Daily General Awareness | Bengali | সাধারণ জ্ঞান | MCQ – সেট ২৩৬
Daily General Awareness Practice Set - 236
সাধারণ জ্ঞান MCQ – সেট ২৩৬
সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :
৩৮৫১. যেই তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান তাপমাত্রা নির্দেশ করে,কেলভিন স্কেলে তার মান কত?
(A) ০ কেলভিন
(B) -৩১৩ কেলভিন
(C) ২৩৩ কেলভিন
(D) ৪০ কেলভিন
-৪০° সেন্টিগ্রেড তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান তাপমাত্রা নির্দেশ করে ।
-৪০° সেন্টিগ্রেড = ২৭৩ কেলভিন – ৪০ = ২৩৩ কেলভিন
৩৮৫২. জাতিসংঘ নিরাপত্তা পরিষদ – এ স্থায়ী ও অস্থায়ী সদস্য মিলে মোট ১৫ টি দেশ আছে। নিন্মের কোন দেশটি বর্তমানে (২০২০) এই পরিষদের সদস্য নয়?
(A) ভারত
(B) জার্মানি
(C) ফ্রান্স
(D) ইন্দোনেশিয়া
৩৮৫৩. পৃথিবীর কোন দেশে সর্বাধিক পিরামিড আছে?
(A) সুদান
(B) পেরু
(C) মেক্সিকো
(D) মিশর
৩৮৫৪. ‘তিহার’ কোন দেশের উত্সব?
(A) ভারত
(B) নেপাল
(C) ভুটান
(D) শ্রীলংকা
নেপালে দীপাবলিতে পাঁচদিন ধরে পালিত হয় তিহার উৎস। তিহার উৎসব হয় বাংলা কার্তিক মাসে। চার দিন বরাদ্দ গাভী, কুকুর, ষাঁড় ও কাককে সম্মান জানানোর জন্য। আর পঞ্চম দিন পালন হয় ভাইফোঁটা।
৩৮৫৫. পরমাণু চুল্লীতে নিচের কোনটি নিয়ন্ত্রক রড হিসাবে ব্যবহৃত হয়?
(A) সোডিয়াম
(B) ইউরেনিয়াম
(C) গ্রাফাইট
(D) বোরন
বোরন পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রক রড হিসাবে ব্যবহৃত হয়। এই কন্ট্রোল রড ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের বিভাজন হার নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। বোরন ছাড়াও রডটি সিলভার, ইন্ডিয়াম এবং ক্যাডমিয়াম দিয়ে তৈরি করা যেতে পারে।
৩৮৫৬. ম্যারাথন রেসে একজন প্রতিযোগীকে সর্বোচ্চ কত দূরত্ব দৌড়াতে হয়?
(A) ২৬ কিমি
(B) ৪২.২ কিমি
(C) ২৭.১ কিমি
(D) ৫০ কিমি
২৬ মাইল = ৪২.২ কিমি
৩৮৫৭. তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দারা তাদের রাজ্য দিবস(State Day) কবে পালন করেন?
(A) ২ রা জুন
(B) ৩ রা আগষ্ট
(C) ১১ ই ডিসেম্বর
(D) ১ লা মে
২০১৪ সালের ২ জুন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুসারে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের ১০টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। এই রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ। তেলেঙ্গানা ভারতের ২৯তম রাজ্য ।
৩৮৫৮. ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী “কুইক সিলভার” নামে পরিচিত?
(A) চন্দ্রশেখর আজাদ
(B) রাস বিহারী বসু
(C) বটুকেস্বর দত্ত
(D) মতিলাল নেহেরু
চন্দ্রশেখর আজাদ ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী ছিলেন। তিনি “কুইক সিলভার” নামে পরিচিত ছিলেন। বিপ্লবী ভগৎ সিংয়ের আদর্শিক গুরু হিসেবে চন্দ্রশেখর আজাদের পরিচয় আছে। চন্দ্রশেখর আজাদ ১৯৩১ সালের ২৭ ফেব্রুয়ারি এলাহাবাদে আলফ্রেড পার্কে মারা যান।[
৩৮৫৯. ইন্টারনেট ওয়েব ব্রাউজারে বহুল ব্যাবহৃত IP- Adress,এই IP এর পুরো অর্থ কী?
(A) Internet Protocol
(B) Internet Provider
(C) Input Process
(D) Illegal Pass
৩৮৬০. Philophobia বলতে কী বোঝায়?
(A) ভালোবাসাকে ভয়
(B) দ্বীপপুঞ্জের ভয়
(C) জলের ভয়
(D) পড়াশোনার ভয়
আরো দেখুন :
Daily General Awareness | Bengali | সাধারণ জ্ঞান | MCQ – সেট ২৩৫
রাষ্ট্রপুঞ্জ
ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান
ভারতের ইতিহাস বই ( PDF )
Monthly Current Affairs । May 2020 | সাম্প্রতিকী – মে মাস – ২০২০
To check our latest Posts - Click Here