Monthly Current AffairsCurrent Affairs

সাম্প্রতিকী – জুলাই মাস – ২০২০ । Monthly Current Affairs | June 2020

Monthly Current Affairs - July 2020

৩১. গঙ্গাকে পুনরুজ্জীবিত করার জন্য বিশ্বব্যাংক ভারতে কত মিলিয়ন ডলার লোন প্রদান করার কথা ঘোষণা করেছে ?

(A) ৩০০
(B) ৪০০
(C) ৫০০
(D) ৬০০

উত্তর :
(B) ৪০০

বিশ্বব্যাংক গঙ্গাকে পুনরুজ্জীবিত করার জন্য সহায়তা করতে ৪০০ মিলিয়ন ডলার লোন দেবে।

বিশ্ব ব্যাংক:

  • সদর দফতর – ওয়াশিংটন, ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র
  • প্রেসিডেন্ট – ডেভিড মালপাস।

৩২. কোরবানির পশুর অনলাইন বিক্রয় ও কোরবানির পশু কেনার জন্য কোন দেশ সম্প্রতি  ‘ডিজিটাল হাট’ চালু করেছে?

(A) ভারত
(B) বাংলাদেশ
(C) পাকিস্তান
(D) সৌদি আরব

উত্তর :
(B) বাংলাদেশ

বাংলাদেশ:

  •     রাজধানী – ঢাক।
  •     মুদ্রা – বাংলাদেশি টাকা।
  •     রাষ্ট্রপতি – আবদুল হামিদ।
  •     প্রধানমন্ত্রী- শেখ হাসিনা।
  •     জাতীয় ক্রীড়া – কাবাডি।

৩৩. দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রথম কোন দুটি দেশ সম্প্রতি হাম ও রুবেল মুক্ত ঘোষিত হলো ?

(A) মালদ্বীপ এবং ভারত
(B) শ্রীলঙ্কা ও মায়ানমার
(C) মায়ানমার ও ভুটান
(D) মালদ্বীপ এবং শ্রীলঙ্কা

উত্তর :
(D) মালদ্বীপ এবং শ্রীলঙ্কা

২০২৩ সালে লক্ষ্য থাকলেও তার আগেই মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দেশ থেকে হাম ও রুবেল তাড়াতে সক্ষম হয়েছে ।


৩৪. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডকুমেন্ট স্ক্যান করার জন্য কোন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করলেন ?

(A) Quick Scan
(B) Scan It
(C) Fast Scan
(D) Self Scan

উত্তর :
(D) Self Scan

কেন্দ্র সরকার সম্প্রতি ৫৯টি চীনা মোবাইল অ্যাপ্লিকেশন  নিষিদ্ধ ঘোষণা করেছে । এর মধ্যে ছিল জনপ্রিয় ডকুমেন্ট স্ক্যানার ক্যাম স্ক্যানার। এই ক্যাম স্ক্যানার এর পরিবর্তে Self Scan মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবধার করার অনুরোধ করেছে পর্শ্চিমবঙ্গ রাজ্য সরকার ।


৩৫. গুগল সম্প্রতি তার সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম Google+ কে কোন নতুন নামে আবার শুরু করলো ?

(A)  Google++
(B) Currents
(C) Trends
(D) Peep it

উত্তর :
(B) Currents

গুগল সম্প্রতি তার সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম Google+ কে আবার শুরু করলো Google Currents নাম দিয়ে ।


৩৬. ২০২০ সালের জুলাইয়ে, নাদাউন থানা দেশের অন্যতম সেরা পুলিশ স্টেশন হিসাবে স্বীকৃতি পেয়েছে।  এই থানাটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

(A) হিমাচল প্রদেশ
(B) কেরালা
(C) অন্ধ্র প্রদেশ
(D) তেলেঙ্গানা

উত্তর :
(A) হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশের হামিরপুর জেলার নাদাউন থানাটিকে দেশের অন্যতম সেরা পুলিশ স্টেশন হিসাবে সম্প্রতি স্বীকৃতি দেওয়া হয়েছে।


৩৭. ২০২০ সালের এশিয়া কাপ টুর্নামেন্ট পিছিয়ে ২০২১ সালে করা হয়েছে।   সুরক্ষার কারণে কোন দেশে এই টুর্নামেন্টটি ২০২১ সালে আয়োজন করা হবে বলে ঘোষণা করা হয়েছে ?

(A) ভারত
(B) শ্রীলংকা
(C) ভুটান
(D) মায়ানমার

উত্তর :
(B) শ্রীলংকা

২০২০ সালের এই টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল পাকিস্তানে । কিন্তু কোডিভ ১৯ এর কারণে এটিকে ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে পিছিয়ে ২০২১ সালে জুন আয়োজন করার কথা ঘোষণা করা হয়েছে । এর সাথে সুরক্ষার কারণে টুর্নামেন্টকে পাকিস্তান থেকে শ্রীলংকায় আয়োজন করা হবে বলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ঘোষণা করেছে ।


৩৮. সম্প্রতি খবরের শিরোনামে এসেছে “Golden Birdwing” বলে এক প্রজাতির প্রাণী । এই Golden Birdwing আসলে হলো একপ্রকার 

(A) পাখি
(B) মাছ
(C) প্রজাপতি
(D) সাপ

উত্তর :
(C) প্রজাপতি

সম্প্রতি Golden Birdwing বলে এক প্রকার প্রজাপতি ভারতের (Scientific Name: Troides minos ) উত্তরাখন্ড ( স্ত্রী) ও মেঘালয়ে  (পুং ) পাওয়া গিয়েছে । এই প্রজাপতির ডানার বিস্তার প্রায় ১৯৪ মিলিমিটার যা বিশ্বে রেকর্ড সৃষ্টি করেছে ।


৩৯. “Overdraft: Saving the Indian Saver” বইটির লেখক কে? 

(A) শক্তিকান্ত দাস
(B) রঘুরাম রাজন
(C) উর্জিত প্যাটেল
(D) মনমোহন সিং

উত্তর :
(C) উর্জিত প্যাটেল

বইটি লিখেছেন RBI এর প্রাক্তন (২৪তম ) গভর্নর উর্জিত প্যাটেল ।


৪০. ইউনাইটেড নেশনস এর The Global E-waste Monitor 2020 রিপোর্ট অনুসারে ২০১৯ সালে গোটা বিশ্বে সবচেয়ে বেশি E-waste তৈরি হয়েছে কোন দেশে? 

(A) চীন
(B) আমেরিকা
(C) জাপান
(D) ভারত

উত্তর :
(A) চীন

এশিয়া থেকে সবথেকে বেশি E-waste উৎপন্ন হয় ।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

One Comment

Back to top button