General Knowledge Notes in BengaliGeography Notes
ভারতের উল্লেখযোগ্য কিছু হ্রদ – রাজ্যভিত্তিক
Important Lakes in India
ভারতের উল্লেখযোগ্য কিছু হ্রদ – রাজ্যভিত্তিক
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের কিছু গুরুত্বপূর্ণ হ্রদের তালিকা (Important Lakes in India ) । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মাঝে মধ্যেই এর থেকে একটা-দুটো প্রশ্ন এসেই থাকে। সাথে দেওয়া রইলো কিছু অতিরিক্ত তথ্য । ভারতের হৃদসমূহ তালিকা। bharoter hrod। ভারতের হ্রদ ।
Table of Contents
ভারতের কিছু গুরুত্বপূর্ণ বাঁধ ( PDF )
ভারতের উল্লেখযোগ্য কিছু হ্রদ – এর তালিকা
রাজ্য | হ্রদ | অতিরিক্ত তথ্য |
---|---|---|
অন্ধ্রপ্রদেশ | পুলিকট | সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এর তীরে অবস্থিত |
কল্লেরু | কৃষ্ণা ও গোদাবরীর মধ্যবর্তী বদ্বীপ হ্রদ | |
নাগার্জুন সাগর | ||
আসাম | হাফলং হ্রদ | |
শিবসাগর হ্রদ | ||
জয়সাগর হ্রদ | ||
রুদ্রসাগর হ্রদ | ||
সোন বিল | ||
চানডুবি হ্রদ | ||
বিহার | কানওয়ার হ্রদ | এশিয়ার বৃহত্তম অশ্বখুরাকৃতি হ্রদ |
চণ্ডীগড় | সুখনা হ্রদ | |
গুজরাট | সর্দার সরোবর বাঁধ | |
নারায়ণ সরোবর | ||
নল সরোবর | একটি পক্ষী অভয়ারণ্য | |
হামিরসার হ্রদ | ||
গোপী হ্রদ | ||
হরিয়ানা | ব্লু বার্ড হ্রদ | |
দমদমা হ্রদ | ||
সুরজকুণ্ড | ||
বড়খল হ্রদ | ||
হিমাচলপ্রদেশ | চন্দ্রতাল | |
ভৃগু হ্রদ | ||
গোবিন্দসাগর হ্রদ | ||
মহাকালী হ্রদ | ||
পোং বাঁধ হ্রদ | ||
জম্মু ও কাশ্মীর | ডাল হ্রদ | এটিকে শ্রীনগরের গহনা (“Srinagar’s Jewel”) বলা হয় |
প্যাঙ্গং হ্রদ | ||
শেষনাগ হ্রদ | ||
উলার হ্রদ | ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ | |
কর্ণাটক | উলসূর হ্রদ | |
কারানজি হ্রদ | ||
লিঙ্গামবুধী হ্রদ | ||
কেরালা | অষ্টমুড়ি হ্রদ | |
পুন্নামাদা হ্রদ | ||
ভেম্বানাদ হ্রদ | কেরালার বৃহত্তম হ্রদ, ভারতের দীর্ঘতম হ্রদ | |
মধ্যপ্রদেশ | ভোজ হ্রদ | |
ছোটা তালাও | ||
তাওয়া জলাধার | ||
মহারাষ্ট্র | গোরেওয়াড়া হ্রদ | |
সেলিম আলী হ্রদ | ভারতের পক্ষীমানব সেলিম আলীর নাম নামাঙ্কিত | |
শিবসাগর হ্রদ | ||
মণিপুর | লোকতাক হ্রদ | কেইবুল লামজাও নামক পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এই হ্রদে অবস্থিত |
মেঘালয় | উমিয়াম হ্রদ | বারাপানি হ্রদ নামেও পরিচিত |
ওড়িশা | চিল্কা হ্রদ | ভারতের বৃহত্তম হ্রদ/উপহ্রদ ( Lagoon ) |
রাজস্থান | আনা সাগর হ্রদ | |
পুষ্কর হ্রদ | লুনি নদীর ওপরে অবস্থিত | |
রামগড় হ্রদ | ||
নাক্কি হ্রদ | ১৯৪৮ সালের ১২ই ফেব্রুয়ারি এই পবিত্র হ্রদে মহাত্মা গান্ধীর ছাই নিমজ্জন করা হয়েছিল এবং গান্ধী ঘাটটি নির্মিত হয়েছিল। | |
সম্বর হ্রদ | ভারতের বৃহত্তম লবনাক্ত হ্রদ | |
ফতেহ সাগর হ্রদ | ||
পিচোলা হ্রদ | ||
সিকিম | গুরুদংমার হ্রদ | |
ছাঙ্গু হ্রদ | ||
ছোলামু হ্রদ | ভারতের উচ্চতম হ্রদ | |
তামিলনাড়ু | উদাক্কাম হ্রদ | |
কোদাইকানাল হ্রদ | ||
উটি হ্রদ | ||
তেলেঙ্গানা | ভদ্রকালী হ্রদ | |
হুসেইন সাগর | হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে যুক্ত করে | |
হিমায়ত সাগর | ||
ওসমান সাগর | ||
উত্তর প্রদেশ | গোবিন্দ বল্লভ পান্থ সাগর | ভারতের বৃহত্তম মানবনির্মিত হ্রদ |
মতি ঝিল | ||
রামগড় তাল হ্রদ | ||
উত্তরাখন্ড | ভীমতাল | “C” আকৃতির হ্রদ |
নৈনিতাল | বৃক্কের আকৃতির লেক | |
স্কেলিটন হ্রদ (রূপকুন্ড ) | ||
পশ্চিমবঙ্গ | পূর্ব কলকাতা জলাভূমি | |
জোড়পোখরি | ||
মিরিক হ্রদ | ||
রবীন্দ্র সরোবর | ||
সাঁতরাগাছি হ্রদ | ||
রসিকবিল |
এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।
Download in PDF format
- Filename : ভারতের রাজ্যভিত্তিক উল্লেখযোগ্য কিছু হ্রদের তালিকা । Lakes in India
- File Format : PDF
- No. of Pages : 5
- File Size : 483 KB
- Language : Bengali
- Subject : Geography
আরো দেখে নাও :
- ভারতের প্রধান উপজাতিসমূহ । রাজ্যভিত্তিক । Major Tribes in India
- রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ
- ভারতের জাতীয় উদ্যান
- পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি । Famous Deserts Around The World
- গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা | Important International Boundaries
- বিভিন্ন দেশের উপনাম
- ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব (PDF সহ)
- পশ্চিমবঙ্গের নদনদী
- গুরুত্বপূর্ণ পাস্
ভারতের উল্লেখযোগ্য হ্রদ – প্রশ্ন ও উত্তর
চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
ওড়িশা
উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত
পুলিকট হ্রদ কোন উপকূলে অবস্থিত ?
করমণ্ডল উপকূল – তামিলনাড়ু
ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ?
উলার ( জম্মু ও কাশ্মীর )
ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ?
চিল্কা হ্রদ
ভারতের বৃহত্তম কয়াল কোনটি ?
ভেম্বানাদ কয়াল
ভারতের কোন রাজ্যে ফুলহার হ্রদ দেখা যায়?
উত্তরপ্রদেশ
লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
মনিপুর
‘Lake District of India’ কাকে বলা হয়?
কুমায়ন (নৈনিতাল)।
ভারতের বৃহত্তম মনুষ্যসৃষ্ট হ্রদ কোনটি?
গোবিন্দবল্লভ পন্থ সাগর (রিহান্দ জলাধার)।
To check our latest Posts - Click Here