Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৪৫ । Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 245

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৪৫

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।
Bangla General Knowledge Question and Answer – All Set Together – Click Here
এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৩৯৪১. নিম্নের কোনটি কার্বনের একটি যৌগ নয় ?

(A) সিনাবার
(B) অ্যাসিটিক এসিড
(C) ক্লোরোফর্ম
(D) মিথেন 

উত্তর :
(A) সিনাবার

  • সিনাবার – HgS
  • অ্যাসিটিক এসিড – CH3COOH
  • ক্লোরোফর্ম – CHCl3
  • মিথেন – CH4

৩৯৪২. রাজবাড়ি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

(A) ওড়িশা
(B) ত্রিপুরা
(C) পশ্চিমবঙ্গ
(D) আসাম 

উত্তর :
(B) ত্রিপুরা

রাজবাড়ি জাতীয় উদ্যান (Rajbari National Park) ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত একটি জাতীয় উদ্যান। এটি ৩১.৬৩ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত।


৩৯৪৩. সম্রাট অশোকের বৌদ্ধধর্মে দীক্ষা নেওয়ার ঘটনা কোন শিলালিপি থেকে জানতে পাওয়া যায় ?

(A) মাস্কি
(B) ভাবরু
(C) কলিঙ্গ
(D) বারাবার 

উত্তর :
(B) ভাবরু

ভাবরু শিলালিপিতে অশোক লিখেছিলেন “বুদ্ধ, ধর্ম (এবং) সংঘের প্রতি আমার শ্রদ্ধা ও বিশ্বাস রয়েছে (great is my reverence and faith in the Buddha, the Dharma (and) the Samgha)” । এছাড়াও বৌদ্ধ ভিক্ষুদের কোন কোন বৌদ্ধ গ্রন্থ অধ্যয়ন করা উচিত তার তালিকা এই লিপিতে উল্লেখ করেছিলেন ।


৩৯৪৪. নিম্নের কোনটি কোনো লেন্সের ক্ষমতা ( Power ) এর মান ?

(A) ফোকাস দূরত্ব
(B) ফোকাস দূরত্ব -এর অন্যনক
(C) ফোকাস দূরত্ব -এর অর্ধেক
(D) ফোকাস দূরত্ব -এর দ্বিগুন 

উত্তর :
(B) ফোকাস দূরত্ব -এর অন্যনক

কোন লেন্সের অভিসারী(উত্তল লেন্সের ক্ষেত্রে) বা অপসারী(অবতল লেন্সের ক্ষেত্রে) করার সামর্থকে ক্ষমতা বলে। কোন লেন্সের ফোকাস দূরত্ব f হলে লেন্সের ক্ষমতা,P=1/f .

লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার (D)| উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ধনাত্মক, তাই ক্ষমতাও ধনাত্মক অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ঋণাত্মক, তাই ক্ষমতাও ঋণাত্মক


৩৯৪৫. “The World Beneath His Feat” – বইটি কার আত্মজীবনী ?

(A) পুল্লেলা গোপীচাঁদ
(B) নবাব পাতৌদি
(C) অজিত ওয়াদেকার
(D) শচীন টেন্ডুলকার 

উত্তর :
(A) পুল্লেলা গোপীচাঁদ

পুল্লেলা গোপীচাঁদ হলেন ভারতের এক কিংবদন্তী ব্যান্ডমিন্টর খেলোয়াড়। বর্তমানে তিনি ভারতের ব্যাডমিন্টনের মুখ্য জাতীয় কোচ ।


৩৯৪৬. ভারতের সরকার কোন বছর সরকারিয়া কমিশন গঠন করেন কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের উন্নতি করার লক্ষ্যে ?

(A) ১৯৮০
(B) ১৯৮৩
(C) ১৯৮৬
(D) ১৯৯২

উত্তর :
(B) ১৯৮৩

ভারত সরকার ১৯৮৩ খ্রিস্টাব্দে সরকারিয়া কমিশন গঠন করেছিলেন। কমিশনটির নামকরণ করা হয়েছিল ভারতের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রনজিৎ সিং সরকারিয়া (কমিশনের চেয়ারম্যান) -এর নামে যিনি এই কমিশনের প্রধান ছিলেন ।


৩৯৪৭. একমাত্র ধাতু কোনটি যেটি আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল ?

(A) সোডিয়াম
(B) লিথিয়াম
(C) টাইটেনিয়াম
(D) পারদ 

উত্তর :
(D) পারদ

পারদ একটি মৌলিক পদার্থ যার প্রতীক Hg পারমাণবিক সংখ্যা ৮০। এটি একটি ভারী d-ব্লক মৌল এবং একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে।


৩৯৪৮. চিন্নায়া, পন্নিয়া, শিবানন্দম এবং বদিভেলু ভারতের নিম্নলিখিত কোন নৃত্যের সাথে সম্পর্কিত ?

(A) কথাকলি
(B) ভারতনাট্যম
(C) মোহিনীঅট্টম
(D) কুচিপুডি

উত্তর :
(B) ভারতনাট্যম

৩৯৪৯. নিম্নলিখিত কোন রোগে স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয় ?

(A) টিটেনাস
(B) পোলিও
(C) হুপিং কফ্
(D) ডিপথেরিয়া 

উত্তর :
(B) পোলিও

পোলিওমাইলিটিজ এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ। সচরাচর এটি পোলিও নামেই সর্বাধিক পরিচিত। এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি এ ধরনের ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হন। এ রোগে আক্রান্ত ব্যক্তি সাময়িক কিংবা স্থায়ীভাবে শারীরিক ক্ষতির সম্মুখীন হন ও তার অঙ্গ অবশ বা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়ে। এ ভাইরাসটি মানবদেহের স্নায়ুতন্ত্রে প্রবেশ করে ও মাংসপেশীকে নিয়ন্ত্রণকারী স্নায়ুকোষকে আক্রান্ত করে। এরফলে ব্যক্তির শরীর পক্ষাঘাতে আক্রান্ত হয়।


৩৯৫০. কৃষি কর্মন পুরস্কার দেওয়া হয় 

(A) রাজ্যকে
(B) জেলার কৃষি বোর্ডকে
(C) পঞ্চায়েতকে
(D) কৃষিক্ষেত্রে যুক্ত কোনো ব্যক্তিকে 

উত্তর :
(A) রাজ্যকে

রাজ্যগুলিকে কৃষি উৎপাদনে উৎসাহিত করতে প্রতি বছর কেন্দ্রীয় সরকারের তরফে কৃষি কর্মণ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য প্রায় ২ কোটি টাকা। উল্লেখ্য যে ২০১৯ সহ টানা ছয় বার এই পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ ।


আরো দেখুন : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button