সাধারণ জ্ঞান MCQ – সেট ২৪৭ । Daily General Awareness | Bengali
Daily General Awareness Practice Set - 247
সাধারণ জ্ঞান MCQ – সেট ২৪৭
সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :
৩৯৬১. ১ ন্যানোমিটার =?
(A) ১০ Å
(B) ১০০ Â
(C) ০.০১ mm
(D) ১ m
১ ন্যানোমিটার = ১০-৯ মিটার
১ Å = ১০-১০ মিটার
সুতরাং ১ ন্যানোমিটার = ১০-৯ মিটার = ১০ Å
৩৯৬২. ‘E-Commerce’, ‘E-Learning’ শব্দে, E- অক্ষরটি কোন শব্দকে বোঝায়?
(A) Electronic
(B) Essential
(C) Enternet
(D) Entertainment
৩৯৬৩. নেতাজী সুভাষচন্দ্র বসুর দ্বারা জার্মানিতে শুরু করা রেডিও স্টেশনের নাম কী ছিল ?
(A) আজাদ ভারত রেডিও
(B) আজাদ হিন্দ রেডিও
(C) জয় হিন্দ রেডিও
(D) আজাদী রেডিও
১৯৪২ সালে জার্মানিতে নেতাজি এই রেডিও স্টেশনটি শুরু করেছিলেন ।
৩৯৬৪. Bromatology বলতে বোঝায়-
(A) ফুল নিয়ে পড়াশোনা
(B) খাদ্য নিয়ে পড়াশোনা
(C) মহামারী নিয়ে পড়াশোনা
(D) রোগ নিয়ে পড়াশোনা
৩৯৬৫. আন্তর্জাতিক একদিবসীয় ক্রিকেটে অর্ধশত রান করা কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার কে?
(A) শচিন টেন্ডুলকার
(B) ঋষভ পান্থ
(C) শেফালী বার্মা
(D) হারমানপ্রীত কৌর
৩৯৬৬. কোন হারে, ভারতীয় রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে ঋণ নেয় ?
(A) Bank Rate
(B) Repo Rate
(C) Reverse Repo Rate
(D) Statutory Liquidity Rate
RBI যে হারে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে অর্থ ধার নেয় তাকে Reverse Repo Rate বলে ।
৩৯৬৭. নিন্মলিখিত কোন ভারতীয় রাজ্যের কোনো প্রতিবেশী দেশের সাথে আন্তর্জাতিক সীমানা নেই?
(A) বিহার
(B) ত্রিপুরা
(C) মেঘালয়
(D) ছত্তিসগড়
- বিহার – নেপালের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে
- ত্রিপুরা – বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে
- মেঘালয় – বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে
৩৯৬৮. একটি Water Polo দলে কতজন খেলোয়াড় থাকে?
(A) ৭
(B) ৯
(C) ৫
(D) ১০
দেখে নাও কোন খেলায় প্রতিদলে কজন খেলোয়াড় থাকে – Click Here
৩৯৬৯. ধোয়ী কোন রাজার সভাকবি ছিলেন?
(A) লক্ষ্মণ সেন
(B) প্রথম দেবপাল
(C) শশাঙ্ক
(D) বিজয় সেন
ধোয়ী দ্বাদশ শতকের সংস্কৃত ভাষার বাঙালি কবিদের মধ্যে অন্যতম। তিনি লক্ষ্মণ সেনের রাজসভায় পঞ্চরত্নের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি মুলত সংস্কৃত ভাষায় কাব্য রচনা করতেন। লক্ষ্মণ সেনের পঞ্চরত্নের মধ্যে বাকি চারজন হলেন জয়দেব, শরণ, উমাপতিধর ও গোবর্ধন আচার্য।
৩৯৭০. সমস্ত অ্যাসিড গুলির মধ্যে নিন্মের কোন মৌলটি উপস্থিত থাকে ?
(A) হাইড্রোজেন
(B) সালফার
(C) অক্সিজেন
(D) নাইট্রোজেন
যে যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে এবং ঐ প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে ধাতু বা যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করা যায় এবং যা ক্ষারকের সাথে প্রশমন বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাকে অম্ল বা অ্যাসিড (Acid) বলে। অ্যাসিড শব্দটির উৎপত্তি অ্যাসিডাস (Acidus) কিংবা এসিয়ার হতে; যার অর্থ টক। টক স্বাদযুক্ত সব বস্তুর মধ্যে অ্যাসিড থাকে।
আরো দেখুন :
- সাধারণ জ্ঞান MCQ – সেট ২৪৬ । Daily General Awareness | Bengali
- Mock Test No 43 | General Knowledge | সাধারণ জ্ঞান টেস্ট | RRB Special
- ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )
- ৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )
- বাংলা কুইজ -সেট ১৩৬ – ১০টি তথ্য যা আপনি জানেন না বা সম্ভবত ভুল জানেন
- গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা | Important International Boundaries
- Monthly Current Affairs । May 2020 | সাম্প্রতিকী – মে মাস – ২০২০
To check our latest Posts - Click Here