বিজ্ঞান MCQ – সেট ৮১
১. সেলসিয়াস স্কেলে দু’টি বস্তুর তাপমাত্রার পার্থক্য 10° হলে কেলভিন স্কেলে এই তাপমাত্রার পার্থক্য কত হবে?
(A) 10
(B) 273
(C) 263
(D) 283
মনে করি, সেলসিয়াস স্কেলে পাঠ দুটি হলো a⁰ ও b⁰
a⁰C=(273+a)K
b⁰ c=(273+b)k
a⁰-b⁰=10
(273+a)-(273+b)=10
২. মিথেনের সঙ্গে সূর্যালোকের বিক্রিয়ায় উৎপন্ন প্রথম যৌগটির নাম কি?
(A) কার্বন টেট্রাক্লোরাইড
(B) ক্লোরোফর্ম
(C) মিথিলিন ক্লোরাইড
(D) মিথাইল ক্লোরাইড
৩. HCHO যৌগটির IUPAC নাম –
(A) ইথান্যাল
(B) মিথান্যাল
(C) প্রোপান্যাল
(D) মিথিলিন
৪. নাইট্রোজেন সম্পর্কে সঠিক নয়?
(A) বর্ণহীন গন্ধহীন গ্যাস
(B) বিষাক্ত নয়
(C) শ্বাসকার্য সহায়তা করে না
(D) বায়ুর চেয়ে ভারি
৫. একটি সক্রিয় ক্লোরিন পরমাণু প্রায় কত ওজন অনু ধ্বংস করতে পারে?
(A) দশ হাজারের বেশি
(B) এক লক্ষের বেশি
(C) এক কোটির বেশি
(D) দশ কোটির বেশি
৬. নীচের কোনটি সঠিক?
(A) ক্ষমতা =বল ×বেগ
(B) ক্ষমতা =বল /বেগ
(C) ক্ষমতা =বেগ /বল
(D) ক্ষমতা = সময়/কৃতকার্য
ক্ষমতা= কার্য /সময়
=বল×সরণ/সময়
=বল ×বেগ
৭. 200 কেজি ভরের কিছ পরিমাণ জলকে 6 মিটার উচ্চতা তুলতে কৃতকার্যের পরিমাণ নির্ণয় কর?(g=10 মিটার /সেকেন্ড²)
(A) 10000 জুল
(B) 12000 জুল
(C) 16000 জুল
(D) 20000 জুল
W=mgh =200×6×10=12000
কার্যের পরিমাণ =12000 জুল
৮. শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগানো হয়-
(A) সমুদ্রের গভীরতা নির্ণয় করতে
(B) বাতাসে শব্দের বেগ নির্ণয় করতে
(C) উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করতে
(D) বিকল্প সব গুলি
৯. সবচেয়ে বাইরের কক্ষে 8 টি ইলেকট্রন থাকতে পারে কিন্তু কোন মৌলের বাইরের কক্ষে 18 টি ইলেকট্রন থাকে ?
(A) Pt
(B) Pb
(C) Pd
(D) Sn
১০. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে ব্যবহৃত উলফ্রেমাইট উপাদান কি কি?
(A) টাংস্টেন, লোহার, তামা
(B) কপার, ম্যাঙ্গানিজ, টিন
(C) টাংস্টেন, লোহা, ম্যাঙ্গানিজ
(D) এটি ধাতু সংকর নয়
১১. আলফা, বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতা অনুপাত-
(A) 1:100:1000
(B) 1:100:10000
(C) 10000:100:1
(D) 1000:100:1
১২. বায়ু মাধ্যমে q ও 3q আধান 20 মিটার ব্যবধানে আছে তাদের মধ্যে পারিবারিক বিকর্ষণ 3 নিউটন হলে q এর মান কত?
(A) 10 কুলম্ব
(B) 20 কুলম্ব
(C) 30 কুলম্ব
(D) 40 কুলম্ব
কুলম্ব সূত্রানুসারে
F=q₁q₂/r²
3=q×3q/20×20
1=q²/20×20
q²=20×20
q=20
১৩. মরুভূমিতে প্রধানত আলোর কোন ধর্মের জন্য মরীচিকা দেখা যায়
(A) প্রতিফলন
(B) প্রতিসরণ
(C) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(D) বিক্ষেপনের জন্য
১৪. প্রতিফলনের পরে একটি অলোকরশ্মির কৌণিক চ্যুতি কোন i/2 ও আপতন কোণের i হয়, i নির্ণয় কর
(A) 42°
(B) 36°
(C) 18°
(D) 72°
i/2=180⁰-2i
i=360⁰-4i
5i=360⁰
i=72⁰
১৫. একটি বস্তুকে 20 মিটার / সেকেন্ড বেগে উপর দিকে ছুড়ে দিলে 3 সেকেন্ড পর বস্তুর সরণ কথা হবে? যদি g=10 মিটার /সেকেন্ড² হয়.
(A) 60 মিটার
(B) 45 মিটার
(C) 20 মিটার
(D) 15 মিটার
s=ut-1/2at²
s=20×3-10×3^2/2
s=60-45
s=15
আরো দেখে নাও :
To check our latest Posts - Click Here