Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৫২ । Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 252

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৫২

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।


Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।


General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৪০১১. ১৭ই জুন নীচের দিনগুলির মধ্যে কোনটি পালন করা হয়?

(A) মরুভূমি ও খরা মোকাবেলায় বিশ্ব দিবস
(B) বিশ্ব ক্যান্সার দিবস
(C) বিশ্ব কাব্য দিবস
(D) বিশ্ব অটিজম সচেতনতা দিবস

উত্তর :
(A) মরুভূমি ও খরা মোকাবেলায় বিশ্ব দিবস

১৭ই জুন মরুভূমি ও খরা মোকাবেলায় বিশ্ব দিবস ( World Day to Combat Desertification and Drought ) পালন করা হয় ।

  • World Cancer Day – 4 February
  • World Poetry Day – 21 March
  • World Autism Awareness Day – 2 April.

৪০১২. বিভিন্ন দেশের মধ্যে চুক্তি হিসাবে স্বাক্ষর করা হয় MoU । এই MoU শব্দের পুরো অর্থ কী?

(A) Memorandum of Understanding
(B) Moment of Understanding
(C) Moment of Urgency
(D) Meeting of Urgency

উত্তর :
(A) Memorandum of Understanding

৪০১৩. ওয়াংগালা উৎসব (The Hundred Drums Festival) নিন্মের কোন রাজ্যে পালন করা হয়?

(A) গোয়া
(B) কেরালা
(C) মেঘালয়
(D) সিকিম 

উত্তর :
(C) মেঘালয়

ওয়াংগালা/ওয়ানগালা  উত্তর-পূর্ব ভারতের মেঘালয় অঙ্গরাজ্য ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী গারো জাতির লোকদের প্রধান ধমীর্য় ও সামাজিক উৎসব।

ওয়ানগালা উৎসব একশ ঢোলের উৎসব নামেও পরিচিত। সাধারণত দুইদিন ধরে উৎসব চলে। কখনও কখনও এক সপ্তাহ ধরেও এটি চলতে পারে। উৎসবের প্রথম দিনে গোত্রপ্রধানের ঘরে রাগুলা নামের অনুষ্ঠান পালিত হয়। উৎসবের দ্বিতীয় দিন কাক্কাত নামে পরিচিত। এই দিন ছোট বড় সবাই রঙবেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচে।

দেখে নাও ভারতের বিভিন্ন রাজ্যের উৎসবের তালিকা  – Click Here । 

 


৪০১৪. জাতি সংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হলো ভারত (২০২০-২১) । মোট কতগুলি ভোট পেয়ে ভারত এই সদস্যপদ পেয়েছে?

(A) ১৯৩
(B) ১৯২
(C) ১৮৪
(D) ১৮৬

উত্তর :
(C) ১৮৪

২০২০ সালের জুন মাসে ভারত আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৮৪টি ভোট পেয়ে ভারত এ বছর নির্বাচিত হয়েছে। এটাই অবশ্য প্রথম নয়, এর আগেও সাত বার ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি ( ৫ টি স্থায়ী, ১০ টি অস্থায়ী ) ।

দেখে নাও জাতিসংঘ সম্পর্কিত সম্পূর্ণ নোটটি, প্রশ্নোত্তর সহ – Click here .


৪০১৫. শচীন টেন্ডুলকার কেবলমাত্র একটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে তাকে কে আউট করেছিলেন?

(A) ব্রেট লী
(B) চার্ল ল্যাঙ্গেভেল্ট
(C) শন পোলক
(D) উমর গুল

উত্তর :
(B) চার্ল ল্যাঙ্গেভেল্ট

চার্ল কেনেথ ল্যাঙ্গেভ্যাল্ট দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন । দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পক্ষে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে খেলেছেন তিনি। দলে চার্ল ল্যাঙ্গেভ্যাল্ট মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম সুইং বোলার। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে প্রতিনিধিত্বও করেন তিনি ।


৪০১৬. প্রথম কোন ভারতীয় দ্রব্য(প্রোডাক্ট) GI ট্যাগ অর্জন করে?

(A) দার্জিলিং চা
(B) আসাম চা
(C) গোবিন্দ ভোগ চাল
(D) ছৌ মুখোশ

উত্তর :
(A) দার্জিলিং চা

৪০১৭. নিন্মের কোন দেশ এখনো পর্যন্ত পুরুষদের আইসিসি টি -২০ বিশ্বকাপ ট্রফি জেতেনি?

(A) শ্রীলঙ্কা
(B) ইংল্যান্ড
(C) অস্ট্রেলিয়া
(D) পাকিস্তান

উত্তর :
(C) অস্ট্রেলিয়া

৪০১৮. নীচের কোন দেশ থেকে নেপাল তাদের প্রথম উপগ্রহ NepaliSat-1 উৎক্ষেপণ করে?

(A) আমেরিকা যুক্তরাষ্ট্র
(B) চীন
(C) ভারত
(D) রাশিয়া

উত্তর :
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র

নাসার সহায়তায় ১৮ এপ্রিল ২০১৯ নেপালের প্রথম স্যাটেলাইট Nepalisat-1 সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে।


৪০১৯. জিকা ভাইরাসের নামকরণ হয় জিকা অরণ্যের নাম থেকে। এই জিকা অরণ্য কোন দেশে অবস্থিত?

(A) কলম্বো
(B) দক্ষিণ আফ্রিকা
(C) উগান্ডা
(D) চীন

উত্তর :
(C) উগান্ডা

উগান্ডার জিকা নামের একটি গ্রাম/ অরণ্যের নাম অনুসারে রাখা হয়। স্থানীয় ভাষায় জিকা মানে বাড়ন্ত । সেখানেই ১৯৪৭ সালে বানরের দেহে সর্বপ্রথম এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। পরবর্তীতে ১৯৫২ সালে উগান্ডা ও তানজানিয়াতে মানবদেহে প্রথমবারের মত শনাক্ত করা হয়।


৪০২০. কোন দুই দেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার ডাকনাম “Medicine Line” ?

(A) আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা
(B) রাশিয়া ও চীন
(C) চীন ও নেপাল
(D) উত্তর ও দক্ষিণ কোরিয়া

উত্তর :
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা

আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানা হলো ৪৯তম সমান্তরাল লাইন। এই লাইনটিকে স্থানীয় লোকেরা “Medicine Line” বলে থাকে ।

দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানার তালিকা – Click Here 


আরো দেখুন : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button