বাংলা কুইজ -সেট ১৩৬
বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো ১০টি তথ্য যা আপনি জানেন না বা সম্ভবত আপনি ভুল জানেন । কমেন্টে জানান এর মধ্যে কতগুলি আপনি সঠিকভাবে জানতেন ।
১. “D-Day” শব্দটিতে D- এর অর্থ কী?
২. বাণিজ্যিক বিমানে “ব্ল্যাক বক্স” কোন রঙের হয়?
৩. “১০০ বছরের যুদ্ধ” কত বছর ধরে চলে ছিল?
[ আরো দেখে নাও : বাংলা কুইজ -সেট ১৩৫ – ক্রিকেটের ইতিহাস ]
৪. পৃথিবীর কোন দেশে সর্বাধিক পিরামিড আছে?
৫. পুরুষদের প্রথম এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হয় ১৯৭৫ সালে, মহিলাদের ক্ষেত্রে এইধরনের বিশ্বকাপ কবে চালু হয়?
৬. ইংরেজী সাহিত্য মোট কতগুলি অ্যালফাবেট আছে?
[ আরো দেখে নাও : বাংলা কুইজ -সেট – রামকৃষ্ণদেব স্পেশাল ]
৭. রাশিয়ানরা কোন মাসে অক্টোবর বিপ্লবের বার্ষিকী পালন করেন?
৮. আমার যে ভিডিও দেখি তাতে দেখতে পাই ভিডিও – এর কোয়ালিটি ১০৮০P (1080P), ৭২০P (720P) । এই P এর অর্থ কী?
৯. গুগল সার্চ ইঞ্জিনে সর্বাধিক কতগুলি শব্দ ব্যাবহার করে সার্চ করা সম্ভব?
[ আরো দেখে নাও : বাংলা কুইজ -সেট ১৩৩ ]
১০. কোন বছর “টাইম ম্যাগাজিন” সকল জনগন কে টাইমস পারসন অফ দা ইয়ার ঘোষিত করে?
To check our latest Posts - Click Here
2, 4,5 জানতাম
Good
7 ta jantam bangla quiz er telegram group er soujonye…
7ta jantam!
Khub sundar facts-gulo!