ক্রিকেট বিশ্বকাপ কুইজ
ক্রিকেট বিশ্বকাপ কুইজ : প্রিয় পাঠকরা বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো ক্রিকেট বিশ্বকাপ সংক্রন্ত কিছু প্রশ্নোত্তর। দেখে নাও ক্রিকেট বিশ্বকাপ কুইজ।
১. প্রথম এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপ জেতে কোন দল? (পুরুষ/মহিলা)
২. পুরুষদের এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে প্রথম ম্যান অফ দা সিরিজ জেতেন কোন খেলোয়াড়?
৩. শুরুর দিকে এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপ ৬০-৬০ ওভারের খেলা হত। কোন বছর থেকে এই বিশ্বকাপ ৫০-৫০ ওভারে খেলা শুরু হয়?
৪. এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর করার রেকর্ড রয়েছে কোন ব্যাটসম্যানের নামে?
৫. ২০১১ সালে পুরুষদের এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে জেতে ভারত। এই টুর্নামেন্ট ম্যান অফ দা সিরিজ হয়েছিলেন কে?
৬. এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক উইকেট নিয়েছিলেন কোন বোলার?
৭. এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক সংখ্যক ম্যাচ খেলেছেন কোন প্লেয়ার?
৮. এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক ম্যান অফ দা ম্যাচ পুরষ্কার জিতেছেন কোন প্লেয়ার?
৯. ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে ম্যান অফ দা সিরিজ হন কোন প্লেয়ার?
১০. শেষ ক্রিকেট বিশ্বকাপ হিয়েছিল ২০১৯ সালে, এই বিশ্বকাপে সর্বাধিক উইকেট পান কোন বোলার?
১১. ১৯৭৫ সালে শুরু হয় পুরুষদের এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপ,এতে মোট কতগুলি অংশগ্রহণ করেছিল ?
১২. এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক উইকেট নিয়েছেন কোন বোলার?
আরো দেখে নাও : আইসিসি একদিবসীয় বিশ্বকাপ বিজয়ী দলের তালিকা
আইপিএল ২০২০। IPL 2020 Facts, Stats and More
বাংলা কুইজ – সেট ১২১ শচীন টেন্ডুলকার স্পেশাল
বাংলা কুইজ – সেট ১৫০ – মহেন্দ্র সিং ধোনি স্পেশাল
ICC দশকের সেরা ক্রিকেটার অ্যাওয়ার্ড।The ICC Awards of the Decade
বাংলা কুইজ -সেট ১৩৫ – ক্রিকেটের ইতিহাস
To check our latest Posts - Click Here
Excellent