সাম্প্রতিকী – জুন মাস – ২০২০ । Monthly Current Affairs | June 2020
Monthly Current Affairs - June 2020
২১. উত্তরাখণ্ডের নতুন গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে কোন স্থানের নাম ঘোষণা করা হয়েছে?
(A) ঋষিকেশ
(B) কাশীপুর
(C) রামনগর
(D) গৈরসৈন
নতুন গ্রীষ্মকালীন রাজধানী পেল উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত ঘোষণা করেলেন যে চামোলি জেলার গৈরসৈনই ( অন্য নাম ভাড়ারীসেন ) হবে উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী। এর জেরে এখন থেকে দেহরাদুন আর উত্তরাখণ্ডের স্থায়ী রাজধানীর মর্যাদা উপভোগ করবে না।
২২. সম্প্রতি কোন দেশ নিজেকে COVID ভাইরাস মুক্ত ঘোষণা করেছে?
(A) অস্ট্রেলিয়া
(B) দক্ষিণ কোরিয়া
(C) সুইডেন
(D) নিউজিল্যান্ড
২৩. “বন্দে উৎকল জননী” গানটি কোন রাজ্যের রাজ্যগান ?
(A) ওড়িশা
(B) ত্রিপুরা
(C) মণিপুর
(D) ঝাড়খণ্ড
ওড়িশা মন্ত্রিপরিষদ ২০২০ সালের ৭ই জুন অফিসিয়াল ভাবে “বন্দে উৎকল জননী” গানটিকে রাজ্যগানের মর্যাদা দিয়েছে । এই গানটি লিখেছেন কান্তকবি লক্ষ্মীকান্ত মহাপাত্র (১৯১২ সালে ) ।
২৪. বিশ্বজুড়ে বেশ কয়েকজন আইনবিদ কোন দেশের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি আন্তঃসংসদীয় জোট গঠন করেছেন?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) ইরান
(C) চীন
(D) ইজরায়েল
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ আটটি দেশের প্রবীণ আইনবিদরা একত্রিত হয়ে চীনকে মোকাবেলায় একটি নতুন আন্ত:সংসদীয় জোট গঠন করেছেন (IPAC)। জোটটির লক্ষ্য বিশ্বব্যাপী বাণিজ্য, মানবাধিকার এবং সুরক্ষার জন্য চীনের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে লড়াই করা।
২৫. নিম্নলিখিত আন্তর্জাতিক সংস্থার মধ্যে কোনটি ২০২০ সালে ৭৫ বছর পূর্ণ করেছে?
(A) WHO
(B) World Bank
(C) UN
(D) NATO
দেখে নাও UN বা জাতিসংঘ সম্পর্কিত আমাদের সম্পূর্ন নোটটি, বিস্তারিত আলোচনা ও প্রশ্নোত্তর সহ – Click Here
২৬. ২০২০ সালের জুনে কোন রাজ্য “মেঘসন্দেশ” অ্যাপ চালু করেছে?
(A) মহারাষ্ট্র
(B) কর্ণাটক
(C) তেলেঙ্গানা
(D) গুজরাট
কর্ণাটক সরকার “মেঘসন্দেশ” অ্যাপ চালু করেছে। এটি বেঙ্গালুরুতে বৃষ্টিপাত, বন্যা এবং বজ্রপাতের সতর্কতা সম্পর্কে রিয়েল-টাইম তথ্য সরবরাহের পাশাপাশি পূর্বাভাস দেবে।
২৭. রিয়াজ শেখ সম্প্রতি প্রয়াত হয়েছে। তিনি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত ছিলেন?
(A) পোলো
(B) গলফ
(C) ক্রিকেট
(D) ব্যাড্মিন্টন
পাকিস্তানের প্রাক্তন প্রথম শ্রেণির দ্বিতীয় ক্রিকেটার রিয়াজ শেখ যিনি করোন ভাইরাসজনিত কারণে মারা গিয়েছেন। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাফর সরফরাজ পাকিস্তানের প্রথম পেশাদার খেলোয়াড় ছিলেন যিনি করোন ভাইরাসজনিত রোগে মারা গিয়েছিলেন।
২৮. ২০২০ সালের জুনে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ (National Tiger Conservation Authority ) এর তথ্য অনুসারে কোন রাজ্যে বাঘের সর্বাধিক মৃত্যু হয়েছে?
