Daily Current Affairs in BengaliCurrent Affairs

Current Affairs | সাম্প্রতিকী | মে ২৯, ৩০, ৩১ – ২০২০

Daily Current Affairs MCQ - 29th, 30th, 31st May - 2020

সাম্প্রতিকী – মে ২৯, ৩০, ৩১ – ২০২০

দেওয়া রইলো ২৯, ৩০, ৩১ মে – ২০২০ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

এরকম আরো পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো  ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।

 বাংলা কুইজ ফেসবুক পেজ 

সাম্প্রতিকী MCQ

১. করোনার চিকিৎসার জন্য প্রথম কোন দেশ রেমডেসিবির  (REMDESIVIR) ঔসধ ব্যবহারে মঞ্জুরি দিয়েছে?

(A) আমেরিকা যুক্তরাষ্ট্র
(B) জাপান
(C) ভারত
(D) কোনটি নয়

[spoiler title=”উত্তর : “] (A) আমেরিকা যুক্তরাষ্ট্র [/spoiler]

২. সম্প্রতি কোন ব্যক্তি ২০২০ সালের Freedom of Speech সম্মান পেলেন?

(A) অভিসার শর্মা
(B) রবিশ কুমার
(C) রুবিকা লিয়াকত
(D) সিদ্ধার্থ ভরদরাজন

[spoiler title=”উত্তর : “] (D) সিদ্ধার্থ ভরদরাজন [/spoiler]

৩. National Technology Day কবে পালন করা হল?

(A) ১০ মে
(B) ১১ মে
(C) ১২ মে
(D) ১৩ মে

[spoiler title=”উত্তর : “] (B) ১১ মে [/spoiler]

৪. সম্প্রতি ICMR কোন কোম্পানির সাথে মিলে সম্পূর্ণ দেশীয় ভাবে ভ্যাকসিন তৈরীর কথা  ঘোষণা করেছে? 

(A) সিপলা
(B) ভারত বায়োটেক
(C) বায়োকন
(D) কোনটিই নয়

[spoiler title=”উত্তর : “] (B) ভারত বায়োটেক  [/spoiler]

৫. দূরদর্শন এর মাধ্যমে গোটা রাজ্যের সরকারী স্কুলের পড়ুয়াদের ক্লাস শুরুর কথা ঘোষণা হয়েছে কোথায়?

(A) বিহার
(B) ঝাড়খণ্ড
(C) উত্তরপ্রদেশ
(D) মহারাষ্ট্র

[spoiler title=”উত্তর : “] (B) ঝাড়খণ্ড  [/spoiler]

৬. সম্প্রতি কোন দেশ তাদের একটি রাস্তার নাম বদলে ‘Tagore Street’ রেখেছে?

(A) শ্রীলঙ্কা
(B) ইন্দোনেশিয়া
(C) মালদ্বীপ
(D) ইজরায়েল

[spoiler title=”উত্তর : “] (D) ইজরায়েল [/spoiler]

৭. সম্প্রতি প্যারা অ্যাথলিট দীপা মালিক অবসর ঘোষণা করেছেন।তিনি রিও প্যারাঅলিম্পিকে কোন খেলাতে রৌপ্য পদক পেয়েছিলেন?

(A) জ্যাভেলিন
(B) শটপুট
(C) সাঁতার
(D) ব্যাডমিন্টন

[spoiler title=”উত্তর : “] (B) শটপুট [/spoiler]

৮. ভারতে অনুষ্ঠিত হতে চলা মহিলা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ কত সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে?

(A) ২০২১
(B) ২০২২
(C) ২০২৩
(D) ২০২৪

[spoiler title=”উত্তর : “] (A) ২০২১ [/spoiler]

৯. ‘স্নেহের পরশ’ প্রকল্প চালু করেছে কোন রাজ্য?

(A) ত্রিপুরা
(B) আসাম
(C) পশ্চিমবঙ্গ
(D) বিহার

[spoiler title=”উত্তর : “] (C) পশ্চিমবঙ্গ  [/spoiler]

১০. সম্প্রতি কোন দেশ জিংয়ুং-২ ০১(xingyung-2 01) এবং জিংয়ুং-২ ০২ (xingyung-2 02) নামে দুটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে?

