বিজ্ঞান MCQ – সেট ৭৬
১. প্রতিবছর 23 শে অক্টোবর 6:02 am থেকে 6:02 pm পর্যন্ত রসায়ন জগতে কোন দিন উদযাপন করা হয়?
(A) Mole day
(B) IUPAC day
(C) Atom day
(D) Pound day
প্রতি বছর অক্টোবর মাসে 23 তারিখ 6:02 am থেকে 6:02 pm পর্যন্ত রসায়ন জগতে অ্যাভােগাড্রো সংখ্যা আবিষ্কারের প্রতি শ্রদ্ধা জানাতে ‘Mole Day ‘ উদযাপন করা হয় । সময় এবং তারিখটি অ্যাভােগাড্রো সংখ্যা থেকেই তৈরি । Maurice ০ehler নামে একজন রসায়ন শিক্ষক এই দিনটি শুরু করেন ।
২. 2 বর্গমিটার অঞ্চলজুড়ে 14 নিউটন বল কাজ করছে। চাপের মান কত হবে?
(A) 7 pascal
(B) 28 pascal
(C) 3.5 pascal
(D) 56 pascal
চাপ = বল /ক্ষেত্রফল
=14 নিউটন /2 বর্গমিটার
=7 নিউটন /বর্গমিটার
=7 pascal
৩. নিচের কোন পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান?
(A) চর্বি
(B) মাখন
(C) পারদ
(D) মোম
৪. S. I. পদ্ধতিতে বরফ গলনের লীনতাপ কত?
(A) 80 ক্যালোরি/গ্রাম
(B) 336 জুল /কেজি
(C) 366 জুল /কেজি
(D) 336000 জুল /কেজি
৫. কোন দর্পণে রশ্মির চ্যুতি কোণ 60⁰ হলে আপতন কোণ কত?
(A) 30⁰
(B) 60⁰
(C) 90⁰
(D) 180⁰
চ্যুতি কোণ =180⁰-2i
60⁰=180⁰-2i
-2i=-120⁰
i=60⁰
৬. (220V – 60 W) ও ( 110V – 60W ) বাতি দুটির রােধের অনুপাত নির্ণয় করাে।
(A) 4:1
(B) 2:1
(C) 1:4
(D) 1:2
R=V²/p
R₁:R₂
=220×220/60:110×110/60
=220×220:110×110
=4:1
৭. কোনটিতে সমযােজী বন্ধন বর্তমান ?
(A) CaO
(B) LiH
(C) NaCl
(D) HCl
৮. নীচের কোটি স্কেলার রাশি নয়?
(A) শক্তি
(B) উষ্ণতা
(C) ঘনত্ব
(D) ওজন
৯. আমরা জানি প্রোটনের আধান ধনাত্মক ও ইলেকট্রনের আধান ঋণাত্মক – তাহলে নিউক্লিয়াসের আধান কি?
(A) ধনাত্মক বা ঋণাত্মক
(B) ধনাত্মক
(C) ঋণাত্মক
(D) আধানহীন
১০. পিউরিক অ্যাসিড তৈরীতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
(A) সালফিউরিক অ্যাসিড
(B) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(C) নাইট্রিক অ্যাসিড
(D) ফরমিক অ্যাসিড
১১. মেঘের গুরুগুরু ডাক শব্দের কোন ধর্মের বৈশিষ্ট্য?
(A) অনুরণন
(B) অনুনাদ
(C) প্রতিফলন
(D) কম্পন
১২. মিথাইল রেড অ্যাসিড দ্রবনে কি বর্ণ ধারণ করবে?
(A) কমলা
(B) লাল
(C) হলুদ
(D) বর্ণহীন
১৩. কোন বস্তুর বেগ যদি শব্দের বেগের থেকে বেশি হয় তবে ঐ বেগকে বলে
(A) শব্দোত্তর বেগ
(B) শব্দের বেগ
(C) সুপারসনিক বেগ
(D) কোনোটিই নয়
১৪. দস্তার আকরিক-
(A) বক্সাইট
(B) ক্রায়ােলাইট
(C) ক্যালামাইট
(D) ম্যাগনেমাইট
১৫. কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য ?
(A) CH3COOH
(B) NaOH
(C) H2SO4
(D) NaCl
আরো দেখে নাও :
To check our latest Posts - Click Here