(A) উত্তর প্রদেশ
(B) বিহার
(C) ওড়িশা
(D) মধ্য প্রদেশ
চোরাশিকার ও অন্যান্য কারণে গত আট বছরে দেশে ৭৫০টি বাঘ মারা গেছে। এর মধ্যে শুধু মধ্যপ্রদেশেই বাঘ মারা গিয়েছে ১৭৩টি।
২৯. ভারতের প্রথম কোন মহিলা উদ্যোক্তা ২০২০ সালের “EY World Entrepreneur of the Year ” -এর জন্য মনোনীত হয়েছেন ?
(A) অমৃতা প্রীতম
(B) ছন্দা কোচর
(C) সুস্মিতা নিয়োগী
(D) কিরণ মজুমদার শাহ
কিরণ মজুমদার শাহ হলেন প্রথম ভারতীয় মহিলা এবং তৃতীয় ভারতীয় যিনি এই পুরস্কার পেলেন ।
৩০. বিশ্ব মহাসাগর দিবস (World Oceans Day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) জুন ৮
(B) জুন ৯
(C) জুন ১০
(D) জুন ১১
৮ জুন আন্তর্জাতিক/বিশ্ব মহাসাগর দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সালে এই দিবস পালন শুরু হয়েছিলো। সে বছর ব্রাজিলের রিও ডি জেনেরোতে সংঘটিত ধরিত্রী সম্মেলনে এই সিদ্ধান্ত নেয়া হয়।[১] ২০০৮ সালের পর থেকে জাতিসংঘ এই দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
২০২০ সালের বিশ্ব মহাসাগর দিবসের থিম ছিল – Innovation for a Sustainable Ocean।
৩১. ফিফা বিশ্ব র্যাঙ্কিং অনুসারে পুরুষদের ফুটবল র্যাঙ্কিং- এ শীর্ষে রয়েছে কোন দেশ?(জুন ২০২০)
(A) ফ্রান্স
(B) ব্রাজিল
(C) স্পেন
(D) বেলজিয়াম
১. বেলজিয়াম – ১৭৬৫ পয়েন্ট
২. ফ্রান্স – ১৭৩৩ পয়েন্ট
৩. ব্রাজিল – ১৭১২
ভারতের র্যাঙ্ক – ১০৮ , পয়েন্ট ১১৮৭
৩২. মার্সার (Mercer’s ) প্রকাশিত ব্যয়বহুল শহরের সূচক (২০২০) অনুসারে বসবাসের জন্য সবথেকে ব্যয়বহুল শহর কোনটি?
(A) প্যারিস
(B) হংকং
(C) টোকিও
(D) নিউ ইয়র্ক
১ – হংকং ( চীন )
২. আশগাবাত ( তুর্কমেনিস্তান )
৩. টোকিও ( জাপান )
মুম্বাই রয়েছে ৬০ নম্বরে ।
৩৩. নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত একটি তেলের কূপে সম্প্রতি আগুন ধরে যায় ?
(A) ত্রিপুরা
(B) আসাম
(C) তামিলনাড়ু
(D) অন্ধ্র প্রদেশ
২০২০ সালের ৮ ই জুন আসামের তিনসুকিয়া জেলায় প্রাকৃতিক-গ্যাসের তেলের কূপে আগুন লেগে যায় । অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীনে এই তেলকূপটি থেকে কিছুদিন আগে থেকেই গ্যাস লিক করছিলো।
