Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৫৮ । Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 258

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৫৮

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৪০৭১. ইংরেজি উপন্যাস “Two leaves and a Bud”  কে রচনা করেছেন?

(A) রাজা রাও
(B) চমন নাহাল
(C) আর কে  নারায়ণ
(D) মুলক রাজ আনন্দ

উত্তর :
(D) মুলক রাজ আনন্দ

ইংরেজি উপন্যাস “Two leaves and a Bud”  রচনা করেছেন মুলক রাজ আনন্দ। এটি ১৯৩৭ সালে প্রকাশিত হয়েছিল।


৪০৭২. ওঙ্গে উপজাতি নিম্নলিখিত কোন অঞ্চলের বাসিন্দা ?

(A) মণিপুর
(B) ঝাড়খণ্ড
(C) ত্রিপুরা
(D) আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ

উত্তর :
(D) আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ

ওঙ্গে উপজাতি আন্দামান ও নিকোবারের আদিবাসী। ওঙ্গে ভারতের অন্যতম আদিম উপজাতি। তাদেরকে মূলত ছোট্ট আন্দামানের ডুগং খালের কাছে দেখা যায়। তারা প্রাকৃতিক  খাদ্যের উপর নির্ভরশীল এবং একটি অর্ধ-যাযাবর উপজাতি।


৪০৭৩. প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পান 

(A) কানন দেবী
(B) পৃথ্বীরাজ কাপুর
(C) সত্যজিৎ রায়
(D) দেবিকা রানী

উত্তর :
(D) দেবিকা রানী

দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। ভারত সরকার ১৯৬৯ খ্রিষ্টাব্দে প্রথম এই পুরস্কার প্রচলন করে। ভারতীয় চলচ্চিত্রের জনক বলে পরিচিত ফালকে একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ছিলেন, যিনি ১৯১৩ খ্রিষ্টাব্দে রাজা হরিশচন্দ্র নামক ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন।

প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পান দেবিকা রাণী।


৪০৭৪. আমুল সংস্থাটির প্রতিষ্ঠাতা হলেন 

(A) কিরণ মজুমদার শাহ
(B) জামনালাল বাজাজ
(C) ত্রিভুবনদাস প্যাটেল
(D) ভি জি সিদ্ধার্থ

উত্তর :
(C) ত্রিভুবনদাস প্যাটেল

‘গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন’ বা ‘আমূল ইন্ডিয়া’ শুরু হয়েছিল ২ টা গ্রামের ২৪৭ লিটার দুধ নিয়ে। ব্রিটিশ ভারতে মধ্যসত্তভোগীদের অপকর্মে যখন গরু পালন হুমকির মুখে পড়েছিল, তখন গরু পালনকারীদের অস্তিত্ব রক্ষায় ১৯৪৬ সালে প্রখ্যাত সমাজকর্মীসর্দারবল্লভভাই প্যাটেল এরপরামর্শ ওউৎসাহে এবং সমাজকর্মী ও রাজনীতিবিদ মোরারজি দেশাই ও ত্রিভুবনদাস প্যাটেল এর নেতৃত্বে গুজরাটের ছোট গ্রাম আনন্দ এবং পাশের আরেকটি গ্রামের গরুপালকদের সংগঠিত করে যাত্রা শুরু করে ‘কয়রা ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন’, যা পরবর্তিতে ‘আমূল ডেইরী’ বা ‘গুজরাট কোঅপারেশন মিল্ক মার্কেটিং ফেডারেশন’ নাম ধারণ করে।


৪০৭৫. ভেড়ার বিজ্ঞানসম্মত নাম হল

(A) Bos taurus
(B) Bison bison
(C) Ovis aries
(D) Vicugna pacos

উত্তর :
(C) Ovis aries

দেখে নাও বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের বিজ্ঞানসম্মত নামের তালিকা একত্রে – Click Here


৪০৭৬. আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া  নিম্নলিখিত কোন মন্ত্রকের  অধীনে কাজ করে?

(A) খনি মন্ত্রক (Ministry of Mines )
(B) সংস্কৃতি মন্ত্রক (Ministry of Culture )
(C) পর্যটন মন্ত্রক (Ministry of Tourism )
(D) প্রধানমন্ত্রীর অফিস (Prime Minister’s Office )

উত্তর :
(B) সংস্কৃতি মন্ত্রক (Ministry of Culture )

ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্ত একটি সরকারী সংস্থা যার কাজ হল পুরাতত্ত্ব বিষয়ক গবেষণা এবং ঐতিহ্যশালী কীর্তিস্তম্ভের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ। ১৮৬১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। আলেকজান্ডার কানিংহাম এই সংস্থার প্রথম মহাপরিচালক ছিলেন।


৪০৭৭. দিল্লির একমাত্র মহিলা সুলতান রাজিয়া কোন রাজবংশের ছিলেন ?

(A) মামলুক রাজবংশ
(B) তুঘলক রাজবংশ
(C) সৈয়দ রাজবংশ
(D) লোদী রাজবংশ

উত্তর :
(A) মামলুক রাজবংশ

সুলতানা রাজিয়া (১২০৫ – ১২৪০)সুলতান ইলতুতমিশের কন্যা ও ভারতবর্ষের প্রথম মহিলা শাসক। সুলতান ইলতুতমিশের মৃত্যুর পর তার আরেক পুত্র রোকনুদ্দিন ফিরোজ দিল্লির শাসন কেড়ে নেন এবং প্রায় সাত মাসের মত শাসন করেণ। ১২৩৬ সালে দিল্লির জনগনের সাহায্য নিয়ে রাজিয়া সুলতানা তার ভাইকে অপসারণ করে ক্ষমতায় আরোহণ করেণ। সুলতানা রাজিয়া ছিলেন মামলুক বা দাস বংশের শাসক ।


৪০৭৮. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় কোন ব্রিটিশ কর্মকর্তা বেনারস শহর দখল করেছিলেন?

(A) রবার্ট ক্লাইভ
(B) ক্যানিং
(C) ক্যাম্পবেল
(D) কর্নেল অনসেল

উত্তর :
(D) কর্নেল অনসেল

দেখে নাও সিপাহী বিদ্রোহ সম্পকিত কিছু তথ্য ( নোটস, MCQ, PDF, Video সহ ) – Click Here 


৪০৭৯. নিম্নলিখিত কোনটি কুরু মহাজনপদের রাজধানী ছিল?

(A) চম্পা
(B) ইন্দ্রপ্রস্থ
(C) পাটলিপুত্র
(D) মথুরা

উত্তর :
(B) ইন্দ্রপ্রস্থ

দেখে নাও বিভিন্ন ষোড়শ মহাজনপদ ও তাদের রাজধানীর তালিকা – Click Here 

দেখা হয়ে গেলে ষোড়শ মহাজনপদ সম্পর্কিত আমাদের মক টেস্টটি দিতে – Click Here 


৪০৮০. রাজ্যসভায় আসন বন্টন সম্পর্কিত ভারতীয় সংবিধানের তফসিল (Schedule )-টি হলো 

(A) প্রথম তফসিল
(B) দ্বিতীয় তফসিল
(C) তৃতীয় তফসিল
(D) চতুর্থ তফসিল

উত্তর :
(D) চতুর্থ তফসিল

দেখে নাও ভারতীয় সংবিধানের তফসিলের তালিকা এবং তাদের বিষয়বস্তু – Click Here 


আরো দেখুন : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button