বাংলা কুইজ – সেট ১৩৯
১. ভারতের কোন রাজ্যে দোকানদার ছাড়া দোকানের প্রচলন রয়েছে?
২. মানব চক্ষুর রেজোলিউশন (Resolution) কত?
[আরো দেখে নাও: বাংলা কুইজ – সেট ১২২ ]
৩. ইংরেজী অ্যালফাবেটে সর্বশেষ কোন অক্ষরটি (Letter) যুক্ত করা হয়েছিল?
৪. রয়্যাল জিওগ্রাফিকাল সোসাইটি অফ লন্ডন অনুসারে পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রাণী কোনটি?
৫. নিৰ্দিষ্ট সামগ্ৰীর ভৌগোলিক অবস্থিতি বা উৎস অনুসারে দেওয়া হয় GI ট্যাগ, এই ‘GI’ কথার পুরো অর্থ কী?
[ আরো দেখে নাও: বাংলা কুইজ – সেট ১৩৭ – খেলাধুলা | Sports Quiz ]
৬. লঙ্কা ঝাল লাগার জন্য দায়ী নিন্মের কোন রাসায়নিক?
৭. ভারতের লোকসভায় প্রতি বছর কতগুলি অধিবেশন হয়?
৮. “Express Yourself” কোন কোম্পানির ট্যাগ লাইন?
[আরো দেখে নাও: বাংলা কুইজ – সেট ১০৫ ]
৯. ২০০৭ সালে প্রথমবারের জন্য আয়োজিত পুরুষদের টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। এই টুর্নামেন্টের ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ কে হয়েছিলেন?
১০. ভারতের টাকা হিসাবে পৃথিবীর সব থেকে মূল্যবান মুদ্রা (Currency) কোনটি?
[আরো দেখে নাও :বাংলা কুইজ -সেট ১৩৬ – ১০টি তথ্য যা আপনি জানেন না বা সম্ভবত ভুল জানেন ]
To check our latest Posts - Click Here