বাংলা কুইজ- সেট ১৪০
১. কোন ভিন্ন দেশে ফোন কানেক্ট করার জন্য আই এস ডি কোড (ISD Code)ব্যাবহার করা হয়, অ্যান্টার্কটিকায় ফোন করার জন্য প্রয়োজনীয় কোড কী?
২. NATO শব্দটিতে ‘N’ অক্ষরটি দিয়ে কী বোঝানো হয়?
[ আরো দেখে নাও :বাংলা কুইজ-সেট ১৩৯ ]
৩. টেলিস্কোপ ব্যাবহার করে আবিষ্কৃত সৌরজগতের প্রথম গ্রহ কোনটি?
৪. বাণিজ্যিক ভাবে প্রথমবারের জন্য বার কোড স্ক্যান করা হয়েছিল কোন পণ্যের?
[ আরো দেখে নাও: বাংলা কুইজ -সেট ১৩৬ – ১০টি তথ্য যা আপনি জানেন না বা সম্ভবত ভুল জানেন ]
৫. Pangram শব্দটি বোঝায়-
৬. ২০১৯ সালে পুরুষদের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে(৫০-৫০) মান অফ্ দা সিরিজ পুরষ্কার কে পান?
[আরো দেখো : বাংলা কুইজ – সেট ৫২]
৭. Nosophobia বলতে কী বোঝায় ?
৮. ইমেল, চিঠি বা বিভিন্ন লেখার ক্ষেত্রে শেষে “P.S.” ব্যাবহার করা হয়, এই “P.S.” কথার পুরো অর্থ কী?
৯. ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উভয়ের অবর্তমানে তাদের দায়িত্বভার কে গ্রহণ করেন?
[ আরো দেখে নাও :বাংলা কুইজ – সেট ১২৪ ]
১০. “ভারত ছাড়ো ” দিবস (“Quit India” Day / August Kranti Day) কবে পালন করা হয়?
To check our latest Posts - Click Here