Monthly Current AffairsCurrent Affairs

সাম্প্রতিকী – জুলাই মাস – ২০২০ । Monthly Current Affairs | June 2020

Monthly Current Affairs - July 2020

১০১. বিশ্বের প্রথম কোন দেশ ইলেকট্রিক রেল টানেল তৈরি করেছে যেটি ডাবল স্ট্যাক কন্টেইনার ধরতে সক্ষম ?

(A) ব্রিটেন
(B) ভারত
(C) চীন
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর :
(B) ভারত

ভারত এক কিলোমিটার (কিমি) দীর্ঘ বিশ্বের প্রথম বৈদ্যুতিক রেল টানেল তৈরি করে যা ডাবল স্ট্যাকের কন্টেইনার ধরতে সক্ষ। আরাবল্লী পর্বতমালার মধ্য দিয়ে এই টানেলটি তৈরী করা হয়েছে।


১০২. ২০২০ সালের “Legend of Animation” পুরস্কার দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে ?

(A) ও ভি বিজয়ন
(B) অর্ণব চৌধুরী
(C) আর কে লক্ষ্মণ
(D) সুধীর দার

উত্তর :
(B) অর্ণব চৌধুরী

অর্ণব চৌধুরী মরণোত্তর এই সম্মান পেলেন।


১০৩. কালা নারায়ণসামি সম্প্ৰীত কোন দেশের “President’s award ” পেলেন ?

(A) সিঙ্গাপুর
(B) মালয়েশিয়া
(C) শ্রীলঙ্কা
(D) বাংলাদেশ

উত্তর :
(A) সিঙ্গাপুর

সিঙ্গাপুরে ভারতীয় বংশোদ্ভূত নার্স কালা নারায়ণসামি (৫৯) কোভিড -১৯ মহামারী চলাকালীন তার সার্ভিসের জন্য এই  পুরস্কারে ভূষিত হয়েছেন।


১০৪. ২০২০ সালের “World’s most surveilled cities ” এর তালিকায় ভারতের মধ্যে শীর্ষে রয়েছে কোন শহর ?

(A) চেন্নাই
(B) হায়দ্রাবাদ
(C) দিল্লি
(D) মুম্বই

উত্তর :
(B) হায়দ্রাবাদ

ভারতের মধ্যে শীর্ষে রয়েছে হায়দ্রাবাদ ( বিশ্বের মধ্যে ১৬ নম্বর ) । বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে চীনের তাইয়ুয়ান ।


১০৫. সম্প্রতি প্রয়াত বেঞ্জামিন এমকাপা কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন ?

(A) জাম্বিয়া
(B) রুয়ান্ডা
(C) তানজানিয়া
(D) উগান্ডা

উত্তর :
(C) তানজানিয়া

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট বেঞ্জামিন এমকাপা ২৪শে জুলাই প্রয়াত হয়েছে। ১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দেশটিরে প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন তিনি। দেশটির বর্তমান প্রেসিডেন্ট জন মাঙ্গুফুলি বিবৃতি দিয়ে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।


১০৬. সম্প্রতি প্রয়াত অমলা শঙ্কর ছিলেন একজন খ্যাতিমান

(A) থিয়েটার শিল্পী
(B) গায়ক
(C) পরিবেশবিদ
(D) নৃত্যশিল্পী

উত্তর :
(D) নৃত্যশিল্পী

অমলাশংকর একজন ভারতীয় ব্যালে নর্তকী। উনি উদয় শঙ্করের স্ত্রী, আনন্দশংকর ও মমতাশংকরের মা এবং রবিশঙ্করের ভ্রাতৃজায়া হন। অমলাশংকর উদয়শংকর পরিচালিত ছায়াছবি কল্পনাতে অভিনয় করেন। ২০২০ সালের ২৪ জুলাই শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স ছিল ১০১ বছর।

নৃত্য এর জন্য ২০১১ সালে বঙ্গবিভূষণ পুরস্কার পান তিনি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ।


১০৭. নিম্নের কে জগজীবন রাম উদ্ভাবনী কৃষক ২০১৯ পুরষ্কার পেয়েছেন?

(A) রঘুপত সিং
(B) দেবব্রত সিং
(C) মুকেশ সিঙ্গলা
(D) টি পুরুষোতমন

উত্তর :
(D) টি পুরুষোতমন

টি পুরুষোতমন এই  পুরস্কারটি পেয়েছেন ।


১০৮. প্রথম Gulbenkian Prize for Humanity কে পেয়েছেন?

(A) জন পল জোস
(B) গ্রেটা থুনবার্গ
(C) কল্যান বেনসন
(D) মালালা ইউসুফজাই

উত্তর :
(B) গ্রেটা থুনবার্গ

প্রথম Gulbenkian Prize for Humanity পেয়েছেন – গ্রেটা থুনবার্গ । গ্রেটা থুনবার্গ হলেন হলেন সুইডেনের একজন স্কুল শিক্ষার্থী যিনি ১৫ বছর বয়সে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবিলম্বে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের জন্য সুইডেন সংসদের বাইরে প্রতিবাদ শুরু করেন। তখন থেকে তিনি জলবায়ু কর্মী হিসেবে পরিচিতি পান।


১০৯. ২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কোথায় অনুষ্ঠিত হবে?

