General Knowledge Notes in BengaliNotes

বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেন্যু তালিকা | Venue of Important International Games

Venue of Important International Games

বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেন্যু  তালিকা 

বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেন্যু নিয়ে । যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । আগত বিভিন্ন খেলার স্থান তালিকা। কোন খেলা কোথায় অনুষ্ঠিত হবে তার একটি সম্যক ধারণা আজকের এই আর্টিকেলে তোমরা পেয়ে যাবে। মাঝে মধ্যে এই টপিকটি থেকে প্রশ্ন এসেই থাকে । যেমন ২০২৪ সালে অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে ? বা ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ ? প্রভৃতি ।

গ্রীষ্মকালীন অলিম্পিক ভেন্যু

  • ২০১৬ ব্রাজিল ( রিও দি জেনেইরো)
  • ২০২০ জাপান ( টোকিও )**
  • ২০২৪ ফ্রান্স ( প্যারিস )
  • ২০২৮ লস এঞ্জেলস ( আমেরিকা )
  • ২০৩২ ব্রিসবেন ( অস্ট্রেলিয়া )
  • ২০৩৬ ভারত

শীতকালীন অলিম্পিক ভেন্যু

  • ২০১৪ রাশিয়া ( সোচি )
  • ২০১৮ দক্ষিণ কোরিয়া ( পিয়ংচ্যাঙ )
  • ২০২২ চীন ( বেইজিং )
  • ২০২৬ মিলান ও কর্তিনা, ইতালি

ICC ক্রিকেট বিশ্বকাপ ভেন্যু

  • ২০১৫ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
  • ২০১৯ ইংল্যান্ড ( ওয়েলস )
  • ২০২৩ ভারত
  • ২০২৭ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া

ICC T20 বিশ্বকাপ ভেন্যু

  • ২০১৬ ভারত
  • ২০২০ অস্ট্রেলিয়া
  • ২০২১ সংযুক্ত আরব আমিরাত
  • ২০২২ অস্ট্রেলিয়া
  • ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ
  • ২০২৬ ভারত ও শ্রীলঙ্কা
  • ২০২৮ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
  • ২০৩০ ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড

ICC মহিলা বিশ্বকাপ ভেন্যু

  • ২০১৭ ইংল্যান্ড
  • ২০২১ নিউজিল্যান্ড

ICC T20 মহিলা বিশ্বকাপ ভেন্যু

  • ২০১৬ ভারত
  • ২০২০ অস্ট্রেলিয়া

হকি বিশ্বকাপ ভেন্যু

  • ২০১৮ ভারত ( ভুবনেশ্বর )

FIFA বিশ্বকাপ ভেন্যু

  • ২০১৮ রাশিয়া
  • ২০২২ কাতার
  • ২০২৬ কানাডা, মেক্সিকো, আমেরিকা

FIFA মহিলাদের বিশ্বকাপ ভেন্যু

  • ২০১৯ ফ্রান্স

কমনওয়েলথ গেমস ভেন্যু

  • ২০১৮ অস্ট্রেলিয়া ( গোল্ডকোস্ট)
  • ২০২২ ইংল্যান্ড ( বার্মিংহাম)

এশিয়ান গেমস ভেন্যু

  • ২০১৮ ইন্দোনেশিয়া (জাকার্তা )
  • ২০২২ চীন (হাঙজু )
  • ২০২৬ জাপান (নাগোয়া)
  • ২০৩০ কাতার (দোহা )
  • ২০৩৪ সৌদি আরব (রিয়াধ )

যুব অলিম্পিক গেমস ভেন্যু

  • ২০২০ লুসানে, সুইজারল্যান্ড
  • ২০২৪ গাঙ্গন, দক্ষিণ কোরিয়া
  • ২০২৮ ডাকার, সেনেগাল

আরো দেখে নাও :

কিছু প্রশ্ন ও উত্তর

২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে?

২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে কানাডা, মেক্সিকো ও আমেরিকাতে।

২০৩০ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে?

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করার ইচ্ছা পোষণ করেছে উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও চিলি। তবে শেষ পর্যন্ত কোন দেশ তার সুযোগ পাবে সেটি এখনো জানা যায়নি।

২০২৭ ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে ?

আফ্রিকার তিনটি দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথ ভাবে আয়োজন করবে ।

পরবর্তী ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে?

পরবর্তী ক্রিকেট বিশ্বকাপ হবে ২০২৩ সালে ভারতে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button