বিজ্ঞান MCQ – সেট ৬০ – পদার্থবিদ্যা
দেওয়া রইলো আলোকবিদ্যা সম্পর্কিত ১০টি প্রশ্নোত্তর ।
১. আলোর প্রতিসরণে আপাতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না ?
(A) 45°
(B) 60°
(C) 30°
(D) 0°
২. সুস্থ চোখের দর্শন পাল্লা কত ?
(A) 25 cm – অসীম
(B) 25 cm – 200 cm
(C) 100 cm – 300 cm
(D) 25 cm – 500 cm
৩. অভ্যন্তরীণ পূর্নপ্রতিফলনের ক্ষেত্রে বিভেদতল কি রূপে কাজ করে ?
(A) লেন্স
(B) দর্পণ
(C) পেরিস্কোপ
(D) স্যাটার
৪. উত্তল লেন্সের ক্ষমতা
(A) পজিটিভ
(B) নেগেটিভ
(C) নেগেটিভ বা পজিটিভ – দুটোই হতে পারে
(D) কোনো পাওয়ার নেই
৫. সোলার কুকারে কোন ধরণের দর্পণ ব্যবহার করা হয়?
(A) উত্তল
(B) অবতল
(C) সমতল
(D) অবতল ও সমতল
৬. কোনাে আলােকরশ্মির প্রতিসরনে আপাতন কোন 60° ও প্রতিসরন কোন 45⁰ হলে, চ্যুতি কোনের মান কত হবে?
(A) 15°
(B) 105°
(C) 75°
(D) 99°
চ্যুতি কোন =60⁰-45⁰=15⁰
৭. 7 cm দৈর্ঘ্যবিশিষ্ট একটি বস্তুকে উত্তল লেন্স থেকে 12 cm দূরত্বে রাখা হল। লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব 24 cm হলে , প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করাে ।
(A) 2 cm
(B) 20 cm
(C) 19 cm
(D) 14 cm
প্রতিবিম্ব দৈর্ঘ্য /বস্তু দৈর্ঘ্য =2
প্রতিবিম্ব দৈর্ঘ্য =2×7=14
৮. কোনাে আলােকরশ্মি বায়ু থেকে কোনাে তরলের উপরিতলে 45° কোণে আপতিত হল এবং প্রতিসরণ কোণ হল 30° । ওই তরলের প্রতিসরাঙ্ক
(A) 2
(B) 4
(C) √2
(D) √2+1
প্রতিসরাঙ্ক =sini/sinr
=sin45⁰/sin30⁰
=(1/√2 )×2=√2
৯. মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় –
(A) আইরিশ
(B) রেটিনা
(C) পিউপিল
(D) লেন্স
১০. দিনের আকাশকে নীল দেখায় কারন –
(A) আলোর বিক্ষেপন
(B) আলোর প্রতিফলন
(C) আলোর বিচ্ছুরন
(D) আলোর ব্যতিচার
আলোর বিক্ষেপণ এর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই আকাশে এই আলোর বিক্ষেপণ বেশি হয় এবং আকাশ নীল দেখায়।
আরো দেখে নাও :
To check our latest Posts - Click Here