General Knowledge Notes in BengaliNotes
ভারতের বিখ্যাত মন্দির তালিকা | Famous Temples of India
List of Important Temples of India
ভারতের বিখ্যাত মন্দির তালিকা
প্রিয় পাঠকেরা, আজ তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের কিছু গুরুত্বপূর্ণ মন্দিরের তালিকা। বিভিন্ন পরীক্ষায় অনেক ক্ষেত্রে মন্দিরের নাম তুলে দিয়ে জানতে চাওয়া হয় মন্দিরটি কোথায় অবস্থিত। আমরা রাজ্যভিত্তিক গুরুত্বপূর্ণ মন্দিরগুলির নাম দিয়ে রাখলাম নিচে। দেখে নাও ভারতের বিখ্যাত মন্দির তালিকা।
রাজ্যভিত্তিক ভারতের বিখ্যাত মন্দির তালিকা
রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল | মন্দির |
---|---|
অন্ধ্রপ্রদেশ | বেঙ্কটেশ্বর মন্দির, তিরুমালা সিমহাছালাম মন্দির কনকা দূর্গা মন্দির বিনয়কা মন্দির, কনিপাকম শ্রীশৈলম মন্দির রঙ্গানাথা স্বামী মন্দির শ্রী সূর্যনারায়ণ স্বামী মন্দির, গল্লালমমিদাদা |
অরুণাচল প্রদেশ | পরশুরাম কুণ্ড মালিনী থান |
আসাম | কেতেকেশ্বর দেবালয়, তেজপুর কামাখ্যা মন্দির, গুয়াহাটি ভৈরবী মন্দির, তেজপুর |
বিহার | মহাবোধি মন্দির বিষ্ণুপদ মন্দির, গয়া পরশমনিনাথ মন্দির |
ছত্তিসগড় | ভোরামদ্বেহ মন্দির মা বাঘেশ্বরী দেবী মন্দির,সুরজপুর |
দিল্লি | স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, নতুন দিল্লী |
গোয়া | মন্দোদরী মন্দির, বেটকি |
গুজরাট | নাগেশ্বর মন্দির, জামনগর শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির শ্রী দ্বারকাধীশ মন্দির |
হরিয়ানা | মাতা মনসা দেবী মন্দির |
হিমাচল প্রদেশ | জ্বালামুখী দেবী মন্দির, কাংরা |
তামিল নাড়ু | মিনাক্ষী আম্মান মন্দির, মাদুরাই রামনাথস্বামী মন্দির, রামেশ্বরম দ্বীপ সুচিন্দ্রাম মন্দির, কন্যাকুমারী বৃহদেশ্বর মন্দির, থাঞ্জাভুর ঐরাবতেশ্বর মন্দির, দরসুরম |
পশ্চিমবঙ্গ | কালীঘাট মন্দির , কলকাতা মায়াপুর ইস্কন মন্দির চৈতন্য মহাপ্রভুর মন্দির, নবদ্বীপ মদনমোহন মন্দির , কোচবিহার তারাপীঠ মন্দির , তারাপীঠ গঙ্গাসাগর মন্দির দক্ষিণেশ্বর কালীবাড়ি , কলকাতা |
সিকিম | হনুমান চৌক বাবা হরভজন সিং মন্দির ছাঙ্গু বাবা মন্দির |
জম্মু ও কাশ্মীর | অমরনাথ গুহা মন্দির বৈষ্ণো দেবী মন্দির |
ঝাড়খন্ড | পাহাড়ি মন্দির, রাঁচি নৌলখা মন্দির, দেওঘর বাবা বৈদ্যনাথ মন্দির, দেওঘর |
কর্ণাটক | শ্রী বিরূপাক্ষ মন্দির, হাম্পি নানজুন্দেশ্বর মন্দির নরসিংহ ঝর্ণা মন্দির, বিদার তিরুপতি মন্দির, বিঠ্ঠল মন্দির, হাম্পি |
কেরালা | শ্রী পদ্মনাভস্বামী মন্দির শবরীমালা মন্দির অনন্তপুর হ্রদ মন্দির |
মধ্যপ্রদেশ | শ্বাশুড়ি-বউ মন্দির, গোয়ালিয়র খাজুরাহো মন্দির সাঁচি স্তুপ |
উত্তরপ্রদেশ | কাশী বিশ্বনাথ, বারাণসী ভারত মাতা মন্দির, বারাণসী শ্রী কৃষ্ণ জন্মস্থান, মথুরা শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির, বৃন্দাবন প্রেম মন্দির, বৃন্দাবন |
উত্তরাখন্ড | কেদারনাথ মন্দির বদ্রীনাথ মন্দির আদি বদ্রি মন্দির তুঙ্গনাথ মন্দির যমুনেত্রী মন্দির, উত্তরকাশী গঙ্গোত্রী মন্দির, উত্তরকাশী |
ওড়িশা | লিঙ্গরাজ মন্দির, ভুবনেশ্বর জগন্নাথ মন্দির, পুরি কোনারকের সূর্য মন্দির, কোনারক মুক্তেশ্বর মন্দির, ভুবনেশ্বর নীলমাধব মন্দির রাজরানী মন্দির, ভুবনেশ্বর অনন্ত বাসুদেব মন্দির, ভুবনেশ্বর ধবলেশ্বর মন্দির, ধৌলি |
পাঞ্জাব | শ্রী হারমিন্দর সাহিব, অমৃতসর স্বর্ণ মন্দির, অমৃতসর |
রাজস্থান | ব্রম্ভাজি মন্দির, পুষ্কর শ্রী একলিঙ্গজি মন্দির দিলওয়ারা মন্দির, মাউন্ট আবু কর্নি মাতা মন্দির, দেশনক রনকপুর জৈন মন্দির, সাদ্রী শ্রী রানী সতী দাদি মন্দির, ঝুম্ঝুনু জগদীশ মন্দির লক্ষ্মণ মন্দির শ্রী মহাবীরজি মন্দির , হিনদাউন |
দিল্লি | অক্ষরধাম মন্দির,নতুন দিল্লি শ্রী কালকা জি মন্দির, নতুন দিল্লি ঝাণ্ডাবালা দেবী মন্দির, নতুন দিল্লি বাহাই লোটাস মন্দির, নতুন দিল্লি শক্তি আদ্য কাত্যায়নী শক্তিপীঠ মন্দির, নতুন দিল্লি |
গোয়া | শ্রী শান্তদুর্গা মন্দির, কাভলেম শ্রী মঙ্গেশ মন্দির, মারদল |
তেলেঙ্গানা | শ্রী জ্ঞানা সরস্বতী দেবাস্থানাম, বাসার ভদ্রাচলম মন্দির, ভদ্রাচলম শ্রী বিদ্যা সরস্বতী সানি মন্দির, ওয়ারগাল রামাপ্পা মন্দির , মুলুগু |
মনিপুর | মহাবলী মন্দির, ইম্ফল |
পুদুচেরি | অরুলমিগো মানাকুলা ভিনায়াগার মন্দির, মানাকুলা মাতৃ মন্দির, অরোভিল্লে |
Download the file
- File Name : ভারতের বিখ্যাত মন্দির
- Format : PDF
- File Size : 294 KB
- No. of Pages : 04
আরো দেখে নাও
ভারতের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প – PDF
ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা
গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং জয়ী দল | Major Tournaments and Winners List
জৈন ধর্মের ইতিহাস – তীর্থঙ্কর – মহাবীর
To check our latest Posts - Click Here