সাহিত্যGeneral Knowledge Notes in Bengali

বিভিন্ন লেখক ও কবির ছদ্মনাম । Pseudonym of famous Bengali Writers

Pseudonym of famous Bengali Writers

বিভিন্ন লেখক ও কবির ছদ্মনাম

নিচে ছকের সাহায্যে সুন্দর করে দেওয়া রইলো বাংলা সাহিত্যের বিভিন্ন লেখক, কবি ও ব্যক্তিত্বের ছদ্মনাম। বিভিন্ন প্রতিযোগিতামূল পরীক্ষা ( বিশেষ করে WBPSC Miscellaneous ) এবং কুইজ প্রতিযোগিতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক – বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনাম । বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনামের তালিকা দেওয়া রইলো । এই টপিক থেকে পরীক্ষাগুলিতে বিভিন্ন ধরণের প্রশ্ন এসে থাকে, যেমন – কাকাবাবু কার ছদ্মনাম ? ভিমরুল কার ছদ্মনাম ? বখযত কব লখক ও সহতযক । ধুমকেতু কার ছদ্মনামবেদুইন কার ছদ্মনাম

বিভিন্ন সাহিত্যিকের ছদ্ম নামের তালিকা

কবি-সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম pdf টি ডাউনলোড অপসন এই পোস্টের নিচে পেয়ে যাবে ।

