General Knowledge Notes in BengaliHistory Notes

ঐতিহাসিক সমাজ-সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা – PDF

List of Organisations and their Founders

ঐতিহাসিক সমাজ – সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা

আজ তোমাদের জন্য দেওয়া রইলো ঐতিহাসিক কিছু সামাজিক প্রতিষ্ঠান, তাদের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকাল । ছকের মাধ্যমে সুন্দর করে দেওয়া রইলো। ঐতিহাসিক সমাজ-সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা।

ঐতিহাসিক সভা সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা

সমাজ / সমিতিপ্রতিষ্ঠাতাসাল
এশিয়াটিক সোসাইটিউইলিয়াম জোন্স১৭৮৪
আত্মীয় সভারাজা রামমোহন রায়১৮১৫
স্কুল বুক সোসাইটিকৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়১৮১৭
ফিমেল জুভেনাইল সোসাইটিক্যালকাটা ব্যাপটিস্ট মিশন১৮১৯
ব্রাহ্ম সভারাজা রামমোহন রায়১৮২৮
একাডেমিক এসোসিয়েশনডিরোজিও১৯২৮
ব্রাহ্ম সমাজ ( ব্রাহ্ম সভা নামান্তরিত হয় )রাজা রামমোহন রায়১৮৩০
বঙ্গভাষা প্রকাশিকা সভাদেবেন্দ্রনাথ ঠাকুর ও কালিন রায় চৌধুরী১৮৩৬
জমিদার সমিতি ( প্রথম রাজনৈতিক সমিতি )রাধাকান্ত দেব, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর১৮৩৭
জ্ঞানার্জন সভারামগোপাল ঘোষ ও তারাচাঁদ চক্রবর্তী১৮৩৭
তত্ত্ববোধিনী সভাদেবেন্দ্রনাথ ঠাকুর১৮৩৯
ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নঅ্যালান অক্টাভিয়াম হিউম১৮৫৪
আদি ব্রাহ্ম সমাজদেবেন্দ্রনাথ ঠাকুর১৮৬০
সঙ্গত সভা/ ব্রাহ্মবন্ধু সভাকেশবচন্দ্র সেন১৮৬০
উইডো রিম্যারেজ এসোসিয়েশনমহাদেব গোবিন্দ রানাডে১৮৬১
বেদ সমাজ, মাদ্রাজকে শ্রীধরালু নাইডু১৮৬৪
সাইন্টিফিক সোসাইটিসৈয়দ আহমেদ খান১৮৬৪
ভারতীয় ব্রাহ্ম সমাজকেশবচন্দ্র সেন১৮৬৬
প্রার্থনা সমাজ, বোম্বেআত্মারাম পাণ্ডুরং, এম জি রানাডে১৮৬৭
সত্যশোধক সমাজজোতিবা ফুলে১৮৭৩
আর্য সমাজস্বামী দয়ানন্দ সরস্বতী১৮৭৫
ভারত সভাসুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়১৮৭৬
সাধারণ ব্রাহ্ম সমাজশিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়১৮৭৮
নববিধান ব্রাহ্ম সমাজকেশবচন্দ্র সেন১৮৮০
সাউথ ইন্ডিয়া এডুকেশন সোসাইটিমহাদেব গোবিন্দ রানাডে১৮৮৪
থিওসফিক্যাল সোসাইটি, মাদ্রাজম্যাডাম ব্লাভাৎসকি১৮৮৬
রামকৃষ্ণ মিশনস্বামী বিবেকানন্দ১৮৯৭
ডন সোসাইটিসতীশ্চন্দ্র মুখোপাধ্যায়১৯০২
অভিনব ভারত সমাজবিনায়ক দামোদর সাভারকার১৯০৪
সারভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিগোপালকৃষ্ণ গোখলে১৯০৫
ইন্ডিয়ান হোমরুল সোসাইটি, লন্ডনশ্যামজী কৃষ্ণ বর্মা১৯০৫
আন্টি সার্কুলার সোসাইটিশচীন্দ্র প্রসাদ বসু১৯০৫
সবরমতি আশ্রমমহাত্মা গান্ধী১৯১৫
হোমরুল লীগবাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত১৯১৬
ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেল ফেডারেশনএস যেন ব্যানার্জী১৯১৯
হিন্দুস্তান সোসালিস্ট রিপাবলিকান এসোসিয়েশনভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সুখদেব, যোগেশ চন্দ্র চ্যাটার্জী১৯২৮
হরিজন সেবক সংঘমহাত্মা গান্ধী১৯৩২
স্বদেশ বান্ধব সমিতিঅশ্বিনীকুমার দত্ত
দ্যা ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি, সমাজ সমতা সংঘড: বি আর আম্বেডকর
পুনা সেবা সদনরামবাঈ রানাডে , জি কে দেবধর
ঐতিহাসিক সভা সমিতি ও প্রতিষ্ঠাতা

আরো দেখে নাও :

ঐতিহাসিক সভা সমিতি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর :

এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

১৭৮৪ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স।

আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ?

আত্মীয় সভার প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়।

ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ?

ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।

নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ?

নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন ভগৎ সিং।

Download Section

  • File Name : ঐতিহাসিক সমাজ-সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা – PDF – বাংলা কুইজ
  • File Size : 1.8 MB
  • No. of Pages : 04
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : History

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button