QuizQuiz

বাংলা কুইজ-সেট ১৩৯

Bangla Quiz-Set 139

বাংলা কুইজ – সেট ১৩৯

১. ভারতের কোন রাজ্যে দোকানদার ছাড়া দোকানের প্রচলন রয়েছে?

উত্তর :
মিজোরাম

২. মানব চক্ষুর রেজোলিউশন (Resolution) কত?

উত্তর :
৫৭৬ মেগা পিক্সেল

[আরো দেখে নাও: বাংলা কুইজ – সেট ১২২ ]

৩. ইংরেজী অ্যালফাবেটে সর্বশেষ কোন অক্ষরটি (Letter) যুক্ত করা হয়েছিল?

উত্তর :

৪. রয়্যাল জিওগ্রাফিকাল সোসাইটি অফ লন্ডন অনুসারে পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রাণী কোনটি?

উত্তর :
মৌমাছি 

৫. নিৰ্দিষ্ট সামগ্ৰীর ভৌগোলিক অবস্থিতি বা উৎস অনুসারে দেওয়া হয় GI ট্যাগ, এই ‘GI’ কথার পুরো অর্থ কী?

উত্তর :
Geographical Indication

[ আরো দেখে নাও: বাংলা কুইজ – সেট ১৩৭ – খেলাধুলা | Sports Quiz ]

৬. লঙ্কা ঝাল লাগার জন্য দায়ী নিন্মের কোন রাসায়নিক?

উত্তর :
ক্যাপসাইনিন

৭. ভারতের লোকসভায় প্রতি বছর কতগুলি অধিবেশন হয়?

উত্তর :
৩ টি 

৮. “Express Yourself” কোন কোম্পানির ট্যাগ লাইন?

উত্তর :
এয়ারটেল 

[আরো দেখে নাও: বাংলা কুইজ – সেট ১০৫ ]

৯. ২০০৭ সালে প্রথমবারের জন্য আয়োজিত পুরুষদের টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। এই টুর্নামেন্টের ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ কে হয়েছিলেন?

উত্তর :
ইরফান পাঠান

১০. ভারতের টাকা হিসাবে পৃথিবীর সব থেকে মূল্যবান মুদ্রা (Currency) কোনটি?

উত্তর :
কুয়েতী দিনার

[আরো দেখে নাও :বাংলা কুইজ -সেট ১৩৬ – ১০টি তথ্য যা আপনি জানেন না বা সম্ভবত ভুল জানেন ]

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button