বিজ্ঞান MCQ – সেট ৯১
১. ধাতব পরিবাহীর রোধ প্রায় শূন্য হয়ে যায় কোন উষ্ণতায় ?
(A) 0K
(B) 0⁰C
(C) 0⁰F
(D) 300⁰C
২. সাধারণত উষ্ণতা বাড়লে রোধ কমে-
(A) ধাতুর
(B) অন্তরকের
(C) অর্ধপরিবাহীর
(D) অতিপরিবাহীর
৩. 4.2 k উষ্ণতায় পারদ একটি –
(A) কঠিন
(B) অন্তরক
(C) অর্ধপরিবাহী
(D) অতিপরিবাহী
৪. mc² সূত্রের প্রবক্তা হলেন –
(A) ডালটন
(B) আইনস্টাইন
(C) ম্যাক্সওয়েল
(D) ম্যাক্স প্ল্যাঙ্ক
৫. ওহম সূত্রের লেখচিত্র যে প্রকৃতির হয়-
(A) মূলবিন্দুগামী সরলরেখা
(B) X অক্ষের সমান্তরাল সরলরেখা
(C) Y অক্ষের সমান্তরাল সরলরেখা
(D) পরাবৃত্ত
৬. ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কোনটি?
(A) 2,8,2
(B) 2,8,1
(C) 2,8,5
(D) 2,8,8
৭. জিরেকোনিয়ামের আকরিক কোনটি?
(A) রুটাইল
(B) জিরকন
(C) বক্সাইট
(D) ম্যাগনেটাইট
৮. নিচের কোনটি চৌম্বক ধর্ম বিশিষ্ট আকরিক নয়?
(A) ক্রোমাইট
(B) উলফ্রামাইট
(C) রুটাইল
(D) বক্সাইট
৯. কোনো ব্যক্তি হাতে একটি সুটকেশ ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান কত হবে?
(A) 0 জুল
(B) 1 জুল
(C) 0.1 জুল
(D) 0.01 জুল
ভূমির অনুভূমিকভাবে একটি সুটকেস নিয়ে গেলে সুটকেসের যেদিকে সরণ হয় সেদিকে বলের উপাংশ
W= F.s. cos90°
=0
১০. গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তিকে কোন শক্তিতে রুপান্তরিত করা হয়?
(A) তাপ শক্তিতে
(B) শব্দ শক্তিতে
(C) আলোক শক্তিতে
(D) তড়িৎ শক্তিতে
১১. STP-তে গ্যাসীয়, এমন একটি যৌগের 3.011×10²² সংখ্যক অণুর ভর 3.2 g হলে যৌগের গ্রাম আণবিক গুরুত্ব নির্ণয় করো
(A) 64
(B) 64 গ্রাম
(C) 32
(D) 32 গ্রাম
STP তে 3.011×10²² সংখ্যক অণুর ভর 3.2 g
6.022×10²³ সংখ্যক অণুর ভর 64 গ্রাম
আনবিক গুরুত্ব =64
১২. ₉₂U²³⁸ কেন্দ্র থেকে ক্রমান্বয়ে 4 টি α কণা ও 6 টি β কণা নিঃসৃত হয়ে যে নতুন মৌলিক পদার্থের সৃষ্টি হয় , তার ভরসংখ্যা ও পরমাণু – ক্রমাঙ্ক কত হবে ?
(A) 222, 90
(B) 220, 90
(C) 222, 88
(D) 224, 88
১৩. সুস্থিত নিউক্লিয়াসের প্রতি নিউক্লিয়ন বন্ধন – শক্তি হয় –
(A) কম
(B) শূন্য
(C) ঋণাত্মক
(D) বেশি
আরো দেখে নাও :
- Mock Test No 98 | General Science | সাধারণ বিজ্ঞানের টেস্ট | WBCS RRB CGL
- বিজ্ঞান MCQ – সেট ৯০ জীবনবিজ্ঞান
- বিজ্ঞান MCQ – সেট ৮৭
- লিভার ( Lever )
- pH মাত্রা
- জৈব অ্যাসিড ও তাদের উৎস
- বিভিন্ন ধরণের মৌল
- ৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )
- বিজ্ঞানসম্মত নাম ( PDF )
- হরমোন ( Note, PDF, 60+ MCQ )
- প্রশ্নোত্তরে বিজ্ঞান
To check our latest Posts - Click Here