Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৪০ । Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 240

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৪০

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।
এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৩৮৯১. সুরয়া উৎসব (Soorya Festival )  নিম্নলিখিত কোন শহরটির  সাথে সম্পর্কিত?

(A) জয়পুর

(B) তিরুবনন্তপুরম
(C) চেন্নাই
(D) হায়দ্রাবাদ

উত্তর :
(B) তিরুবনন্তপুরম

সুরয়া স্টেজ অ্যান্ড ফিল্ম সোসাইটি আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সুরয়া বা  সূর্য উৎসব। একশো দিনেরও বেশি সময় ধরে প্রতিবছ এই উৎসবটি কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হয়।  নটরাজ কৃষ্ণমূর্তি, যিনি সুরয়া কৃষ্ণমূর্তি নামে খ্যাত, তিনি সুরয়া স্টেজ অ্যান্ড ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা। কৃষ্ণমূর্তি ইসরোর  (ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা) বিজ্ঞানী ছিলেন।


৩৮৯২. দিব্যেন্দু বড়ুয়া নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত?

(A) দাবা
(B) ব্যাড্মিন্টন
(C) বাস্কেটবল
(D) হকি

উত্তর :
(A) দাবা

দিব্যেন্দু বড়ুয়া কলকাতার একজন দাবা গ্র্যান্ডমাস্টার। তিনি বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় গ্র্যান্ডমাস্টার।


৩৮৯৩. শেষ মুঘল সম্রাট কে ছিলেন?

(A) ঔরঙ্গজেব
(B) ওয়াজিদ আলী শাহ
(C) বাহাদুর শাহ জাফর
(D) মোহাম্মদ শাহ রঙ্গিলা 

উত্তর :
(C) বাহাদুর শাহ জাফর

বাহাদুর শাহ জাফর ছিলেন মুঘল সাম্রাজ্যের ১৯তম এবং শেষ সম্রাট। তিনি পূর্বসূরি ও তার বাবা মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের ২য় সন্তান। সিপাহী বিপ্লবের শেষে ১৮৫৮ খ্রিষ্টাব্দে ব্রিটিশ শাসকেরা তাকে ক্ষমতাচ্যুত করে ও রেঙ্গুনে নির্বাসনে পাঠায়, এবং সেখানেই তার মৃত্যু হয়।


৩৮৯৪. ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধন করার পদ্ধতি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল?

(A) আমেরিকা
(B) দক্ষিন আফ্রিকা
(C) ব্রিটেন
(D) জার্মানি


৩৮৯৫. পৃথিবীর গভীরতম বিন্দু কোনটি ?

(A) টাঙ্গা
(B) মারিয়ানা খাত
(C) দিয়ামান্তিয়া
(D) আলেউতের

উত্তর :
(B) মারিয়ানা খাত

মারিয়ানা খাত (Mariana Trench) প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি খাত বা পরিখা। এটি বিশ্বের গভীরতম সমুদ্র খাত। এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত।


৩৮৯৬. নিচের কোনটি সিলভার ফাইবার বিপ্লবের সাথে সম্পর্কিত?

(A) পাট উৎপাদন
(B) আলু উৎপাদন
(C) তুলা উৎপাদন
(D) তৈল বীজ উৎপাদন 


৩৮৯৭. এক্স-অক্ষের সমান্তরাল অনুভূমিক চাহিদা রেখা  বোঝায় যে চাহিদার স্থিতিস্থাপকতা (elasticity of demand ) হলো 

(A)
(B) -১
(C) অসীম
(D)

উত্তর :
(C) অসীম

এক্স-অক্ষের সমান্তরাল অনুভূমিক চাহিদা কার্ভটি বোঝায় যে চাহিদা স্থিতিস্থাপকতা অসীম। চাহিদা বক্ররেখা একটি নির্দিষ্ট পণ্য বা পরিষেবার চাহিদা এবং পরিমাণের মধ্যে সম্পর্ককে চিত্রিত করে।


৩৮৯৮. কোন বছর G8  আবার  G7 এ  পরিবর্তিত হয়েছে ?

(A) ২০১১
(B) ২০১২
(C) ২০১৩
(D) ২০১৪

উত্তর :
(D) ২০১৪

১৯৯৮ সালে রাশিয়া G7 এ যোগ দেবার পরে G7 পরিণত হয়  G8  এ।  কিন্তু ২০১৪ সালে রাশিয়া  ইউক্রেনে  সৈন্য পাঠিয়ে ক্রিমিয়া জয় করার পরে বাকি দেশগুলি রাশিয়াকে G8 থেকে বরখাস্ত করে এবং G8  পরিণত হয়  G7 এ।


৩৮৯৯. নিম্নের কোনটি ভুল ?

(A) 1 MB – 1024 KB
(B) 1 GB – 10240 MB
(C) 1 TB – 1024 GB
(D) 1 KB – 1024 Bytes

উত্তর :
(B) 1 GB – 10240 MB

  • 1 KB = 1024 Bytes
  • 1 MB = 1024 KB
  • 1 GB = 1024 MB
  • 1 TB = 1024 GB
  • 1 PB = 1000 TB
  • 1 EB = 1000 PB

 


৩৯০০. ইলেক্ট্রিক কারেন্ট হলো 

(A) ইলেক্ট্রনের প্রবাহ
(B) প্রোটনের প্রবাহ
(C) নিউট্রনের প্রবাহ
(D) পজিট্রনের প্রবাহ 

উত্তর :
(A) ইলেক্ট্রনের প্রবাহ 

আরো দেখুন : 

Daily General Awareness | Bengali | সাধারণ জ্ঞান | MCQ – সেট ২৩৯

ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )

৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )

Daily Current Affairs | সাম্প্রতিকী | জুন ৪, ৫, ৬ –  ২০২০

Monthly Current Affairs । May 2020 | সাম্প্রতিকী – মে মাস – ২০২০

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button