ভারতের জাতীয় উদ্যান তালিকা | National Parks of India
List of Important National Parks of India
ভারতের জাতীয় উদ্যান | National Parks of India
প্রিয় পাঠকেরা, আজ আমরা আলোচনা করবো ভারতের জাতীয় উদ্যান তালিকা (List of Important National Parks of India ) নিয়ে। ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের তালিকা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে। তাই তোমাদের জন্য আমরা এই টপিকটি খুব সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করলাম।
জাতীয় উদ্যান কাকে বলে ?
অভয়ারণ্য কাকে বলে ?
অভয়ারণ্য বা Wildlife Sanctuary হলো একটি প্রাকৃতিক আবাসস্থল, যেখানে কিছু বিশেষ প্রজাতির পাখি এবং প্রাণীদের জন্য সংরক্ষণ করা হয়।
বায়োস্পিয়ার রিজার্ভ কাকে বলে ?
বায়োস্পিয়ার রিজার্ভ (Biosphere Reserve ) হলো উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে সুরক্ষিত অঞ্চল । এটি পারিপার্শ্বিক অঞ্চলের আদিবাসীদের জীবনযাত্রার বিষয়টিও সুরক্ষিত করে।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য :
- পৃথিবীর প্রথম ন্যাশনাল পার্ক ➟ ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক(আমেরিকা)।
- পৃথিবীর বৃহত্তম ন্যাশনাল পার্ক ➟ নর্থ ইস্ট গ্রিনল্যান্ড ন্যাশনাল পার্ক(গ্রিনল্যান্ড)।
- ভারতের প্রথম ন্যাশনাল পার্ক ➟ জিম করবেট ন্যাশনাল পার্ক(উত্তরাখণ্ড),১৯৩৬ পূর্বনামঃ হ্যালি ন্যাশনাল পার্ক
- ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক ➟ হেমিস ন্যাশনাল পার্ক (লাদাখ)
- পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক ➟ কেইবুল লামজা(মনিপুর), এটি লোকটাক হ্রদের উপর রয়েছে
পশ্চিমবঙ্গের অভয়ারণ্য তালিকা । Wildlife Sanctuary of West Bengal – PDF
World Heritage Site
* ভারতের National Park, Wildlife Sanctuary, Biosphere Reserve গুলির মধ্যে World Heritage Site এর মর্যাদা পেয়েছেঃ
- কাজিরাঙ্গা (আসাম)
- মানস (আসাম)
- কেওলাডেও (রাজস্থান)
- নন্দাদেবী (উত্তরাখণ্ড)
- সুন্দরবন (পশ্চিমবঙ্গ)
- পশ্চিমঘাট
- গ্রেট হিমালয়ান (হিমাচলপ্রদেশ)
- কাঞ্চনজঙ্ঘা (সিকিম)
ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের তালিকা
ভারতের কোন জাতীয় অবস্থিত উদ্যান কোন রাজ্যে অবস্থিত তার তালিকা নিচে দেওয়া রইলো।
রাজ্য | জাতীয় উদ্যান | প্রতিষ্ঠা |
---|---|---|
আসাম | ডিব্রু-ছৈখোয়া জাতীয় উদ্যান | ১৯৯৯ |
আসাম | কাজিরাঙা জাতীয় উদ্যান | ১৯৭৪ |
আসাম | মানস জাতীয় উদ্যান | ১৯৯০ |
আসাম | নামেরি জাতীয় উদ্যান | ১৯৯৮ |
আসাম | ওরাং জাতীয় উদ্যান | ১৯৯৯ |
আসাম | রায়মোনা জাতীয় উদ্যান | ২০২১ |
আসাম | দিহিং পাটকাই জাতীয় উদ্যান | ২০২১ |
উত্তরাখণ্ড | গঙ্গোত্রী জাতীয় উদ্যান | ১৯৮৯ |
উত্তরাখণ্ড | জিম করবেট জাতীয় উদ্যান | ১৯৩৬ |
উত্তরাখণ্ড | গোবিন্দ পশু বিহার | ১৯৯০ |
উত্তরাখণ্ড | নন্দা দেবী জাতীয় উদ্যান | ১৯৮২ |
উত্তরাখণ্ড | রাজাজি জাতীয় উদ্যান | ১৯৮৩ |
উত্তরাখণ্ড | পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান | ১৯৮২ |
ওড়িশা | ভিতরকণিকা জাতীয় উদ্যান | ১৯৮৮ |
