General Knowledge Notes in BengaliGeography Notes

ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা – PDF Download

List of Important Thermal Power Plants in India

ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা

প্রিয় পাঠকেরা তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা ( List Thermal Power Plants in India ) । কোন রাজ্যে কোন তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত তার একটি সুন্দর তালিকা আজকের পোস্টে তোমরা পেয়ে যাবে । 

ভারতের রাজ্যভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র তালিকা 

রাজ্য তাপবিদ্যুৎ কেন্দ্র
গুজরাট
  • মুন্দ্রা তাপবিদ্যুৎ কেন্দ্র
  • ধুবরান তাপবিদ্যুৎ কেন্দ্র
  • উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র
  • সবরমতী তাপবিদ্যুৎ কেন্দ্র
মধ্যপ্রদেশ
  • বিন্ধ্যাঞ্চল তাপবিদ্যুৎ কেন্দ্র
  • সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র
  • ছত্তিসগড়
  • KSK মহানদী পাওয়ার প্রজেক্ট
  • জিন্দাল তামনার তাপবিদ্যুৎ কেন্দ্র
  • সিপাত তাপবিদ্যুৎ কেন্দ্র
  • করবা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্র
মহারাষ্ট্র
  • তিরোদা তাপবিদ্যুৎ কেন্দ্র
  • চন্দ্রপুর সুপার তাপবিদ্যুৎ কেন্দ্র
  • ত্রম্বে তাপবিদ্যুৎ কেন্দ্র
  • কোরাডি তাপবিদ্যুৎ কেন্দ্র
  • সঞ্জয় গান্ধী তাপবিদ্যুৎ কেন্দ্র
বিহার
  • বার সুপার তাপবিদ্যুৎ কেন্দ্র
  • কাহালগাওঁ সুপার তাপবিদ্যুৎ কেন্দ্র
  • বারাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র
  • মুজাফফরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র
ওড়িশা
  • তালচের সুপার তাপবিদ্যুৎ কেন্দ্র
  • স্টারলাইট ঝার্সুগুদা পাওয়ার স্টেশন
উত্তর প্রদেশ
  • NTPC দাদরি
  • সিংরাউলি সুপার তাপবিদ্যুৎ কেন্দ্র
  • রিহান্দ তাপবিদ্যুৎ কেন্দ্র
  • আনপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র
  • হারদুয়াগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র
  • ওবরা তাপবিদ্যুৎ কেন্দ্র
  • পানকি তাপবিদ্যুৎ কেন্দ্র
তেলেঙ্গানা
  • NTPC রামাগুন্দাম
  • কোথাগুদেম তাপবিদ্যুৎ কেন্দ্র
  • হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র
  • কাকাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
পশ্চিমবঙ্গ
  • মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
  • কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র
  • ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র
  • বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র
  • ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র
  • বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র
  • টিটাগড় তাপবিদ্যুৎ কেন্দ্র
তামিলনাড়ু
  • নেভেলী তাপবিদ্যুৎ কেন্দ্র
  • এন্নোর তাপবিদ্যুৎ কেন্দ্র
  • ভাল্লুর তাপবিদ্যুৎ কেন্দ্র
  • নর্থ চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্র
অন্ধ্রপ্রদেশ
  • সিমহাদ্রি সুপার তাপবিদ্যুৎ কেন্দ্র
  • ড: নারলা টাটা রাও তাপবিদ্যুৎ কেন্দ্র
  • রামগুনডেম তাপবিদ্যুৎ কেন্দ্র
রাজস্থান
  • সুরাটগড় সুপার তাপবিদ্যুৎ কেন্দ্র
হরিয়ানা
  • ইন্দিরা গান্ধী সুপার তাপবিদ্যুৎ কেন্দ্র
আসাম
  • নাহারকাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
দিল্লি
  • বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র
  • ইন্দ্রপ্রস্থ তাপবিদ্যুৎ কেন্দ্র
কর্ণাটক
  • রাইচুর সুপার তাপবিদ্যুৎ কেন্দ্র
ঝাড়খন্ড
  • বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র

তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য

  • বিশ্বের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হলো – তাইওয়ানের তাইচুং তাপবিদ্যুৎ কেন্দ্র ।
  • ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হলো – তেলেঙ্গানার হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র, ১৯২০ সালে প্রতিষ্ঠিত।
  • স্বাধীনোত্তর ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র – ঝাড়খণ্ডের বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র ।
  • মধ্যপ্রদেশের বিন্ধ্যাঞ্চল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ।
  • ভারতের দ্বিতীয় বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র গুজরাটের মুন্দ্রা তাপবিদ্যুৎ কেন্দ্র

Download in PDF format 

File Name : ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা

Format: PDF
File Size: 226 KB
No. of Pages: 02

Click Here to Download PDF 

আরো দেখে নাও :

ভারতের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প –  PDF

ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও তাদের সদর দপ্তর

পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি । Famous Deserts Around The World

গুরুত্বপূর্ণ কিছু তৃণভূমি । Important Grasslands of the World

ভারতের সাথে বিভিন্ন দেশের যৌথ সামরিক মহড়া ( PDF )

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button