(A) নিউজিল্যান্ড

(B) অস্ট্রেলিয়া
(C) শ্রীলঙ্কা
(D) আরব আমিরশাহী

উত্তর :
(D) আরব আমিরশাহী

১১০. লখনৌ পৌর কর্পোরেশন চৌক চৌরাহ রাস্তাটির নাম পরিবর্তন করে কার নামে নতুন নামকরণ করেছে ?

(A) বিনায়ক দামোদর সাভারকর
(B) শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়
(C) অরুণ জেটলি
(D) লালজি ট্যান্ডন

উত্তর :
(D) লালজি ট্যান্ডন

মধ্য প্রদেশের প্রাক্তন গভর্নর লালজি ট্যান্ডনের নামে এই রাস্তাটির নতুন নামকরণ করা হয়েছে।


১১১. কোন পাবলিক সেক্টর ব্যাংক সপ্রতি ইউনিকেন (Uniken ) -এর সাথে তার ইন্টারনেট ব্যাংকিং চ্যানেলগুলি সুরক্ষিত করতে অংশীদারত্ব  করেছে ?

(A) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
(B) ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
(C) ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া
(D) ব্যাংক অফ বরোদা

উত্তর :
(B) ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র 

১১২. সোমালিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন 

(A) মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ
(B) মাহদী মোহাম্মদ গুলাইদ
(C) হাসান আলী খায়ের
(D) শরীফ শেখ আহমেদ

উত্তর :
(B) মাহদী মোহাম্মদ গুলাইদ

সোমালিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল্লাহি ফরমাজো সোমবারের পূর্ববর্তী প্রধানমন্ত্রী হাসান আলী খায়েরের ইমপিচমেন্টের পরিপ্রেক্ষিতে সম্প্রতি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে উপ-প্রধানমন্ত্রী মাহদী মোহাম্মদ গুলাইদকে নিয়োগ করেছেন ।


১১৩. হিচেম মেচিচি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন?

(A) আলজেরিয়া
(B) লিবিয়া
(C) আর্জেন্টিনা
(D) তিউনিসিয়া

উত্তর :
(D) তিউনিসিয়া

উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ায় পরবর্তী সরকার গঠনে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হিচেম মেচিচিকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট সাঈদ।


১১৪. “Ziyuan III 03” –  কোন দেশের উচ্চ-রেজোলিউশন ম্যাপিং উপগ্রহ?

(A) দক্ষিণ কোরিয়া
(B) জাপান
(C) মার্কিন যুক্তরাষ্ট্র
(D) চীন

উত্তর :
(D) চীন

১১৫. ASTHROS কোন মহাকাশ সংস্থার মিশন?

(A) Japan Aerospace Exploration Agency (JAXA)
(B) National Aeronautics and Space Administration (NASA)
(C) Centre national d’étudesspatiales (CNES)
(D) Indian Space Research Organisation (ISRO)

উত্তর :
(B) National Aeronautics and Space Administration (NASA)

ASTHROS = Astrophysics Stratospheric Telescope for High Spectral Resolution Observations at Submillimeter-wavelengths


১১৬. ২০২১ সালে কোন “খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস” -এর চতুর্থ সংস্করণটির আয়োজন করতে চলেছে ? 

(A) হরিয়ানা
(B) আসাম
(C) মহারাষ্ট্র
(D) গুজরাট

উত্তর :
(A) হরিয়ানা

২০২১ সালে “খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস” – হরিয়ানাতে হতে চলেছে ।


১১৭.  “The India Way: Strategies for an Uncertain World” শীর্ষক বইটি রচনা করেছেন 

(A) এস জয়শঙ্কর
(B) নরেন্দ্র মোদী
(C) রাম নাথ কোবিন্দ
(D) ভেঙ্কাইয়া নাইডু

উত্তর :
(A) এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর এই বইটি লিখেছেন ।


১১৮.  “Quest for Restoring Financial Stability in India” – বইটি লিখেছেন 

(A) বি.পি. কানুনগো
(B) এম.কে. জৈন
(C) ভাইরাল ভি আচার্য
(D) এন এস বিশ্বনাথন

উত্তর :
(C) ভাইরাল ভি আচার্য

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) প্রাক্তন ডেপুটি গভর্নর ভাইরাল ভি আচার্য্য এই বইটি রচনা করেছেন।


১১৯. সম্প্রতি প্রয়াত অলিভিয়া ডি হাভিল্যান্ড ছিলেন একজন 

(A) পপ সিঙ্গার
(B) অভিনেত্রী
(C) ফটোগ্রাফার
(D) কোরিওগ্রাফার

উত্তর :
(B) অভিনেত্রী

দুইবারের অস্কার বিজয়ী অভিনেত্রী এবং ‘গোন উইথ দ্য উইন্ড’র সর্বশেষ জীবিত তারকা অলিভিয়া ডি হাভিল্যান্ড ১০৪ বছর বয়সে সম্প্রতি প্যারিসে প্রয়াত হয়েছেন ।


১২০. কে সম্প্রতি “Pravasi Rojgar App” লঞ্চ করলেন ?

(A) অরবিন্দ কেজরিওয়াল
(B) নরেন্দ্র মোদী
(C) সনু সুদ
(D) প্রকাশ জাভেদকার

উত্তর :
(C) সনু সুদ

পরিযায়ী শ্রমিকদের চাকরি দেওয়ার উদ্দেশ্যে সনু সুদ এই জব পোর্টালটি শুরু করেছেন ।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

One Comment

Back to top button