QuizQuiz

বাংলা কুইজ -সেট ১৩৬ – ১০টি তথ্য যা আপনি জানেন না বা সম্ভবত ভুল জানেন

10 Facts that you don't know or probably know it wrong

বাংলা কুইজ -সেট ১৩৬

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো ১০টি তথ্য যা আপনি জানেন না বা সম্ভবত আপনি ভুল জানেন । কমেন্টে জানান এর মধ্যে কতগুলি আপনি সঠিকভাবে জানতেন ।

১. “D-Day” শব্দটিতে D- এর অর্থ কী?

উত্তর :
Day

২. বাণিজ্যিক বিমানে “ব্ল্যাক বক্স” কোন রঙের হয়?

উত্তর :
Orange.(No it isn’t Black)

৩. “১০০ বছরের যুদ্ধ” কত বছর ধরে চলে ছিল?

উত্তর :
116 (1337-1453)

[ আরো দেখে নাওবাংলা কুইজ -সেট ১৩৫ – ক্রিকেটের ইতিহাস

৪. পৃথিবীর কোন দেশে সর্বাধিক পিরামিড আছে?

উত্তর :
Sudan (No it is not Egypt!)

৫. পুরুষদের প্রথম এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হয় ১৯৭৫ সালে, মহিলাদের ক্ষেত্রে এইধরনের বিশ্বকাপ কবে চালু হয়?

উত্তর :
1973.(Yes it Started before the Men’s World Cup)


৬. ইংরেজী সাহিত্য মোট কতগুলি অ্যালফাবেট আছে?

উত্তর :
1. (No it isn’t 26, 26 indicates the number of letters in English Alphabet)

[ আরো দেখে নাও : বাংলা কুইজ -সেট –  রামকৃষ্ণদেব স্পেশাল ] 

৭. রাশিয়ানরা কোন মাসে অক্টোবর বিপ্লবের বার্ষিকী পালন করেন?

উত্তর :
November.(They don’t celebrate it in October!)

৮. আমার যে ভিডিও দেখি তাতে দেখতে পাই ভিডিও – এর কোয়ালিটি ১০৮০P (1080P),  ৭২০P (720P) । এই P এর অর্থ কী?

উত্তর :
Progressive Scan. (Did you think it is Pixel?)

৯. গুগল সার্চ ইঞ্জিনে সর্বাধিক কতগুলি শব্দ ব্যাবহার করে সার্চ করা সম্ভব?

উত্তর :
32

[ আরো দেখে নাও : বাংলা কুইজ -সেট ১৩৩ ] 

১০. কোন বছর “টাইম ম্যাগাজিন” সকল জনগন কে টাইমস পারসন অফ দা ইয়ার ঘোষিত করে?

উত্তর :
2006. (Yes you were the Time’s Person of the Day in 2006, proud?)

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

4 Comments

Back to top button