General Knowledge Notes in BengaliNotes

ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও তাদের সদর দপ্তর – PDF

Important Indian Organizations and their Headquarters

ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও তাদের সদর দপ্তর – PDF

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, তাদের সদর দপ্তর ও প্রতিষ্ঠাকাল সম্পর্কিত কিছু তথ্য । ভারতের কোন সংস্থার সদর দপ্তর কোনটি ও সেটি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার একটি সুন্দর তালিকা নিচে দেওয়া রইলো। ভারতীয় সংস্থার সদর দপ্তর

ভারতীয় সংস্থার সদর দপ্তর

বিভিন্ন ভারতীয় সংস্থার সদর দপ্তর তালিকা দেওয়া রইলো।

সংস্থার নামসদর দপ্তরস্থাপিত
নীতি আয়োগ (NITI AAYOG)নতুন দিল্লী২০১৫
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)মুম্বাই১৯৩৫
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)মুম্বাই১৯৯২
ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD)মুম্বাই১৯৮২
স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SIDBI)লখনউ১৯৯০
ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক (NHB)নতুন দিল্লী১৯৮৮
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অফ ইন্ডিয়া (FSSAI)নতুন দিল্লী২০১১
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)নতুন দিল্লী১৯৮৬
ন্যাশনাল অ্যাসোসিয়েশান অফ সফটওয়ার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিস (NASSCOM)নয়ডা১৯৮৮
কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR)নতুন দিল্লী১৯৪২
সেন্ট্রাল স্ট্যাটিস্টিকাল অর্গানাইজেশন (CSO)নতুন দিল্লী১৯৫১
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইন্সটিটিউট (ISI)কলকাতা১৯৩১
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সারটিফিকেশন (CBFC)মুম্বাই১৯৫১
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)নতুন দিল্লী১৯৫৮
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)ব্যাঙ্গালুরু১৯৬৯
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI)কলকাতা১৮৫১
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)নতুন দিল্লী১৯১১
ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR)নতুন দিল্লী১৯২৯
ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথোরিটি অফ ইন্ডিয়া (IWAI)নয়ডা১৯৮৬
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)মুম্বাই১৯৫৬
ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT)নতুন দিল্লী১৯৬১
প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI)নতুন দিল্লী১৯৬৬
স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া (SAI)নতুন দিল্লী১৯৬১
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)মুম্বাই১৯২৮
টেলিকম র‍্যেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (TRAI)নতুন দিল্লী১৯৯৭
ন্যাশনাল ইন্সটিটিউট অফ এগ্রিকালচারাল মার্কেটিং(NIAM)জয়পুর১৯৮৮
সেন্ট্রাল শীপ ব্রিডিং ফার্মহিসার১৯৬৮
ন্যাশনাল ইন্সটিটিউট অফ আয়ুর্বেদ (NIA)জয়পুর১৯৭৬
ইন্ডিয়ান ব্যুরো অফ মাইনস (IBM)কোলকাতা১৯৪৮
প্রসার ভারতীনতুন দিল্লী১৯৯৭
ন্যাশনাল ফিল্ম আর্কিভ অফ ইন্ডিয়া (NFA)পুনে১৯৬৪
হিমালয়ান ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট (১৯৭৭)সিমলা১৯৭৭
Headquarter of Indian Organizations

Download in PDF Format

  • File Name : ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও তাদের সদর দফতর
  • File Format : PDF
  • File Size : 280 KB
  • No. of pages : 02

আরো দেখে নাও :

ভারতের সাথে বিভিন্ন দেশের যৌথ সামরিক মহড়া ( PDF )

সামরিক অভিযান

ভারতের রাজ্যভিত্তিক উল্লেখযোগ্য কিছু হ্রদের তালিকা । Lakes in India । PDF

পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি । Famous Deserts Around The World

গুরুত্বপূর্ণ কিছু তৃণভূমি । Important Grasslands of the World

ভারতের প্রধান উপজাতিসমূহ । রাজ্যভিত্তিক । Major Tribes in India

গুরুত্বপূর্ণ কমিটি/ কমিশন । Important Committees and Commissions in India

বিভিন্ন ধাতুর আকরিক । List of Important Metals and their Ores

To check our latest Posts - Click Here

Telegram

Pratik Debnath

Lives in Beldanga. YouTuber , Quiz Enthusiast, Active Author of BanglaQuiz WebSite and Youtube .

Related Articles

Back to top button