বিজ্ঞান MCQ – সেট ৫৭ – পদার্থবিদ্যা
১. প্রিজমে কোন্ বর্ণের আলাের চ্যুতি সর্বাধিক ?
(A) বেগুনি
(B) আকাশি
(C) সবুজ
(D) কালো
২. প্রধান গ্রীন হাউস গ্যাস হল —
(A) CEC
(B) O2
(C) N2
(D) CO2
৩. কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 16 হলে আণবিক ওজন কত হবে ?
(A) 30
(B) 32
(C) 34
(D) 36
৪. গ্যাসের প্রসারণের ক্ষেত্রে প্রাথমিক উষ্ণতা
(A) 30° C
(B) 20° C
(C) 10° C
(D) 0° C
৫. সংকট উষ্ণতায় অতিপরিবাহীর রােধ হয়—
(A) 100 ওহম
(B) 1000 ওহম
(C) 0
(D) অসীম
৬. যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তা হল—
(A) ভােল্টামিটার
(B) ভােল্টমিটার
(C) রিওস্ট্যাট
(D) থার্মোমিটার
৭. পদার্থবিজ্ঞানকে বলা হয় বিজ্ঞানের
(A) সোনার কাঠি
(B) রূপার কাঠি
(C) চাবিকাঠি
(D) হীরককাঠি
৮. পারমাণবিক চুল্লীতে ভারী জল ব্যবহার হয় ___ হিসাবে।
(A) মডারেটর
(B) জ্বালানি
(C) ডাইলুয়েন্ট
(D) প্রােজেক্টাইল
৯. উষ্ণতা ও ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে কোনাে পরিবাহী তারের দৈর্ঘ্য তিনগুণ করা হলে রােধের মান কত হবে ?
(A) তিনগুণ
(B) চারগুণ
(C) পাঁচগুণ
(D) নয় গুণ
১০. বয়েল সূত্রের ধ্রুবক কোনটি?
(A) চাপ
(B) ভর
(C) উষ্ণতা
(D) ভর ও উষ্ণতা
আরো দেখে নাও :
To check our latest Posts - Click Here