ওড়িশা | নন্দনকানন জাতীয় উদ্যান | ১৯৭৬ |
ওড়িশা | সিমলিপাল জাতীয় উদ্যান | ১৯৮০ |
কর্ণাটক | অংশী জাতীয় উদ্যান | ১৯৮৭ |
কর্ণাটক | বন্দীপুর জাতীয় উদ্যান | ১৯৭৪ |
কর্ণাটক | বান্নারঘাটা জাতীয় উদ্যান | ১৯৭৪ |
কর্ণাটক | কুদ্রেমুখ জাতীয় উদ্যান | ১৯৮৭ |
কর্ণাটক | রাজীব গান্ধী জাতীয় উদ্যান | ২০০৩ |
গুজরাট | ব্ল্যাকবাক জাতীয় উদ্যান, ভেলভাদার | ১৯৭৬ |
গুজরাট | বংশদা জাতীয় উদ্যান | ১৯৭৯ |
গুজরাট | গির জাতীয় উদ্যান | ১৯৭৫ |
গুজরাট | গালফ অফ কচ্ছ : মেরিন ন্যাশনাল পার্ক | ১৯৮০ |
ঝাড়খণ্ড | বেতলা জাতীয় উদ্যান | ১৯৮৬ |
পশ্চিমবঙ্গ | বক্সা জাতীয় উদ্যান | ১৯৯২ |
পশ্চিমবঙ্গ | গোরুমারা জাতীয় উদ্যান | ১৯৯৪ |
পশ্চিমবঙ্গ | নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান | ১৯৮৬ |
পশ্চিমবঙ্গ | জলদাপাড়া জাতীয় উদ্যান | ২০১২ |
পশ্চিমবঙ্গ | সিঙ্গালিলা জাতীয় উদ্যান | ১৯৯২ |
পশ্চিমবঙ্গ | সুন্দরবন জাতীয় উদ্যান | ১৯৮৪ |
মধ্যপ্রদেশ | কানহা টাইগার রিজার্ভ | ১৯৫৫ |
মধ্যপ্রদেশ | বান্ধবগড় জাতীয় উদ্যান | ১৯৮২ |
মধ্যপ্রদেশ | ফসিল জাতীয় উদ্যান | ১৯৮৩ |
মধ্যপ্রদেশ | মাধব জাতীয় উদ্যান | ১৯৫৯ |
মধ্যপ্রদেশ | পান্না জাতীয় উদ্যান | ১৯৭৩ |
মধ্যপ্রদেশ | পেঞ্চ জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশ | ১৯৭৫ |
মধ্যপ্রদেশ | সঞ্জয় জাতীয় উদ্যান | ১৯৮১ |
মধ্যপ্রদেশ | সাতপুরা জাতীয় উদ্যান | ১৯৮১ |
মধ্যপ্রদেশ | বনবিহার জাতীয় উদ্যান | ১৯৭৯ |
মেঘালয় | বালপাকরাম জাতীয় উদ্যান | ১৯৮৬ |
মেঘালয় | নকরেক জাতীয় উদ্যান | ১৯৮৬ |
রাজস্থান | মরুভূমি জাতীয় উদ্যান | ১৯৮০ |
রাজস্থান | কেওলাদেও জাতীয় উদ্যান | ১৯৮১ |
লাদাখ | হেমিস ন্যাশনাল পার্ক | ১৯৮১ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান | ১৯৯২ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | গ্যালাথিয়া জাতীয় উদ্যান | ১৯৯২ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক | ১৯৮৩ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | মিডল বাটন দ্বীপ জাতীয় উদ্যান | ১৯৮৭ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | মাউন্ট হারিয়্যাট জাতীয় উদ্যান | ১৯৮৭ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | উত্তর বাটন দ্বীপ জাতীয় উদ্যান | ১৯৮৭ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | রানী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান | ১৯৯৬ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | স্যাডল পিক জাতীয় উদ্যান | ১৯৮৭ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | দক্ষিণ বাটন দ্বীপ জাতীয় উদ্যান | ১৯৮৭ |
অন্ধ্র প্রদেশ | কাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান | ১৯৯৪ |
অন্ধ্র প্রদেশ | মহাবীর হরিনা বনাস্থলি জাতীয় উদ্যান | ১৯৯৪ |
অন্ধ্র প্রদেশ | মৃগবনী জাতীয় উদ্যান | ১৯৯৪ |
অন্ধ্র প্রদেশ | শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান | ১৯৮৯ |
অরুণাচল প্রদেশ | মৌলিং জাতীয় উদ্যান | ১৯৮৬ |
অরুণাচল প্রদেশ | নামদাফা জাতীয় উদ্যান | ১৯৮৩ |
বিহার | বাল্মীকি জাতীয় উদ্যান | ১৯৮৯ |
