বিজ্ঞান MCQ – সেট ৫৮ – পদার্থবিদ্যা
১. SI বা আন্তর্জাতিক পদ্ধতি কবে গ্রহণ করা হয়?
(A) 1960
(B) 1967
(C) 1979
(D) 1980
২. ডালটন কোন ভৌতরাশির একক?
(A) ভার
(B) ভর
(C) কোণের
(D) মেমরি
৩. কোন ভৌতরাশির পরিমাপের ক্ষেত্রে লম্বণভুল হতে পারে?
(A) স্কেল
(B) মাপনী চোঙ
(C) ডিজিটাল ঘড়ি
(D) স্কেল ও মাপনী চোঙ উভয়ই
৪. FPS পদ্ধতিতে সময়ের একক কি?
(A) সেকেন্ড
(B) মিনিট
(C) ঘন্টা
(D) GMT
৫. নীচের কোনটি ভরের একক নয়?
(A) চন্দ্রশেখর সীমা
(B) ডালটন
(C) কিলোগ্রাম
(D) কনাদ
৬. কোনো পদার্থের ভর x, আয়তন y ও ঘনত্ব z হলে x, y ও Z এর মধ্যে সম্পর্ক কি?
(A) xyz=1
(B) x=yz
(C) y=xz
(D) z=xy
৭. বায়ুর গতিবেগ মাপক যন্ত্র অ্যানিমোমিটার কে আবিস্কার করেন?
(A) রবার্ট জেমস
(B) নিকালো হুঠ
(C) লিওন অ্যালবার্টি
(D) রবার্ট নিকোলাস
৮. গ্যাসের চাপ মাপা যে যন্ত্রের সাহায্যে তা হলাে –
(A) ব্যারােমিটার
(B) ম্যানােমিটার
(C) অ্যানিমােমিটার
(D) বােলােমিটার
৯. পরমস্কেল কে আবিস্কার করেন ?
(A) টরিসেলি
(B) চার্লস বয়েল
(C) পাস্কাল
(D) উইলিয়াম থমসন
১০. 1 pascal = কত dyne/cm² ?
(A) 10
(B) 10²
(C) 10³
(D) 10⁵
আরো দেখে নাও :
To check our latest Posts - Click Here