Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ৬০ – পদার্থবিদ্যা

Physics MCQ Set – 60

বিজ্ঞান MCQ – সেট ৬০ – পদার্থবিদ্যা

দেওয়া রইলো আলোকবিদ্যা সম্পর্কিত ১০টি প্রশ্নোত্তর ।

১. আলোর প্রতিসরণে আপাতন কোণের মান কত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না ?

(A) 45°
(B) 60°
(C) 30°
(D)

উত্তর :
(D)

২.  সুস্থ চোখের দর্শন পাল্লা কত ?

(A) 25 cm – অসীম
(B) 25 cm – 200 cm
(C) 100 cm – 300 cm
(D) 25 cm – 500 cm

উত্তর :
(A) 25 cm – অসীম

৩. অভ্যন্তরীণ পূর্নপ্রতিফলনের ক্ষেত্রে বিভেদতল কি রূপে কাজ করে ?

(A) লেন্স
(B) দর্পণ
(C) পেরিস্কোপ
(D) স্যাটার

উত্তর :
(B) দর্পণ

৪. উত্তল লেন্সের ক্ষমতা

(A) পজিটিভ
(B) নেগেটিভ
(C) নেগেটিভ বা পজিটিভ – দুটোই হতে পারে
(D) কোনো পাওয়ার নেই 

উত্তর :
(A) পজিটিভ

৫. সোলার কুকারে কোন ধরণের দর্পণ ব্যবহার করা হয়?

(A) উত্তল
(B) অবতল
(C) সমতল
(D) অবতল ও সমতল

উত্তর :
(B) অবতল

৬. কোনাে আলােকরশ্মির প্রতিসরনে আপাতন কোন 60° ও প্রতিসরন কোন 45⁰ হলে, চ্যুতি কোনের মান কত হবে? 

(A) 15°
(B) 105°
(C) 75°
(D) 99°

উত্তর :
(A) 15°

চ্যুতি কোন =60⁰-45⁰=15⁰


৭. 7 cm দৈর্ঘ্যবিশিষ্ট একটি বস্তুকে উত্তল লেন্স থেকে 12 cm দূরত্বে রাখা হল। লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব 24 cm হলে , প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করাে ।

(A) 2 cm
(B) 20 cm
(C) 19 cm
(D) 14 cm

উত্তর :
(D) 14 cm

প্রতিবিম্ব দৈর্ঘ্য /বস্তু দৈর্ঘ্য =2

প্রতিবিম্ব দৈর্ঘ্য =2×7=14


৮. কোনাে আলােকরশ্মি বায়ু থেকে কোনাে তরলের উপরিতলে 45° কোণে আপতিত হল এবং প্রতিসরণ কোণ হল 30° । ওই তরলের প্রতিসরাঙ্ক

(A) 2
(B) 4
(C) √2
(D) √2+1

উত্তর :
(C) √2

প্রতিসরাঙ্ক =sini/sinr

=sin45⁰/sin30⁰

=(1/√2 )×2=√2


৯.  মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় –

(A) আইরিশ
(B) রেটিনা
(C) পিউপিল
(D) লেন্স

উত্তর :
(B) রেটিনা

১০. দিনের আকাশকে নীল দেখায় কারন – 

(A) আলোর বিক্ষেপন
(B) আলোর প্রতিফলন
(C) আলোর বিচ্ছুরন
(D) আলোর ব্যতিচার

উত্তর :
(A) আলোর বিক্ষেপন

আলোর বিক্ষেপণ এর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই আকাশে এই আলোর বিক্ষেপণ বেশি হয় এবং আকাশ নীল দেখায়।


আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Tapan Dalui

BanglaQuiz Telegram Group Quiz Master. Author of Physics section of BanglaQuiz Website.

Related Articles

দেখে নাও
Close
Back to top button