Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৪৮ । Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 248

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৪৮

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।
Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here
এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৩৯৭১. পূর্ব–মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(A) জয়পুর
(B) জব্বলপুর
(C) কোলকাতা
(D) হাজীপুর

উত্তর :
(D) হাজীপুর

দেখে নাও প্রশ্নোত্তরে ভারতীয় রেল – Click Here  ( রেলের যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ) 


৩৯৭২. সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না। কারন কী?

(A) অনুনাদ
(B) পর্যায়বৃত্ত বল
(C) তীক্ষ্ণতা
(D) জায়গা কম বলে 

উত্তর :
(A) অনুনাদ

ব্রিজের উপর সৈন্যরা যদি মার্চ করে যেতে থাকে, তাদের পা ফেলার কম্পাঙ্ক সমান হয়। তাদের পা ফেলার তালে ব্রিজটি কাঁপতে থাকে। যেহেতু একই কম্পাঙ্কে একই সাথে একাধিক বস্তু কাঁপতে থাকে, ব্রিজটিতে অনুনাদের সৃষ্টি হয় এবং ব্রিজটি সর্বোচ্চ বিস্তারে কাঁপতে থাকে। ফলস্বরূপ ব্রিজে ফাটল ধরতে পারে এমনকি ব্রিজটি ভেঙ্গেও যেতে পারে। এজন্য ব্রিজের উপর দিয়ে সৈন্যদলকে মার্চ না করে এলোমেলো ভাবে পা ফেলে যেতে বলা হয়।

১৮৫০ সালের ১৬ই এপ্রিল ফ্রান্সের অ্যাংগারস ব্রিজের উপর এক ব্যাটালিয়ন সৈন্য মার্চ করে যাওয়ার সময় ব্রিজটি ভেঙ্গে পড়ে, যার ফলে প্রায় ২০০ সৈন্য মারা যায়। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পিছনে অনুনাদ দায়ী ছিল।


৩৯৭৩. নীলনদের উৎস হলো 

(A) আন্দিজ পর্বত
(B) তিব্বতীয় মালভুমি
(C) লোহিত সাগর
(D) ভিক্টোরিয়া হ্রদ

উত্তর :
(D) ভিক্টোরিয়া হ্রদ

নীলনদ আফ্রিকা মহাদেশের একটি নদ। এটি বিশ্বের দীর্ঘতম নদ। এর দুইটি উপনদ রয়েছে, শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ। এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতর। নীলনদ উগান্ডার ভিক্টোরিয়া লেক থেকে উত্পন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে ( যদিও নীলাভ নীল নদ-এর উৎস আলাদা ) ।


৩৯৭৪. পলাশীর যুদ্ধ হয়েছিল 

(A) ২৩ মার্চ, ১৭৫৭ সালে
(B) ২৩ এপ্রিল, ১৭৫৭ সালে
(C) ২৩ মে, ১৭৫৭ সালে
(D) ২৩ জুন, ১৭৫৭ সালে

উত্তর :
(D) ২৩ জুন, ১৭৫৭ সালে

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ১৭৫৭ সালের জুন ২৩ তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়।


৩৯৭৫.  শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন ?

(A) কেশব ভারতী
(B) কবীর
(C) ঈশ্বরপুরী
(D) উপগুপ্ত 

উত্তর :
(C) ঈশ্বরপুরী

গয়াতে নিজ বাবার পিন্ডদান দিতে গিয়েছিলেন  শ্রী চৈতন্যদেব। সেখানে তিনি ঈশ্বরপুরী কাছে দীক্ষা নিয়েছিলেন।


৩৯৭৬. কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়?

(A) ১৯৫২ সাল
(B) ১৯৫৩ সাল
(C) ১৯৫৪ সাল
(D) ১৯৫৫ সাল

উত্তর :
(C) ১৯৫৪ সাল

ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৫৪ সালে। ১৯৫৪ সালে রাজনীতিবিদ চক্রবর্তী রাজাগোপালাচারী, দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন ও বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন ভারতরত্ন সম্মান পান।

আরো দেখে নাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কারের সূচনাকাল একত্রে – Click Here


৩৯৭৭. একাদশ শতাব্দীর সংস্কৃত কবি জয়দেব রচনাগুলি ভারতের নিম্নলিখিত নৃত্যের মধ্যে কোনটির ভিত্তি হয়ে উঠেছে?

(A) ওড়িশি
(B) ভারতনাট্যম
(C) কত্থক
(D) মণিপুরী

উত্তর :
(A) ওড়িশি

ওড়িশি সংস্কৃতিতে তিনটি ঘরানার উপস্থিতি লক্ষিত হয়: মহারি, নর্তকী ও গোতিপুয়া। ওড়িশার মন্দিরগুলিতে দেবদাসীদের মহারি নামে অভিহিত করা হত। শব্দটির উৎস মহা ও নারী শব্দদ্বয়; দুয়ে মিলে মহারি বা নির্বাচিত কথাটি এসেছে। এই দেবদাসীরা মূলত পুরীর জগন্নাথ মন্দিরের নর্তকী ছিলেন। প্রাচীন মহারিগণ মন্ত্র ও শ্লোকের ভিত্তিতে নৃত্য (বিশুদ্ধ নৃত্য) ও অভিনয় (কাব্যপাঠ) উপস্থাপনা করতেন। পরবর্তীকালের মহারিগণ জয়দেব রচিত গীতগোবিন্দম্ কাব্যের গীতিকবিতাগুলির সঙ্গতে নৃত্য উপস্থাপনা শুরু করেন। ভিতরি গৌণী মহারি-রা মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করতে পারেন। কিন্তু বাহারি গৌণী মহারি-রা মন্দিরে প্রবেশ করতে পারলেও গর্ভগৃহে তাদের প্রবেশাধিকার নেই। (উৎস – উইকিপিডিয়া )


৩৯৭৮.  হুভার পুরস্কার ( Hoover Prize) অর্জনকারী প্রথম ভারতীয় কে?

(A) অটল বিহারী বাজপেয়ী
(B) এপিজে আবদুল কালাম
(C) মন মোহন সিং
(D) সোনিয়া গান্ধী

উত্তর :
(B) এপিজে আবদুল কালাম

আমেরিকা থেকে প্রদত্ত এই পুরস্কারটি ২০০৮ সালে পান এপিজে আবদুল কালাম । তিনিই প্রথম ভারতীয় যিনি এই পুরস্কার পেয়েছিলেন ।


৩৯৭৯. কোকাবুররাস (Kookaburras ) নিচের কোন দেশের হকি দলের ডাক নাম?

(A) ভারত
(B) অস্ট্রেলিয়া
(C) মার্কিন যুক্তরাষ্ট্র
(D) চীন

উত্তর :
(B) অস্ট্রেলিয়া

কোকাবুররা হলো অস্ট্রেলিয়ার একধরণের মাছরাঙা। অস্ট্রেলিয়ার হকি দলের ডাকনাম এই মাছরাঙার নামের ওপরে রাখা হয়েছে।


৩৯৮০. নিম্নলিখিত কার বেতন করমুক্ত ?
i. রাষ্ট্রপতি
ii. প্রধানমন্ত্রী
iii. মুখ্যমন্ত্রী

(A) শুধুমাত্র i
(B) i এবং ii
(C)  ii এবং  iii
(D) উপরোক্ত সবার 

উত্তর :
(A) শুধুমাত্র i

“The President’s (Emoluments) and Pension Act, 1951”  অনুসারে ভারতের রাষ্ট্রপতির বেতন করমুক্ত।


আরো দেখুন : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button