General Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তালিকা – PDF

Nuclear Power Plants of India - PDF

ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তালিকা

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের কিছু উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তালিকা ( List of Nuclear Power Plants In India ). সাথে দেওয়া রইলো কিছু অতিরিক্ত তথ্য ।

  • ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হলো – তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহারাষ্ট্র।
  • Nuclear Power Corporation of India Limited –NPCIL – এর সদর দপ্তর হলো মুম্বাইয়ে। ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এই সংস্থা পরিচালনা করে থাকে।
  • ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হলো – কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তামিলনাড়ু ।
  • ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র গঠিত হয়েছিল – ১৯৬৯ খ্রিস্টাব্দে (তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহারাষ্ট্র )
  • ভারতের প্রথম পারমাণবিক চুল্লি হলো – অপ্সরা ।
  • রাজস্থান পারমাণবিক শক্তি কেন্দ্র অবস্থিত রাজস্থানের রাওয়াতভাতাতে ।
  • আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (International Atomic Energy Agency ) অবস্থিত – ভিয়েনাতে, প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৭ খ্রিস্টাব্দে।
  • পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের হরিপুরে পারমাণবিক শক্তি কেন্দ্র প্রতিষ্ঠার চেষ্টা করা হয় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অনুমতি না দেওয়াতে এটি তৈরী হয়নি।
  • আরবীয় দেশগুলির মধ্যে প্রথম পারমাণবিক শক্তি উৎপাদনে সক্ষম দেশ হলো – সংযুক্ত আরব আমিরশাহি
  • সিওল কমিউনিক (Seoul Communiqué ) পারমাণবিক সুরক্ষা সম্পর্কিত একটি কনভেনশন ।

ভারতের প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তালিকা

পারমাণবিক কেন্দ্ররাজ্য
তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রমহারাষ্ট্র
রাজস্থান পারমাণবিক শক্তি কেন্দ্ররাজস্থান (রাওয়াতভাতা )
মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতামিলনাড়ু
নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রউত্তর প্রদেশ
কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুজরাট
কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকর্ণাটক
কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতামিলনাড়ু
কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতামিলনাড়ু
ভারতের বিভিন্ন পারমাণবিক কেন্দ্র তালিকা

Download File in PDF Format 

  • File Name : ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তালিকা
  • Format : PDF
  • Size : 179 KB
  • No. of Pages : 02

আরো দেখে নাও :

ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা

ভারতের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প –  PDF

পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ উপজাতি ও তাদের বাসস্থান

ভারতের বিখ্যাত স্টেডিয়াম

ভারতের বিখ্যাত মন্দির | Famous Temples of India

পশ্চিমবঙ্গের নদনদী

গুরুত্বপূর্ণ নদ-নদী ( PDF )

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button