QuizQuiz

বাংলা কুইজ- সেট ১৪০

Bangla Quiz Set-140

বাংলা কুইজ- সেট ১৪০

১. কোন ভিন্ন দেশে ফোন কানেক্ট করার জন্য আই এস ডি কোড (ISD Code)ব্যাবহার করা হয়, অ্যান্টার্কটিকায় ফোন করার জন্য প্রয়োজনীয় কোড কী?

উত্তর :
৬৭২

২. NATO শব্দটিতে ‘N’ অক্ষরটি দিয়ে কী বোঝানো হয়?

উত্তর :
North

[ আরো দেখে নাও :বাংলা কুইজ-সেট ১৩৯ ]

৩. টেলিস্কোপ ব্যাবহার করে আবিষ্কৃত সৌরজগতের প্রথম গ্রহ কোনটি?

উত্তর :
ইউরেনাস

৪. বাণিজ্যিক ভাবে প্রথমবারের জন্য বার কোড স্ক্যান করা হয়েছিল কোন পণ্যের?

উত্তর :
Wrigley’s Chewing Gum (চিউইং গাম )

[ আরো দেখে নাও: বাংলা কুইজ -সেট ১৩৬ – ১০টি তথ্য যা আপনি জানেন না বা সম্ভবত ভুল জানেন ]

৫. Pangram শব্দটি বোঝায়-

উত্তর :
এমন বাক্য যেটিতে ইংরেজী আলফাবেটের সমস্ত অক্ষর থাকে



৬. ২০১৯ সালে পুরুষদের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে(৫০-৫০) মান অফ্ দা সিরিজ পুরষ্কার কে পান?

উত্তর :
কেন উইলিয়ামসন  

[আরো দেখো : বাংলা কুইজ – সেট ৫২]

৭. Nosophobia  বলতে কী বোঝায় ?

উত্তর :
কোনো নির্দিষ্ট রোগে আক্রান্ত হওয়ার ভয়

৮. ইমেল, চিঠি বা বিভিন্ন লেখার ক্ষেত্রে শেষে “P.S.” ব্যাবহার করা হয়, এই “P.S.” কথার পুরো অর্থ কী?

উত্তর :
Post Script

৯. ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উভয়ের অবর্তমানে তাদের দায়িত্বভার কে গ্রহণ করেন?

উত্তর :
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

[ আরো দেখে নাও :বাংলা কুইজ – সেট ১২৪ ]

১০. “ভারত ছাড়ো ” দিবস (“Quit India” Day / August Kranti Day) কবে পালন করা হয়?

উত্তর :
৯ ই অগাস্ট

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button