Monthly Current AffairsCurrent Affairs

সাম্প্রতিকী – জুলাই মাস – ২০২০ । Monthly Current Affairs | June 2020

Monthly Current Affairs - July 2020

১২১. কোন ভারতীয় কোম্পানি সম্প্রতি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দামী শক্তি সংস্থা (Energy company) হয়েছে (জুলাই ২০২০)? 

(A) Adani Power Limited
(B) Bharti Airtel
(C) Tata Consultancy Services
(D) Reliance Industries Limited

উত্তর :
(D) Reliance Industries Limited

শীর্ষে রয়েছে মার্কিন সংস্থা Aramco .


১২২. বিশ্বে সবচেয়ে জনবহুল শহর কোনটি? 

(A) টোকিয়ো
(B) দিল্লি
(C) সিঙ্গাপুর
(D) মুম্বাই

উত্তর :
(A) টোকিয়ো

১২৩. বিশ্বের মধ্যে বনজ বিভাগে সর্বাধিক কর্মসংস্থান রয়েছে কোন দেশে? 

(A) ভারত
(B) চীন
(C) ব্রাজিল
(D) অস্ট্রেলিয়া

উত্তর :
(A) ভারত

গোটা বিশ্বে বনজ বিভাগে ১২.৫ মিলিয়ন মানুষ কাজ করেন। ভারতের ক্ষেত্রে সংখ্যাটা ৬.২৩ মিলিয়ন, যা বিশ্বের পরিপ্রেক্ষিতে প্রায় ৫০ শতাংশ।


১২৪. প্রতিবছর কোনদিনে কার্গিল বিজয় দিবস পালন করা হয়?

(A) জুলাই ২৬
(B) জুলাই ২৭
(C) জুলাই ২৮
(D) জুলাই ২৯

উত্তর :
(A) জুলাই ২৬

১৯৯৯ সালে এই দিনে কার্গিল যুদ্ধে বিজয়ী হয় ভারতীয় সেনা।


১২৫. সম্প্রতি নিম্নের কোন দেশে NTPC সৌর শক্তি কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে?

(A) মালি
(B) শ্রীলঙ্কা
(C) ভিয়েতনাম
(D) ইন্দোনেশিয়া

উত্তর :
(B) শ্রীলঙ্কা

NTPC- National Thermal Power Corporation Ltd


১২৬. কোন রাজ্যের সরকার ‘বিলুঙ্গ’(Bilung) গ্রামের নাম জনপ্রিয় লোকসঙ্গীত ‘রঙ্গবতী’ র নামে রেখেছে?

(A) পশ্চিমবঙ্গ
(B) ত্রিপুরা
(C) ওড়িশা
(D) আসাম

উত্তর :
(C) ওড়িশা

এটি ওড়িশা রাজ্যের সম্বলপুর জেলায় অবস্থিত।  গ্রামটির বর্তমান নাম দেওয়া হল ‘রঙ্গবতী বিলুঙ্গ’।


১২৭. বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? 

(A) ২৬ জুলাই
(B) ২৭ জুলাই
(C) ২৮ জুলাই
(D) ২৯ জুলাই

উত্তর :
(C) ২৮ জুলাই

এবছরের থিম – “Hepatitis- Free Future”


১২৮. উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্যে প্রথম ম্যানহোল পরিষ্কারের জন্য রোবট পেল?

(A) মণিপুর
(B) আসাম
(C) মিজোরাম
(D) নাগাল্যান্ড

উত্তর :
(B) আসাম

১২৯.  কোন সংস্থা স্টার্টআপ এবং উদ্ভাবকদের জন্য ‘Dare to Dream 2.0’ কন্টেস্ট লঞ্চ করেছে?

(A) DRDO
(B) ISRO
(C) ISI
(D) NIC

উত্তর :
(A) DRDO

DRDO এর পুরো কথা হল Defence Research and Development Organisation। বর্তমানে DRDO র চেয়ারম্যান হলেন ডঃ জি সতীশ রেড্ডি।


১৩০. ‘Burnt Sugar’ অথবা ‘Girl in White Cotton’ উপন্যাসটি কে লিখেছেন?

