রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ৩১
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ১০টি রাষ্ট্রবিজ্ঞানের MCQ প্রশ্ন ও উত্তর।
BanglaQuiz Question ID : 2574
১. সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক দায়িত্ব কখন অন্তর্ভুক্ত করা হয়েছিল ?
(A) ১৯৬২ খ্রিস্টাব্দ
(B) ১৯৭৬ খ্রিস্টাব্দ
(C) ১৯৭৮ খ্রিস্টাব্দ
(D) ১৯৮৯ খ্রিস্টাব্দ
১৯৭৬ খ্রিস্টাব্দে ৪২তম সংবিধান সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানে মৌলিক দায়িত্বগুলি যুক্ত করা হয় । স্বরণ সিং কমিটির নির্দেশ মেনে যোগ করা হয় ।
BanglaQuiz Question ID : 2600
২. নিচের কাকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন না ?
(A) রাজ্যপাল
(B) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও বিচারকগণ
(C) হাইকোর্টের প্রধান বিচারপতি ও বিচারকগণ
(D) উপরাষ্ট্রপতি
BanglaQuiz Question ID : 2635
৩. জাতীয় পঞ্চায়েতী রাজ দিবসটি কোন দিনে পালিত হয় ?
(A) ২৪শে এপ্রিল
(B) ২৩শে এপ্রিল
(C) ১৯শে এপ্রিল
(D) ২৬শে এপ্রিল
২০১০ সাল থেকে প্রতিবছর ভারতে ২৪শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস পালন করা হয়ে থাকে ।
BanglaQuiz Question ID : 2638
৪. কোন সাংবিধানিক সংশোধনী আইন অনুসারে ভারতে দলত্যাগ বিরোধী আইন পাস হয়েছিল ?
(A) ৪১ তম সংবিধান সংশোধন আইন
(B) ৪৬ তম সংবিধান সংশোধন আইন
(C) ৪৮ তম সংবিধান সংশোধন আইন
(D) ৫২ তম সংবিধান সংশোধন আইন
দলত্যাগ বিরোধী আইন এনেছিলেন রাজীব গান্ধী ৫২তম সংবিধান সংশোধনী ( ১৯৮৫ খ্রিস্টাব্দ ) -এর মাধ্যমে ।
BanglaQuiz Question ID : 2639
৫. ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ?
(A) মৌলিক অধিকার
(B) মৌলিক কর্তব্য
(C) নাগরিকত্ব
(D) সরকারী ভাষা
BanglaQuiz Question ID : 2644
৬. ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত ?
(A) আর্টিকেল ১৫০
(B) আর্টিকেল ১২৪
(C) আর্টিকেল ১৫৬
(D) আর্টিকেল ১২০
BanglaQuiz Question ID : 2665
৭. ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয় ?
(A) পশ্চিমবঙ্গ
(B) উত্তর প্রদেশ
(C) কেরালা
(D) রাজস্থান
রাজস্থান হ’ল প্রথম রাজ্য যেখানে এই ব্যবস্থা ১৯৫৯ সালে নাগৌড় জেলায় প্রয়োগ করা হয়েছিল।
BanglaQuiz Question ID : 2666
৮. ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে ?
(A) ১৬৩
(B) ১৬৬
(C) ১৬৭
(D) ১৬৪
BanglaQuiz Question ID : 2669
৯. সংসদের উচ্চ সভায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আসন বন্টনের বিষয় কোন তফসিলটিতে আলোচনা করা হয়েছে ?
(A) তৃতীয় তফসিল
(B) চতুর্থ তফসিল
(C) পঞ্চম তফসিল
(D) ষষ্ঠ তফসিল
BanglaQuiz Question ID : 2687
১০. বিরোধী দলের নেতার নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটি হ’ল ________ এবং এই কমিটির মোট সদস্য সংখ্যা ________
(A) এস্টিমেট কমিটি, ৩০
(B) পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ২২
(C) এস্টিমেট কমিটি, ২২
(D) পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ৩০
পাবলিক অ্যাকাউন্টস কমিটির নেতৃত্ব দেন বিরোধী দলের নেতা এবং এই কমিটিতে মোট ২২ জন সদস্য থাকে । এই ২২ জনের মধ্যে ১৫ জন লোকসভা এবং ৭ জন রাজ্য সভা থেকে ।
আরো দেখে নাও :
রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ৩০ । Indian Polity MCQ
রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ২৯ । Indian Polity MCQ
ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট – PDF
ভারতীয় সংবিধানের বিভিন্ন পার্ট । Parts Articles of the Indian Constitutions – PDF Download
জাতীয় শিক্ষানীতি ২০২০ । National Education Policy 2020
ভারতীয় সংবিধানের প্রস্তাবনা । Preamble to the Constitution of India
গুরুত্বপূর্ণ কমিটি/ কমিশন । Important Committees and Commissions in India
To check our latest Posts - Click Here