QuizQuiz

ক্রিকেট বিশ্বকাপ কুইজ-বাংলা কুইজ – সেট ১৪৫

Quiz on Cricket World Cup

ক্রিকেট বিশ্বকাপ কুইজ

ক্রিকেট বিশ্বকাপ কুইজ : প্রিয় পাঠকরা বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো ক্রিকেট বিশ্বকাপ সংক্রন্ত কিছু প্রশ্নোত্তর। দেখে নাও ক্রিকেট বিশ্বকাপ কুইজ

ক্রিকেট বিশ্বকাপ কুইজ
২০১১ সালের পুরুষদের একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপে এ চ্যাম্পিয়ন ভারতের দল।

১. প্রথম এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপ জেতে কোন দল? (পুরুষ/মহিলা)

উত্তর :
ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল (১৯৭৩,বনাম অস্ট্রেলিয়া)

২. পুরুষদের এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে প্রথম ম্যান অফ দা সিরিজ জেতেন কোন খেলোয়াড়?

উত্তর :
মার্টিন ক্রওয়ে (নিউজিল্যান্ড)

৩. শুরুর দিকে এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপ ৬০-৬০ ওভারের খেলা হত। কোন বছর থেকে এই বিশ্বকাপ ৫০-৫০ ওভারে খেলা শুরু হয়?

উত্তর :
১৯৮৭

৪. এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর করার রেকর্ড রয়েছে কোন ব্যাটসম্যানের নামে?

উত্তর :
মার্টিন গাপটিল (২৩৭*, নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ,২০১৫)

৫. ২০১১ সালে পুরুষদের এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে জেতে ভারত। এই টুর্নামেন্ট ম্যান অফ দা সিরিজ হয়েছিলেন কে?

উত্তর :
যুবরাজ সিং

৬. এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক উইকেট নিয়েছিলেন কোন বোলার?

উত্তর :
চেতন শর্মা (বনাম নিউজিল্যান্ড ,১৯৮৭)


৭. এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক সংখ্যক ম্যাচ খেলেছেন কোন প্লেয়ার?

উত্তর :
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া,৪৫ টি)

৮. এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক ম্যান অফ দা ম্যাচ পুরষ্কার জিতেছেন কোন প্লেয়ার?

উত্তর :
শচিন টেন্ডুলকার (ভারত,৯টি)

৯. ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে ম্যান অফ দা সিরিজ হন কোন প্লেয়ার?

উত্তর :
কেন উইলয়ামসনের (নিউজিল্যান্ড)

১০. শেষ ক্রিকেট বিশ্বকাপ হিয়েছিল ২০১৯ সালে, এই বিশ্বকাপে সর্বাধিক উইকেট পান কোন বোলার?

উত্তর :
মিচ স্টার্ক (২৬ টি,অস্ট্রেলিয়া)

১১. ১৯৭৫ সালে শুরু হয় পুরুষদের এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপ,এতে মোট কতগুলি অংশগ্রহণ করেছিল ?

উত্তর :
৮ টি

১২. এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক উইকেট নিয়েছেন কোন বোলার?

উত্তর :
গ্লেন ম্যাকগ্রথ (৭১ টি ,অস্ট্রেলিয়া)

আরো দেখে নাওআইসিসি একদিবসীয় বিশ্বকাপ বিজয়ী দলের তালিকা

আইপিএল ২০২০। IPL 2020  Facts, Stats and More

বাংলা কুইজ – সেট ১২১  শচীন টেন্ডুলকার স্পেশাল

বাংলা কুইজ – সেট ১৫০ – মহেন্দ্র সিং ধোনি স্পেশাল

ICC দশকের সেরা ক্রিকেটার অ্যাওয়ার্ড।The ICC Awards of the Decade

বাংলা কুইজ -সেট ১৩৫ – ক্রিকেটের ইতিহাস

 

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

One Comment

Back to top button