৩৪. COVID-19 এর কারণে ২০২০ সালে নিম্নলিখিত কোন পুরস্কারটি বাতিল করা হয়েছে?
(A) রামন ম্যাগসেসে পুরষ্কার
(B) নোবেল পুরষ্কার
(C) জাতীয় পুরষ্কার
(D) একাডেমি পুরষ্কার
রামন ম্যাগসেসে পুরস্কার ১৯৫৭ সালের এপ্রিল মাসে প্রবর্তিত হয়। এটি প্রবর্তন করেন নিউইয়র্ক শহরভিত্তিক রকফেলার ব্রাদার্স ফান্ড এর সম্মানিত ট্রাস্টিবৃন্দ। এই পুরস্কারটির প্রবর্তন করা হয় ফিলিপাইনের প্রয়াত রাষ্ট্রপতি রামন ম্যাগসেসেকে স্মরণ করে।
এই পুরস্কারটিকে এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়।
উল্লেখ্য যে ২০১৯ সালে ভারত থেকে এই পুরস্কারটি জিতেছিলেন ভারতীয় সাংবাদিক রাভিস কুমার ।
৩৫. বিশ্বব্যাংকের মতে, ২০২০ সালে বিশ্ব অর্থনীতি কত শতাংশ সংকুচিত হবে?
(A) ৫.২ শতাংশ
(B) ৬.৪ শতাংশ
(C) ৭.১ শতাংশ
(D) ৪.৮ শতাংশ
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে গ্লোবাল ইকোনমি ৫.২ শতাংশ সঙ্কুচিত হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা অর্থনীতির সবথেকে খারাপ হাল হতে পারে ।
৩৬. কে ২০২০ সালের জুন মাসে নাসা বিশিষ্ট পরিষেবা পদক (NASA Distinguished Service Medal ) পেয়েছেন ?
(A) প্রদীপ চন্দ্রন
(B) সুরেশ কৃষ্ণন
(C) টোভিনো থমাস
(D) রেনজিথ কুমার
কেরালার ইঞ্জিনিয়ার এবং ভারতীয় উদ্যোক্তা রেনজিথ কুমার(Renjith Kumar) NASA Distinguished Service Medal পেলেন। তিনি আর কে চেট্টি পান্ডিপতির পরে দ্বিতীয় ভারতীয় যিনি এই সম্মানজনক পুরস্কারজিতলেন ।
৩৭. ২০২০ সালের জুনে কেন্দ্রীয় সরকার ধূপকাঠি তৈরিতে ব্যবহৃত বাঁশের ওপর আমদানি শুল্ক ১০% থেকে বাড়িয়ে কত করেছে ?
(A) ১৫%
(B) ২০%
(C) ২১%
(D) ২৫%
আত্মনির্ভর প্রকল্পের আওতাই স্বনির্ভরশিল্পতা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ।
৩৮. “Gustave Trouvé Award” -এর জন্য এশিয়া থেকে একমাত্র সৌর চালিত কোন ফেরিটি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে ?
(A) শৌর্য
(B) শক্তি
(C) আদিত্য
(D) বিরাট
ভারতের প্রথম সৌরশক্তিচালিত ফেরি, আদিত্যকে এশিয়া থেকে গুস্তাভে ট্রাভু অ্যাওয়ার্ডের জন্য শর্টলিস্ট করা হয়েছে। দেশের প্রথম সৌর-চালিত এই ফেরি কেরালার ভাইকম থেকে থাভানাকাদাবু পর্যন্ত চলে।
৩৯. কে. সঞ্জিতা চানু নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) দাবা
(B) ক্রিকেট
(C) টেনিস
(D) ভারোত্তোলন
দুবার কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক বিজয়ী ওয়েটলিফটার কে. সঞ্জিতা চানুকে আড়াই বছরেরও বেশি সময় পরে ডোপিংয়ের অভিযোগ থেকে সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ওয়েললিফ্টিং ফেডারেশন অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পরে ডোপিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি।
৪০. কোন রাজ্যসরকার বৃষ্টির জল দিয়ে ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি করতে রাজ্যের ভূগর্ভস্থ জলের ঘাটতি অঞ্চলে ১০০০টি জল রিচার্জ করার বোরকূপ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ?
(A) হরিয়ানা
(B) পাঞ্জাব
(C) বিহার
(D) ঝাড়খণ্ড
হরিয়ানার কিছু অঞ্চলে বিশেষত যেখানে ধান চাষ করা সেই অঞ্চলে ভূগর্ভস্থ জলের স্তর স্বাভাবিক লেভেলের তুলনায় প্রায় ৮০ মিটার নিচে রয়েছে ।
To check our latest Posts - Click Here