লেখক / কবি / ব্যক্তিত্বছদ্মনাম
বিদ্যাসাগরকস্যচিৎ উপযুক্ত, ভাইপোস্য
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কমলাকান্ত, দর্পনারায়ণ পতিতুন্ড
সত্যেন্দ্রনাথ দত্তনবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়অনিলা দেবী, শ্রীকান্ত শর্মা
শরৎচন্দ্র পণ্ডিতদাদাঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুরআন্নাকালী পাকড়াশী, ভানুসিংহ, দিকশূন্য ভট্টাচার্য্য, অপ্রকটচন্দ্র, ভাস্কর
মধুসূদন দত্ততিমােথি পেন পােয়েম
প্যারীচাঁদ মিত্রটেকচাঁদ ঠাকুর
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রবীরূপাক্ষ
সৈয়দ মুজতবা আলিসত্যপীর, ওমর খৈয়াম
বলাইচাদ মুখােপাধ্যায়বনফুল
দীপ্তেন্দ্রনাথ সান্যালনীলকণ্ঠ
বিনয় মুখােপাধ্যায়যাযাবর
নারায়ণ সান্যালবিকর্ণ
প্রমথ নাথ বিশীপ্র. না, বি,
কালীপ্রসন্ন সিংহহুতােম পেঁচা, শ্ৰীযুক্ত মুলুকৰ্চাদ শর্মা
সমরেশ বসুকালকূট, ভ্রমর
মণিশংকর মুখােপাধ্যায়শংকর
বিনয় ঘােষকালপেঁচা
ভবানী সেনগুপ্তচানক্য সেন
নারায়ণ গঙ্গোপাধ্যায়সুনন্দ
গৌরকিশাের ঘােষরুপদর্শী
মণীশ ঘটকযুবনাশ্ব
মােহিতলাল মজুমদারসত্যসুন্দর দাস
কালিকানন্দ মুখােপাধ্যায়অবধূত
নীহাররঞ্জন গুপ্তবাণভট্ট
বিমল ঘোষমৌমাছি
সুজিত নাগদিলদার
মহেন্দ্রনাথ গুপ্তশ্ৰীম
প্রাণতােষ ঘটকউদয়ভানু
সুনীল গঙ্গোপাধ্যায়নীললােহিত
নিখিল সরকারশ্রীপান্থ
তরুণ রায়ধনঞ্জয় বৈরাগী
হরিপদ ঘােষনচিকেতা ঘােষ
মধুসূদন মজুমদারদৃষ্টিহীন
ভবানী মজুমদারঅভয়ঙ্কর
অখিল নিয়ােগীস্বপনবুড়াে
ললিত মুখােপাধ্যায়বিজ্ঞান ভিক্ষু
পূর্ণেন্দু পত্রীসমুদ্রগুপ্ত
প্রমথ চৌধুরীবীরবল
অমিতাভ চৌধুরীনিরপেক্ষ, চাণক্য
প্রফুল্ল চন্দ্র লাহিড়ীকাফি খাঁ
অশােক গুপ্তবিক্রমাদিত্য
বীরেন ঘােষশঙ্কু মহারাজ
দেবেশ রায়বেদুইন
সুবােধ ঘােষসুপান্থ
ডিরােজিওজুভেনিস
চারুচন্দ্র চক্রবর্তীজরাসন্ধ
মহাশ্বেতা দেবীসুমিত্রা দেবী
মুজফফর আহমেদদ্বৈপায়ন
শক্তি চট্টোপাধ্যায়রূপচাঁদ পক্ষী, অভিনব গুপ্ত
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়চন্দ্রহাস
সতীনাথ ভাদুড়ীচিত্রগুপ্ত
সত্যেন্দ্রনাথ দত্তকলমগীর
চারুচন্দ্র ভট্টাচার্যসুত্রধর
রমাপদ চৌধুরীপত্ৰনবিশ
অজয় বসুসব্যসাচী
অমৃতলাল বসুভাঁড়ুদত্ত
সুভাষচন্দ্র বসুমহঃ জিয়াউদ্দিন
সুধীন্দ্রনাথ রাহাসব্যসাচী
অবনীন্দ্রনাথ ঠাকুররসুন আলি
কাজী নজরুল ইসলামব্যাঙাচি
দীনবন্ধু মিত্রসি এফ অ্যান্ড্রু
বি. আর. আম্বেদকরচিত্র ভানু
গিরিশ ঘােষসেবক
রাসবিহারী বসুপি এন ঠাকুর
শঙ্খ ঘােষকুম্ভক
রাজশেখর বসুপরশুরাম
কালিদাস রায়বেতালভট্ট
ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ষড়ানন
সচ্চিদানন্দ সরকারনিগূঢ়ানন্দ
রবীন্দ্রনাথ মৈত্রদিবাকর শর্মা
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়রসিমােল্লা
প্রবােধ চন্দ্র বসুপ্রবুদ্ধ
শঙ্কর চট্টোপাধ্যায়জনমেজয়
বিমল করঅভিনন্দ
চিত্ত ঘােষালচিরঞ্জীব
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়র. ল. ব.
অন্নদাশঙ্কর রায়লীলাময় রায়
অশােক গুপ্তবিক্রমাদিত্য
তারাপদ রায়গ্রন্থকীট, নক্ষত্র রায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়হাবু শর্মা
প্রেমেন্দ্র মিত্রকৃত্তিবাস ভদ্র
বিহারীলাল চট্টোপাধ্যায়নাদাপেটা হাঁদারাম
প্রভাত মুখোপাধ্যায়রাধামনি দেবী
অচিন্তকুমার সেনগুপ্তনীহারিকা দেবী
অজিত দত্তরৈবতক
সুবোধ ঘোষকালপুরুষ , সুপান্থ
জগদীশ ভট্টাচার্যকলেজ বয়
অক্ষয় দত্তঅনঙ্গমোহন
সন্তোষকুমার ঘোষউত্তমপুরুষ
পরিমল গোস্বামীএক কলমী
শক্তিপদ রাজগুরুপঞ্চমুখ
রাধারানী দেবীঅপরাজিতা দেবী
শরৎচন্দ্র মুখোপাধ্যায়ত্রিশঙ্কু
অরবিন্দ গুহইন্দ্রমিত্র
কবিতা সিংহসুলতানা চৌধুরী
আনন্দ বাগচিকলমচি , হর্ষবর্ধন
ললিত মুখোপাধ্যায়বিঞ্জানভিক্ষু
শৈলেশ দেবহুরূপী
ইন্দিরা দেবীসুকন্যা
মোহিতলাল মজুমদারসত্যসুন্দর দাস
রামমোহন রায়শিবপ্রসাদ রায়
প্রানতোষ ঘটকউদয় ভানু
সুকুমার রায়শ্যাম রায়
সুভাষ মুখোপাধ্যায়ঢোল গোবিন্দ
প্রেমাঙ্কুর আতর্থীমহাস্থবির
গজেন্দ্রকুমার মিত্রশ্রীঞ্জান দীপঙ্কর
প্রবীর গোস্বামীশ্রী পারাবত
তারকনাথ গঙ্গোপাধ্যায়সুনন্দ
বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনামের তালিকা

বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর –

যাযাবর কার ছদ্মনাম ?

সাহিত্যিক বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় -এর ছদ্মনাম যাযাবর ।

হুতুম পেঁচা কার ছদ্মনাম ?

কালীপ্রসন্ন সিংহ -এর ছদ্মনাম ।

বনফুল কার ছদ্মনাম?

বলাইচাঁদ মুখোপাধ্যায়।

নীললোহিত ছদ্মনামটি কার?

সুনীল গঙ্গোপাধ্যায়।

সুমিত্রা দেবী কার ছদ্ম নাম?

মহাশ্বেতা দেবী।

ব্যাঙাচি কার ছদ্মনাম?

কাজী নজরুল ইসলাম।

কালপেঁচা কার ছদ্মনাম?

বিনয় ঘোষ।


Download Section

  • File Name : বিভিন্ন লেখক ও কবির ছদ্মনাম
  • File Size : 357 KB
  • No. of Pages : 06
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Bengali Literature

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button