ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও তাদের সদর দপ্তর – PDF
Important Indian Organizations and their Headquarters
ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও তাদের সদর দপ্তর – PDF
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, তাদের সদর দপ্তর ও প্রতিষ্ঠাকাল সম্পর্কিত কিছু তথ্য । ভারতের কোন সংস্থার সদর দপ্তর কোনটি ও সেটি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার একটি সুন্দর তালিকা নিচে দেওয়া রইলো। ভারতীয় সংস্থার সদর দপ্তর ।
ভারতীয় সংস্থার সদর দপ্তর
বিভিন্ন ভারতীয় সংস্থার সদর দপ্তর তালিকা দেওয়া রইলো।
সংস্থার নাম | সদর দপ্তর | স্থাপিত |
---|---|---|
নীতি আয়োগ (NITI AAYOG) | নতুন দিল্লী | ২০১৫ |
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) | মুম্বাই | ১৯৩৫ |
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) | মুম্বাই | ১৯৯২ |
ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) | মুম্বাই | ১৯৮২ |
স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SIDBI) | লখনউ | ১৯৯০ |
ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক (NHB) | নতুন দিল্লী | ১৯৮৮ |
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অফ ইন্ডিয়া (FSSAI) | নতুন দিল্লী | ২০১১ |
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) | নতুন দিল্লী | ১৯৮৬ |
ন্যাশনাল অ্যাসোসিয়েশান অফ সফটওয়ার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিস (NASSCOM) | নয়ডা | ১৯৮৮ |
কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) | নতুন দিল্লী | ১৯৪২ |
সেন্ট্রাল স্ট্যাটিস্টিকাল অর্গানাইজেশন (CSO) | নতুন দিল্লী | ১৯৫১ |
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইন্সটিটিউট (ISI) | কলকাতা | ১৯৩১ |
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সারটিফিকেশন (CBFC) | মুম্বাই | ১৯৫১ |
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) | নতুন দিল্লী | ১৯৫৮ |
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) | ব্যাঙ্গালুরু | ১৯৬৯ |
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) | কলকাতা | ১৮৫১ |
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) | নতুন দিল্লী | ১৯১১ |
ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR) | নতুন দিল্লী | ১৯২৯ |
ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথোরিটি অফ ইন্ডিয়া (IWAI) | নয়ডা | ১৯৮৬ |
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) | মুম্বাই | ১৯৫৬ |
ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) | নতুন দিল্লী | ১৯৬১ |
প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) | নতুন দিল্লী | ১৯৬৬ |
স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া (SAI) | নতুন দিল্লী | ১৯৬১ |
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) | মুম্বাই | ১৯২৮ |
টেলিকম র্যেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (TRAI) | নতুন দিল্লী | ১৯৯৭ |
ন্যাশনাল ইন্সটিটিউট অফ এগ্রিকালচারাল মার্কেটিং(NIAM) | জয়পুর | ১৯৮৮ |
সেন্ট্রাল শীপ ব্রিডিং ফার্ম | হিসার | ১৯৬৮ |
ন্যাশনাল ইন্সটিটিউট অফ আয়ুর্বেদ (NIA) | জয়পুর | ১৯৭৬ |
ইন্ডিয়ান ব্যুরো অফ মাইনস (IBM) | কোলকাতা | ১৯৪৮ |
প্রসার ভারতী | নতুন দিল্লী | ১৯৯৭ |
ন্যাশনাল ফিল্ম আর্কিভ অফ ইন্ডিয়া (NFA) | পুনে | ১৯৬৪ |
হিমালয়ান ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট (১৯৭৭) | সিমলা | ১৯৭৭ |
Download in PDF Format
- File Name : ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও তাদের সদর দফতর
- File Format : PDF
- File Size : 280 KB
- No. of pages : 02
আরো দেখে নাও :
ভারতের সাথে বিভিন্ন দেশের যৌথ সামরিক মহড়া ( PDF )
ভারতের রাজ্যভিত্তিক উল্লেখযোগ্য কিছু হ্রদের তালিকা । Lakes in India । PDF
পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি । Famous Deserts Around The World
গুরুত্বপূর্ণ কিছু তৃণভূমি । Important Grasslands of the World
ভারতের প্রধান উপজাতিসমূহ । রাজ্যভিত্তিক । Major Tribes in India
গুরুত্বপূর্ণ কমিটি/ কমিশন । Important Committees and Commissions in India
বিভিন্ন ধাতুর আকরিক । List of Important Metals and their Ores
To check our latest Posts - Click Here