ছত্তিসগড় | ইন্দ্রাবতী জাতীয় উদ্যান | ১৯৮১ |
ছত্তিসগড় | কাঞ্জার ঘাটি জাতীয় উদ্যান (কঙ্গার ভ্যালি) | ১৯৮২ |
ছত্তিসগড় | সঞ্জয় জাতীয় উদ্যান | ১৯৮১ |
গোয়া | মোল্লেম জাতীয় উদ্যান | ১৯৭৮ |
হরিয়ানা | কালেসার জাতীয় উদ্যান | ২০০৩ |
হরিয়ানা | সুলতানপুর জাতীয় উদ্যান | ১৯৮৯ |
হিমাচল প্রদেশ | গ্রেট হিমালয় জাতীয় উদ্যান | ১৯৮৪ |
হিমাচল প্রদেশ | পিন ভ্যালি জাতীয় উদ্যান | ১৯৮৭ |
জম্মু ও কাশ্মীর | দচিগাম জাতীয় উদ্যান | ১৯৮১ |
জম্মু ও কাশ্মীর | কিস্তওয়ার জাতীয় উদ্যান | ১৯৮১ |
জম্মু ও কাশ্মীর | সেলিম আলী জাতীয় উদ্যান | ১৯৮১ |
কর্নাটক | নগরহোল জাতীয় উদ্যান | ১৯৮৮ |
কেরালা | ইরাভিকুলাম জাতীয় উদ্যান | ১৯৭৮ |
কেরালা | মথিকেটান শোলা জাতীয় উদ্যান | ২০০৩ |
কেরালা | পেরিয়ার জাতীয় উদ্যান | ১৯৮২ |
কেরালা | সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান | ১৯৮৪ |
মহারাষ্ট্র | চান্দলি জাতীয় উদ্যান | ২০০৪ |
মহারাষ্ট্র | গুগামাল জাতীয় উদ্যান | ১৯৮৭ |
মহারাষ্ট্র | নাভেগাঁও জাতীয় উদ্যান | ১৯৭৫ |
মহারাষ্ট্র | পেঞ্চ জাতীয় উদ্যান | ১৯৭৫ |
মহারাষ্ট্র | সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান | ১৯৮৩ |
মহারাষ্ট্র | তাডোবা জাতীয় উদ্যান | ১৯৫৫ |
মণিপুর | কেইবুল লামজাও জাতীয় উদ্যান | ১৯৭৭ |
মণিপুর | সিরোহি জাতীয় উদ্যান | ১৯৮২ |
মিজোরাম | মুরলেন জাতীয় উদ্যান | ১৯৯১ |
মিজোরাম | ফাওংপুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান | ১৯৯৭ |
নাগাল্যান্ড | ইনতানকি জাতীয় উদ্যান | ১৯৯৩ |
রাজস্থান | সরিস্কা টাইগার রিজার্ভ | ১৯৫৫ |
রাজস্থান | মাউন্ট আবু বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৬০ |
রাজস্থান | রণথম্বোর জাতীয় উদ্যান | ১৯৮০ |
সিকিম | কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান | ১৯৭৭ |
তামিলনাড়ু | মুদুমালাই জাতীয় উদ্যান | ১৯৪০ |
তামিলনাড়ু | গিন্ডি জাতীয় উদ্যান | ১৯৭৬ |
তামিলনাড়ু | মান্নার উপসাগর মেরিন জাতীয় উদ্যান | ১৯৮০ |
তামিলনাড়ু | আনামালাই টাইগার রিজার্ভ | ১৯৮৯ |
তামিলনাড়ু | মুকুরথি জাতীয় উদ্যান | ১৯৯০ |
উত্তর প্রদেশ | দুধওয়া জাতীয় উদ্যান | ১৯৭৭ |
এই নোটটির পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে ।
Download Section :
- File Name : ভারতের জাতীয় উদ্যান – বাংলা কুইজ
- File Size : 2 MB
- No of Pages : 07
- Format : PDF
- Language : Bengali
- Subject : Indian Geography
আরো দেখে নাও :
- ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ ( PDF )
- বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফি
- ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব (PDF সহ)
- ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সমূহ ( PDF )
- গুরুত্বপূর্ণ স্থানীয় বায়ু
- গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা | Important International Boundaries
- ভারতের কিছু গুরুত্বপূর্ণ বাঁধ ( PDF )
- ভারতের বিখ্যাত স্টেডিয়াম
- গুরুত্বপূর্ণ নদ-নদী ( PDF )
To check our latest Posts - Click Here