সাধারণ জ্ঞান MCQ – সেট ২৭৯। Daily General Awareness | Bengali
Daily General Awareness Practice Set - 279
সাধারণ জ্ঞান MCQ – সেট ২৭৯
বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।
এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :
৪২৮১. ২০ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস হলো
(A) ২, ৮, ১০
(B) ২, ৪, ৮, ৬
(C) ২, ৮, ৮, ২
(D) ২, ৪, ৪, ১০
২০ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুটির ইলেক্ট্রন বিন্যাস হলো – ২, ৮, ৮, ২ । এই পরমাণুটি হলো ক্যালসিয়াম।
Aufbau principle অনুসারে ইলেক্ট্রন বিন্যাস হলো – 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2
৪২৮২. ভারতে কখন “তথ্যের অধিকার (Right to Information ) ” কার্যকর করা হয়?
(A) ১৫ আগস্ট ২০০৫
(B) ১৫ মার্চ ২০০৫
(C) ১৫ জুন ২০০৫
(D) ১৫ জুলাই ২০০৫
“তথ্যের অধিকার (Right to Information )” ১৫ই জুন ২০০৫ সালে কার্যকর হয়।
তথ্য জানার অধিকার আইন, ২০০৫ ( Right to Information Act, 2005) ভারতের সংসদের দ্বারা গৃহীত একটি আইন, যাতে নাগরিকগণ লোক-কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের অধীনে থাকা তথ্য যাতে সহজে লাভ করতে পারে।
৪২৮৩. বিশ্ব দুগ্ধ দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ১ জুন, ২০০১
(B) ৩১ মে, ২০০১
(C) ৩০ মে, ২০০১
(D) ২ জুন, ২০০১
বিশ্ব দুগ্ধ দিবস বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে জাতিসংঘের অঙ্গসংগঠন খাদ্য ও কৃষি সংস্থা ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। ২০০১ সাল থেকে প্রতিবছর ১ জুন দিবসটি পালিত হয়।
৪২৮৪. নীচের মধ্যে কে ভারতের তোতাপাখি হিসাবে পরিচিত?
(A) বদায়ুনি
(B) জিয়াউদ্দিন বরণী
(C) হুসেন শাহ
(D) আমির খসরু
- আমির খসরু ‘ভারতের তোতাপাখি’ হিসাবে পরিচিত।
- তিনি ‘তুটি-ই-হিন্দ’ নামেও পরিচিত। আমির খসরুর আসল নাম আবুল হাসান আমির খুসরো।
- তিনি উত্তরপ্রদেশের পাটিয়ালী শহরে জন্মগ্রহণ করেছিলে।
৪২৮৫. যদি একটি বস্তু একটি স্থির গতিতে চলতে থাকে তবে দূরত্ব-সময় গ্রাফটি হবে একটি
(A) বক্র রেখা
(B) দূরত্ব রেখার সাথে সমান্তরাল একটি রেখা
(C) একটি নত রেখা
(D) সময় রেখার সাথে সমান্তরাল একটি রেখা
৪২৮৬. ‘beamer’ শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) ফুটবল
(B) ক্রিকেট
(C) গলফ
(D) দাবা
‘বিমার’ শব্দটি ক্রিকেটের সাথে জড়িত।
যখন কোনো বলার এমন ফুল টস বল করে যাতে বলটি ব্যাটসম্যানের কমোরের ওপর যায় তখন ওই বলটিকে বিমার বলা হয়। এটি অত্যন্ত বিপজ্জনক কারণ এটি ব্যাটসম্যানকে আহত করতে পারে।
এক ঝলকে দেখা নাও বিভিন্ন খেলায় ব্যবহৃত শব্দগুলি – Click Here .
৪২৮৭. বৈদ্যুতিক ক্ষেত্র (electric field )-এর SI একক হলো
(A) প্যাসকাল
(B) নিউকটন প্রতি কুলম্ব (N/C)
(C) ফ্যারাড
(D) অ্যাম্পিয়ার
৪২৮৮. আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা প্রথম মহিলা খেলোয়াড় হলেন
(A) প্রিয়া পুনিয়া
(B) ঝুলন গোস্বামী
(C) স্মৃতি মান্ধনা
(D) মিতালি রাজ
ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছরেরও বেশি সময় ধরে খেলে যাওয়া প্রথম মহিলা খেলোয়াড়।
৪২৮৯. “জেনেটিক্স” শব্দটি তৈরী করেছিলেন –
(A) উইলহেম জোহানেস
(B) গ্রেগর জোহান মেন্ডেল
(C) উইলিয়াম ব্যাটসন
(D) এরিস্টটল
উইলিয়াম ব্যাটসন ১৯০৫ সালে জেনেটিক্স শব্দটি চালু করেছিলেন।
৪২৯০. ভারতীয় সংবিধানের সংশোধনী পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
(A) ফ্রান্স
(B) জার্মান
(C) দক্ষিণ আফ্রিকা
(D) জাপান
দেখে নাও ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস – Click Here .
আরো দেখুন :
- সাম্প্রতিকী – জুন মাস – ২০২০ । Monthly Current Affairs | June 2020
- Mock Test No 93 | General Knowledge | সাধারণ জ্ঞান টেস্ট | WBCS RRB CGL
- সাধারণ জ্ঞান MCQ – সেট ২৭৮। Daily General Awareness | Bengali
- Indian National Congress | জাতীয় কংগ্রেস
- গুরুত্বপূর্ণ কমিটি/ কমিশন । Important Committees and Commissions in India
- বাংলা কুইজ – সেট ১৪৩ – সৌরভ গাঙ্গুলি স্পেশাল
- গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম | Ancient Indian History
- ভারতের জাতীয় উদ্যান
- ৫০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ( PDF ) – পার্ট ১
- ভারতের ইতিহাস বই ( PDF )
- ৫০০+ বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )
- প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান
- বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেনু | Venue of Important International Games
- Monthly Current Affairs । May 2020 | সাম্প্রতিকী – মে মাস – ২০২০
- প্রথম ও শেষ সম্রাট
- বর্তমান নাম – পূর্বনাম ( PDF )
- পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি । Famous Deserts Around The World
- ভারতের প্রধান উপজাতিসমূহ । রাজ্যভিত্তিক । Major Tribes in India
To check our latest Posts - Click Here