(A) Tulika Malhrotra
(B) Rahul Mahajan
(C) Avni Doshi
(D) Mukesh Pandey

উত্তর :
(C) Avni Doshi

যুক্তরাজ্য(UK) তে ‘Burnt Sugar’ নামে এবং ভারতে ‘Girl in White Cotton’ নামে প্রকাশ পেয়েছে।


১৩১. জাতীয় শিক্ষানীতি ২০২০(NEP 2020) অনুযায়ী নীচের কোন কোর্সটি তুলে দেওয়া হল?

(A) M. Ed
(B) M. Com
(C) MBA
(D) M. Phil

উত্তর :
(D) M. Phil

দেখে নাও নতুন জাতীয় শিক্ষানীতি সম্পর্কিত তথ্যাবলী – Click Here


১৩২. সপ্তম বোলার হিসাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৫০০ উইকেট নেওয়ার নজির গড়লেন কে?

(A) স্টুয়ার্ট ব্রড
(B) জেমস অ্যান্ডারসন
(C) কেমার রোচ
(D) মইন আলি

উত্তর :
(A) স্টুয়ার্ট ব্রড

১৩৩. আইসিসি টেস্ট র‍্যাংকিং(জুলাই ২০২০) অনুযায়ী বর্তমানে বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার কে?

(A) রবীন্দ্র জাদেজা
(B) বেন স্টোকস
(C) শেন ওয়াটসন
(D) হার্দিক পান্ডিয়া

উত্তর :
(B) বেন স্টোকস

১ম – বেন স্টোকস , ২য় – জেসন হোল্ডার , ৩য় – রবীন্দ্র জাদেজা


১৩৪. আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কবে পালিত হয়?

(A) ২৭ জুলাই
(B) ২৮ জুলাই
(C) ২৯ জুলাই
(D) ৩০ জুলাই

উত্তর :
(C) ২৯ জুলাই

২০১৮,২০১৯ এবং ২০২০ সালের আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের স্লোগান হল “Their survival in Our hands”


১৩৫. কোন ভারতীয় কুস্তিগীর সম্প্রতি হরিয়ানার ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের ডেপুটি ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন? 

(A) ববিতা ফোগট
(B) গীতা ফোগট
(C) সাক্ষী মালিক
(D) রিতু ফোগট

উত্তর :
(A) ববিতা ফোগট

হরিয়ানা সরকার তাদের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের ডেপুটি ডিরেক্টর পদে কুস্তিগীর ববিতা ফোগট এবং কবাডি খেলোয়াড় কবিতা দেবী কে নিযুক্ত করেছে।


১৩৬. সদ্য প্রকাশিত আইসিসি ও.ডি.আই র‍্যাংকিং অনুযায়ী বর্তমানে বিশ্বের ১ নম্বর দেশ কোনটি?

(A) অস্ট্রেলিয়া
(B) ভারত
(C) নিউজিল্যান্ড
(D) ইংল্যান্ড

উত্তর :
(D) ইংল্যান্ড

১ম- ইংল্যান্ড , ২য়- ভারত, ৩য়- নিউজিল্যান্ড


১৩৭. ইউনাইটেড নেশনস বিশ্ব বন্ধুত্ব দিবস কবে পালন করা হয়? 

(A) জুলাই ২৮
(B) জুলাই ২৯
(C) জুলাই ৩০
(D) জুলাই ৩১

উত্তর :
(C) জুলাই ৩০

বিশ্ব বন্ধুত্ব দিবস ৩০শে জুলাই

জাতীয় বন্ধুত্ব দিবস হল আগস্ট মাসের প্রথম রবিবার


Download Current Affairs MCQ of July 2020 – Click Here


Download Current Affairs One Liners of July 2020 – Click Here.

 

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8
Telegram

Related Articles

One Comment

Back to top button