সাধারণ জ্ঞান MCQ – সেট ২৫৯ । Daily General Awareness | Bengali
Daily General Awareness Practice Set - 259
সাধারণ জ্ঞান MCQ – সেট ২৫৯
বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।
এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :
৪০৮১. ভারতে ২৯ শে জুন জাতীয় রাশি বিজ্ঞান দিবস (Statistics Day) পালন করা হয়, বিশ্ব রাশি বিজ্ঞান দিবস কবে পালন করা হয়?
(A) ২৯ এ জুন
(B) ২০ এ অক্টোবর
(C) ১ লা এপ্রিল
(D) ২২ এ ডিসেম্বর
দেখে নাও ন্যাশনাল স্ট্যাটিসটিক্স দিবস সম্পর্কিত কিছু তথ্য – Click Here .
৪০৮২. হাইপারসোমনিয়া বলতে বোঝায় –
(A) ঘুম না আসা
(B) অত্যাধিক রাগ হওয়া
(C) অত্যাধিক ঘুম আসা
(D) খিদে না পাওয়া
৪০৮৩. ভারতে মোট কতগুলি উপকূলবর্তী রাজ্য (Coastal State) আছে?
(A) ৯ টি
(B) ৮ টি
(C) ১০ টি
(D) ৭ টি
ভারতের মোট উপকূলরেখার দৈর্ঘ্য ৭৫১৬.২২ কিমি । ভারতের উপকূলরেখাটি নয়টি রাজ্যকে ছুঁয়েছে – গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল – দমন ও দিউ এবং পুডুচেরি।
৪০৮৪. ভাষার ভিত্তিতে গঠিত স্বাধীন ভারতের প্রথম রাজ্য কোনটি?
(A) পাঞ্জাব
(B) উত্তরপ্রদেশে
(C) অন্ধ্রপ্রদেশ
(D) তামিলনাড়ু
দেখে নাও ভারতের বিভিন্ন রাজ্যের গঠনের ইতিহাস ও রাজ্য পুনর্গঠন আইন, ১৯৫৬ – Click Here .
৪০৮৫. ২০২৩ সালে মহিলাদের ফিফা ফুটবল বিশ্বকাপ (Senior) কোন দেশে অনুষ্ঠিত হবে?
(A) ভারত
(B) অস্ট্রেলিয়া ও নিজিল্যান্ড
(C) রাশিয়া
(D) আর্জেন্টিনা ও বলিভিয়া
দেখে নাও বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেনু – Click Here
৪০৮৬. ‘Good Food, Good Life’ কোন কোম্পানির ট্যাগ লাইন?
(A) নেসলে
(B) ডমিনোস
(C) হোটেল রয়েল বেঙ্গল
(D) ব্রিটানিয়া
৪০৮৭. ভারতের কোন রাজ্যের বাংলাদেশ ও মায়ানমার উভয়ের সাথেই সীমানা রয়েছে?
(A) ত্রিপুরা
(B) পশ্চিমবঙ্গ
(C) মেঘালয়
(D) মিজোরাম
৪০৮৮. “India Wins Freedom”- বইটির লেখক কে?
(A) জওহরলাল নেহেরু
(B) নেতাজি সুভাষচন্দ্র বসু
(C) লালা লাজপত রয়
(D) আবুল কালাম আজাদ
আবুল কালাম আজাদ ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। বিনামূল্যে প্রাথমিক শিক্ষা বিস্তারের কাজে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। তাকে “মৌলানা আজাদ” বলা হত। তার জন্মদিন ১১ নভেম্বর ভারতে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়।
৪০৮৯. পৃথিবীতে কোন বস্তুর ভর ৩০ কেজি হলে, চাঁদে তার ভর হবে –
(A) ৩০ কেজি
(B) ৫ কেজি
(C) ১৮ কেজি
(D) ১১.৪ কেজি
পৃথিবী থেকে চাঁদে কোনো বস্তু নিয়ে গেলে তার ভরের কোনো পরিবর্তন হয় না ।
৪০৯০. ১ ক্যারেট সোনা = ? গ্রাম সোনা।
(A) ০.২ গ্রাম
(B) ২.২ গ্রাম
(C) ২২ গ্রাম
(D) ২ গ্রাম
আরো দেখুন :
- Mock Test No 60 | General Studies | সাধারণ জ্ঞান টেস্ট | RRB Special
- সাধারণ জ্ঞান MCQ – সেট ২৫৮ । Daily General Awareness | Bengali
- ষোড়শ মহাজন পদ
- ভারতের ইতিহাস বই ( PDF )
- ৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )
- প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান
- বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেনু | Venue of Important International Games
- Monthly Current Affairs । May 2020 | সাম্প্রতিকী – মে মাস – ২০২০
- প্রথম ও শেষ সম্রাট
- বিভিন্ন ধরণের মৌল
To check our latest Posts - Click Here