সাম্প্রতিকী – জুন মাস – ২০২০ । Monthly Current Affairs | June 2020
Monthly Current Affairs - June 2020
১২১. ওয়ার্ল্ড ব্যঙ্কের International Comparison Programme (ICP) এর তথ্য অনুসারে, ২০১৭ সালের Purchasing Power Parity অনুযায়ী বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ হিসাবে ভারতের র্যাঙ্ক কত?
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ
১২২. ‘India TB(Tuberculosis) Report 2020’ অনুসারে টি.বি র প্রকোপ রুখতে সবথেকে বেশি পারদর্শিতা দেখিয়েছে কোন রাজ্য(জনসংখ্যা ৫০ লাখ এর উপরে)?
(A) তামিলনাড়ু
(B) কেরালা
(C) গুজরাত
(D) অন্ধ্রপ্রদেশ
১২৩. ‘Inclusion and Education: All Means All’ শীর্ষক রিপোর্ট টি কোন সংস্থা প্রকাশ করেছে?
(A) UNICEF
(B) UNESCO
(C) IMF
(D) WHO
১২৪. জুলাই ২০২০ থেকে কোন দেশ Financial Action Task Force(FATF) এর সভাপতিত্ব পেতে চলেছে?
(A) ডেনমার্ক
(B) সুইজারল্যান্ড
(C) জার্মানি
(D) রাশিয়া
১২৫. Public Service Day (23rd June) রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে ভারতের কোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে সম্মানিত করা হল?
(A) কেরালা
(B) উত্তরপ্রদেশ
(C) কর্ণাটক
(D) মহারাষ্ট্র
১২৬. World Justice Project (WJP) Rule of Law Index 2020 এ ভারতের অবস্থান কততম ?
(A) ৫২
(B) ৬৭
(C) ৬৯
(D) ৭২
১২৭. সম্প্রতি ইন্দোনেশিয়ার যে আগ্নেয়গিরি তে বিস্ফোরণ ঘটে, তার নাম কি?
(A) মেয়ার
(B) মেরাপি
(C) মেসন
(D) মেত্থুর
১২৮. ২০২৩ মহিলা ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
(A) অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
(B) ইংল্যান্ড ও ওয়েলস
(C) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
(D) আমেরিকা ও কানাডা
১২৯. সম্প্রতি উত্তপ্রদেশ এর কোন বিমানবন্দর টি আন্তর্জাতিক বিমানবন্দরের তকমা পেল?
(A) কুশিনগর বিমানবন্দর
(B) বারানসি বিমানবন্দর
(C) কানপুর বিমানবন্দর
(D) এদের কোনোটি নয়
১৩০. মেরিলিবোন ক্রিকেট ক্লাবের ইতিহাসে প্রথম মহিলা সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন কে?
(A) Clare Connor
(B) Anjum Chopra
(C) Heather Knight
(D) Kette Perry
১৩১. Wisden India র প্রকাশিত গত ৫০ বছরের সেরা ভারতীয় টেস্ট ব্যাটসম্যান এর তালিকায় শীর্ষ স্থানে কে রয়েছেন?
(A) সচিন তেন্ডুলকর
(B) সৌরভ গাঙ্গুলি
(C) রাহুল দ্রাবিড়
(D) বীরেন্দ্র সেহবাগ
১৩২. গুজরাটে, নিম্নলিখিত কোন জেলার ১০০০টি সরকারী বিদ্যালয়ে সফলভাবে বৃষ্টির জল সংগ্রহ করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ?
(A) ভদোদরা
(B) রাজকোট
(C) আহমেদাবাদ
(D) সুরাট
গুজরাটে, ভদোদারা জেলায় ১০০০টি সরকারি স্কুলে বৃষ্টির জল সংগ্রহ প্রকল্প সফলভাবে স্থাপন করা হয়েছে। এই সাফল্য অর্জনে দেশের প্রথম জেলা হয়ে উঠেছে ভদোদরা।
জেলা প্রশাসন ৯ মাসের স্বল্প সময়ের মধ্যে প্রকল্পটি শেষ করেছে। প্রকল্পটিতে খরচ হয়েছে প্রায় ৬ কোটি টাকা।
১৩৩. ২০২০ সালের জুনে, মিজোরামে, জনগণ ঐতিহাসিক মিজো শান্তি চুক্তি স্বাক্ষরের বার্ষিকী পালন করলো। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে ?
(A) ১৯৭২
(B) ১৯৮০
(C) ১৯৮৬
(D) ১৯৯০
স্বাধীনতা পরবর্তী কালে মিজোরাম আসামের অন্তর্ভুক্ত ছিল। ১৯৭২ এ আসাম পুনর্গঠনে মিজোরাম কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়।
ভারতের স্বাধীনতার পর গ্রামে মোড়লী প্রথা বন্ধ করে দেয়া হয়। যা মিজো উপজাতির প্রধানরা মেনে নেয়নি। এর পাল্টা হিসেবে ১৯৬৬ সালে লালডেঙ্গার নেতৃত্বে ভারতের থেকে স্বাধীনতা আন্দোলন শুরু করেছিল মিজো ন্যাশনাল ফ্রন্ট। সেই সময় আন্দোলনে যোগ দিয়ে আত্মগোপন করেন তরুণ জোরামথাঙ্গা। শুরু হয় তার জঙ্গল জীবন। ২০ বছর পরে ১৯৮৬ সালে ভারত সরকারের সঙ্গে শান্তিচুক্তি সম্পন্ন করে এমএনএফ। গঠিত হয় নতুন রাজ্য মিজোরাম। শান্তি চুক্তির মাধ্যমে ১৯৮৬ সালে এটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায়।
১৩৪. ২০২০ সালের জুনে, ভারত সরকার কতটি মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ ঘোষণা করেছে?
(A) ৪০
(B) ৪৬
(C) ৫১
(D) ৫৯
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এক টুইট বার্তায় জানিয়েছে ভারত সরকার দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই অ্যাপগুলো নিষিদ্ধ করেছে।
ভারত সরকার বলছে এই পদক্ষেপ ভারতের কোটি কোটি মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর স্বার্থ রক্ষা করবে।
উনষাটটি মোবাইল অ্যাপের তালিকায় রয়েছে ভিডিও তৈরি ও শেয়ার করার চীনা অ্যাপ টিক টক, এছাড়াও উইচ্যাট এবং শেয়ারইট।
১৩৫. উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলকে ২০২০ সালের জুনে কোন রাজ্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ?
(A) ঝাড়খণ্ড
(B) মধ্য প্রদেশ
(C) বিহার
(D) রাজস্থান
উত্তর প্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেলকে মধ্যপ্রদেশের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বে থাকা লাল জি ট্যান্ডনের ছুটিতে থাকার জন্য।
গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল ২০১৯ সালে উত্তর প্রদেশের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন।
তিনি এর আগে মধ্য প্রদেশের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
১৩৬. প্রতি বছর জাতীয় পরিসংখ্যান দিবসটি (National Statistics Day ) কখন পালন করা হয়?
(A) ২৬ জুন
(B) ২৭ জুন
(C) ২৮ জুন
(D) ২৯ জুন
দেখে নাও ন্যাশনাল স্ট্যাটিসটিক্স দিবস সম্পর্কিত কিছু জানা অজানা তথ্য – Click Here .
Download Current Affairs MCQ of June 2020 – Click Here
Download Current Affairs One Liners of June 2020 – Click Here.
To check our latest Posts - Click Here