারাষ্ট্র |
রাজস্থান পারমাণবিক শক্তি কেন্দ্র | রাজস্থান (রাওয়াতভাতা ) |
মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | তামিলনাড়ু |
নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | উত্তর প্রদেশ |
কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | গুজরাট |
কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | কর্ণাটক |
কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | তামিলনাড়ু |
কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | তামিলনাড়ু |
Download File in PDF Format
- File Name : ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তালিকা
- Format : PDF
- Size : 179 KB
- No. of Pages : 02
আরো দেখে নাও :
ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা
ভারতের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প – PDF
পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ উপজাতি ও তাদের বাসস্থান
ভারতের বিখ্যাত মন্দির | Famous Temples of India
To check our latest Posts - Click Here