বিভিন্ন দেশের উপনাম তালিকা – Nicknames of Countries
Nickname of Countries in the World
বিভিন্ন দেশের উপনাম তালিকা – Nicknames of Countries
প্রিয় ছাত্রেরা, আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন দেশের উপনাম তালিকা ( Nicknames of Countries ) নিয়ে। বিশ্বের কিছু দেশ ও তাদের উপনামের তথ্য সুন্দর করে দেওয়া রইলো ।
Nick Name (উপনাম ) | দেশ |
---|---|
Cockpit of Europe (ইউরোপের ককপিট) | বেলজিয়াম |
Battlefield of Europe (ইউরোপের যুদ্ধক্ষেত্র) | বেলজিয়াম |
Britain of The South (দক্ষিণের ব্রিটেন) | নিউজিল্যান্ড |
Island continent (দ্বীপপুঞ্জের মহাদেশ) | অস্ট্রেলিয়া |
Land of Kangaroos (ক্যাঙ্গারুর দেশ) | অস্ট্রেলিয়া |
Land of Golden Fleece (সোনালী পশমের দেশ) | অস্ট্রেলিয়া |
Gift of Nile (নীলনদের দান) | মিশর |
Land of Pyramid (পিরামিডের দেশ) | মিশর |
Island of Pearls (মুক্তার দ্বীপ) | বাহরিন |
Land of White Elephant (সাদাহাতির দেশ) | থাইল্যান্ড |
Land of Lightning (বজ্রপাতের দেশ) | ভূটান |
Land of Thousand Lakes (সহস্র হ্রদের দেশ) | ফিনল্যান্ড |
Land of Morning Calm (স্নিগ্ধ সকালের দেশ) | কোরিয়া *** |
Hermit Kingdom (ঋষির রাজ্য) | কোরিয়া *** |
Land of The Hummingbird (হামিংবার্ড এর দেশ) | ত্রিনিদাদ এন্ড টোবাগো |
Land of Cakes (কেকের দেশ) | স্কটল্যান্ড |
Land of Flying Fish (উড়ন্ত মাছের দেশ) | বার্বাডোজ |
Land of Golden Pagoda (সোনালি প্যাগোডার দেশ) | মায়ানমার |
Land of Golden Fiber (সোনালি আঁশের দেশ) | বাংলাদেশ |
Land of Maple (ম্যাপেল এর দেশ) | কানাডা |
Lady of Snow (তুষার মানবী) | কানাডা |
Land of Lilies (লিলি ফুলের দেশ) | কানাডা |
Little Venice (ক্ষুদ্র ভেনিস) | ভেনেজুয়েলা |
Mother-in-law of Europe (ইউরোপের শাশুড়ি) | ডেনমার্ক |
Dairy of Northern Europe (উত্তর ইউরোপের দুগ্ধকেন্দ্র) | ডেনমার্ক |
Emerald Isle (পান্না দ্বীপ) | আয়ারল্যান্ড |
Sugar bowl of The World (পৃথিবীর চিনির পাত্র) | কিউবা |
Storehouse of The World (পৃথিবীর গুদাম ঘর) | মেক্সিকো |
Playground of Europe (ইউরোপের খেলার মাঠ) | সুইজারল্যান্ড |
Land of The Risinng Sun (সূর্যোদয়ের দেশ) | জাপান |
Land of Earthquakes (ভুমিকম্পের দেশ) | জাপান |
Land of Nocturnal Sun (নিশীথ সূর্যের দেশ) | নরওয়ে |
Sickman of Europe (ইউরোপের রুগ্ন মানুষ) | তুরস্ক |
Boot of Europe (ইউরোপের বুট) | ইতালি |
Land of Copper (তামার দেশ) | জাম্বিয়া |
Pearl of Africa (আফ্রিকার মুক্তা) | উগান্ডা |
Granary of Europe (ইউরোপের শস্যভাণ্ডার) | ইউক্রেন |
*** “Hermit’s kingdom” এবং “Land of Morning Calm” এই নামদুটি প্রথম ব্যবহৃত হয় যথাক্রমে ১৮৮২ এবং ১৯৩৪ সালে, তখন কোরিয়া অবিভক্ত ছিল। কোরিয়া দুটি ভাগে ভাগ হয়ে যায় ১৯৪৫ সালে।
আরো দেখে নাও :
- ভারতের বিভিন্ন শহরের উপনাম
- ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ ( PDF )
- রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ
- গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা | Important International Boundaries
- ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর ( PDF )
- ভারতের কিছু গুরুত্বপূর্ণ বাঁধ ( PDF )
- পশ্চিমবঙ্গের নদনদী
- ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব (PDF সহ)
- গুরুত্বপূর্ণ স্থানীয় বায়ু
বিভিন্ন দেশের উপনাম সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর :
সাদা হাতির দেশ কোন দেশকে বলা হয় ?
থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়।
হাজার হ্রদের দেশ কোনটি ?
ফিনল্যান্ডকে “হাজার হ্রদের দেশ” বলা হয়।
নিশীথ সূর্যের দেশ কোনটি ?
নরওয়ে
ইউরোপের শাশুড়ি বলা হয় কোন দেশকে ?
ডেনমার্ককে ইউরোপের শাশুড়ি বলা হয়।
সেগুন কাঠের দেশ কাকে বলে ?
সেগুন কাঠের দেশ বলে পরিচিত মায়ানমার।
সোনালি প্যাগোডার দেশ কোন দেশকে বলা হয় ?
মায়ানমারকে সোনালি প্যাগোডার দেশ বলা হয়।
Download Section
- File Name : বিভিন্ন দেশের উপনাম তালিকা – Nicknames of Countries – বাংলা কুইজ
- File Size : 1 MB
- No. of Pages : 03
- Format : PDF
- Language : Bengali
To check our latest Posts - Click Here