বাংলা কুইজ-সেট ১৪১ – রাশি বিজ্ঞান দিবস স্পেশাল
বন্ধুরা আজ ২৯শে জুন, জাতীয় রাশিবিজ্ঞান দিবস। তোমাদের জন্য দেওয়া রইলো রাশিবিজ্ঞান সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য।
১. ভারতে কোন দিন জাতীয় রাশিবিজ্ঞান দিবস (National Statistics Day) পালন করা হয়?
২. কার জন্মদিন উপলক্ষ্যে ভারতে জাতীয় রাশিবিজ্ঞান দিবস পালন করা হয়?
[ আরো দেখে নাও – বাংলা কুইজ – সেট ১৩৮ – যোগ দিবস – জানা অজানা কিছু তথ্য ]
৩. কোন বছর থেকে ভারতে রাশিবিজ্ঞান দিবস পালন করা শুরু হয়?
৪. আন্তর্জাতিক রাশিবিজ্ঞান দিবস কবে পালন করা হয়?
৫. কোন বছর থেকে আন্তর্জাতিক রাশিবিজ্ঞান দিবস পালন করা শুরু হয়?
৬. ২০২০ সালের জাতীয় রাশিবিজ্ঞান দিবসের থিম কী?
[ আরো দেখে নাও – বাংলা কুইজ -সেট ১৩৬ – ১০টি তথ্য যা আপনি জানেন না বা সম্ভবত ভুল জানেন ]
৭. আন্তর্জাতিক রাশিবিজ্ঞান দিবস কত বছর অন্তর পালন করা হয়?
৮. ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
৯. ভারতের বিভিন্ন রাশিবিজ্ঞান সংক্রান্ত সংস্থা CSO,NSSO কোন মন্ত্রকের অধীনে কাজ করে?
[ আরো দেখে নাও – বাংলা কুইজ – সেট ১১৮ – জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড স্পেশাল ]
১০. কাকে রাশিবিজ্ঞানের জনক হিসাবে গণ্য করা হয়?
১১. ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস(NSSO) কোন সালে প্রতিষ্ঠিত হয়?
To check our latest Posts - Click Here