বিজ্ঞান MCQ – সেট ৭১ – পদার্থবিদ্যা
১. 999 বার ব্যর্থ হওয়ার পর এলভা এডিসন বাল্ব আবিষ্কার করেন। তিনি প্রথম বাল্বটিতে কিসের ফিলামেন্ট ব্যবহার করেন?
(A) সাবাই ঘাসের
(B) বাঁশের
(C) তামার
(D) নিকেলের
২. নিউটনের প্রথম সূত্র হতে কীসের ধারণা পাওয়া যায়?
(A) জড়তা
(B) বেগ
(C) সময়
(D) ত্বরণ
৩. ক্লোরিন যুক্ত একটি কৃত্রিম পলিমারের নাম লেখ
(A) সেলুলোজ
(B) টেফলন
(C) PVC
(D) পলিথিন
৪. 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STP তে PV এর মান কত ?
(A) 2 RT
(B) RT
(C) 0.5 RT
(D) 11.2 RT
৫. α-কণায় উপস্থিত
(A) একটি প্রোটন, একটি নিউট্রন
(B) একটি প্রোটন
(C) দুটি প্রোটন, দুটি নিউট্রন
(D) একটি ইলেকট্রন
৬. বায়ুতে উপস্থিত কোন গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্বউষ্ণায়ন ঘটে –
(A) O2
(B) CO2
(C) CH4
(D) Ar
৭. দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম রোধের সাথে সমান্তরাল সমবায়ে যোগ করা হল । অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো ।
(A) 10 ওহম
(B) 20 ওহম
(C) 30 ওহম
(D) 40 ওহম
শ্রেণী সমবায়ে তুল্যরোধ =10+10=20 ওহম
সমান্তরাল সমবায়ে তুল্যরোধ
1/R=1/20+1/20=2/20
1/R=1/10
R=10
৮. কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে ?
(A) এক
(B) দুই
(C) তিন
(D) চার
৯. তেজস্ক্রিয় পরমাণুর থেকে β -কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর-
(A) ভরসংখ্যা বাড়ে
(B) পারমাণবিক সংখ্যা বাড়ে
(C) ভর সংখ্যা কমে
(D) পারমাণবিক সংখ্যা কমে
১০. নাইট্রোজেন এর ভর সংখ্যা =14 ও ইলেকট্রন সংখ্যা 7 হলে, নিউট্রন সংখ্যা কত হবে?
(A) 14
(B) 7
(C) 21
(D) নির্ণয় করা সম্ভব না
প্রোটন সংখ্যা = ইলেকট্রন সংখ্যা =7
নিউট্রন সংখ্যা =14-7=7
১১. X মৌলটির চার নং কক্ষে ইলেকট্রন সংখ্যা 2 । X মৌলটির পারমাণবিক সংখ্যা কত?
(A) 2
(B) 15
(C) 16
(D) 20
প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কক্ষে ইলেকট্রন যথাক্রমে 2,8,8,2।
মোলটির পারমাণবিক সংখ্যা =2+8+8+2=20
১২. কোনো একটি মৌল এর পারমাণবিক সংখ্যা 2 ও ভর সংখ্যা 4। মৌলটির উপাদান গুলোর সমষ্টি কত?
(A) 6
(B) 8
(C) 12
(D) 16
প্রোটন =2
ইলেকট্রন =2
নিউট্রন = 2
2+2+2=6
১৩. WHO নির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতা স্তর হলো –
(A) 45 dB
(B) 65 dB
(C) 85 dB
(D) 90 dB
১৪. কোনো স্বরে উপস্থিত 10 Hz, 15 Hz, 20 Hz, 25 Hz, 30 Hz কম্পাঙ্কের সুর থাকলে, কোন গুলি সমমেল?
(A) 20 Hz ও 30 Hz
(B) 15 Hz ও 30 Hz
(C) 10 Hz ও 15 Hz
(D) 25 Hz ও 30 Hz
১৫. PV=nRT সমীকরণে n রাশিটির একক কি?
(A) গ্রাম
(B) কিলোগ্রাম
(C) মোল
(D) জুল
আরো দেখে নাও :
To check our latest Posts - Click Here