(A) জাপান
(B) রাশিয়া
(C) চীন
(D) বাংলাদেশ

[spoiler title=”উত্তর : “] (C) চীন [/spoiler]

১১. কোন কোম্পানি Giphy  অধিগ্রহন করেছে?

(A) গুগোল
(B) ফেসবুক
(C) অ্যামাজন
(D) ফ্লিপকার্ট

[spoiler title=”উত্তর : “] (B) ফেসবুক [/spoiler]

১২. International Museum  Day কবে পালিত হল?

(A) ১৭ মে
(B) ১৬ মে
(C) ১৮ মে
(D) ১৯ মে

[spoiler title=”উত্তর : “] (C) ১৮ মে [/spoiler]

১৩. “Wuhan Diary: Dispatches from a Quarantined City” বইটি কার লেখা?

(A) ফাং-ফাং
(B) রিচার্ড হেলি
(C) জি পিং
(D) সাং হুয়ান

[spoiler title=”উত্তর : “] (A) ফাং-ফাং [/spoiler]

১৪. বিসলারি তাদের পণ্যের হোম ডেলিভারির জন্য কোন কোম্পানির সাথে চুক্তি করলো?

(A) Amazon
(B) Swigy
(C) Zomato
(D) Shopclues

[spoiler title=”উত্তর : “] (C) Zomato [/spoiler]

১৫. সম্প্রতি কোন সংস্থা বল চকচকে করার জন্য বলে থুথু লাগানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে?

(A) বি.সি.সি.আই
(B) আই.সি.সি
(C) ই.সি.বি
(D) এম.সি.সি

[spoiler title=”উত্তর : “] (B) আই.সি.সি [/spoiler]

১৬. বিশ্ব মৌমাছি দিবস কবে পালিত হল?

(A) ১৯ মে
(B) ২০ মে
(C) ২১ মে
(D) ২২ মে

[spoiler title=”উত্তর : “] (B) ২০ মে [/spoiler]

১৭.  ২০১৯ এর আলেকজান্ডার ডেলরিম্পল পুরষ্কার কে পেলেন?

(A) বিনয় বধবার
(B) বিনয় শর্মা
(C) নির্মল সহস্রবুধে
(D) অঙ্কিত ঘোষাল

[spoiler title=”উত্তর : “] (A) বিনয় বধবার [/spoiler]

১৮. ‘Hop On : My Adventures on Boats Trains and Planes’ বইটি সম্প্রতি প্রকাশ পেয়েছে ।বইটির লেখক কে?

(A) রাসকিন বন্ড
(B) ঝুম্পা লাহিড়ী
(C) অমিতাভ ঘোষ
(D) অনুপম সিং

[spoiler title=”উত্তর : “] (A) রাসকিন বন্ড [/spoiler]

১৯. জাতীয় সন্ত্রাসবিরোধী দিবস পালিত হয় কোন দিনটিতে?

(A) ১৯ মে
(B) ২০ মে
(C) ২১ মে
(D) ২২ মে

[spoiler title=”উত্তর : “] (C) ২১ মে [/spoiler]

২০. সম্প্রতি বিশ্ব-ব্যাঙ্ক এর মুখ্য অর্থনীতিবিদ কে হলেন?

(A) ক্রিস্টালিনা জর্জিভা
(B) কামমেন রেনহার্ট
(C) প্রীতি প্যাটেল
(D) হেনরি ডিসুজা

[spoiler title=”উত্তর : “] (B) কামমেন রেনহার্ট  [/spoiler]

২১. সম্প্রতি কোন কোম্পানিটি ‘Order Me’ নামে একটি ই-কমার্স অ্যাপ চালু করল?

(A) রিলায়েন্স
(B) ভোডাফোন
(C) পতঞ্জলি
(D) টাটা

[spoiler title=”উত্তর : “] (C) পতঞ্জলি [/spoiler]

২২. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত একটি প্রস্তাব পাশ হয়েছে ‘ট্যুর অফ ডিউটি’।যার মাধ্যমে একজন সাধারন ব্যক্তি কত বছর সেনাবাহিনী তে কাজ করতে পারবেন? 

(A) ১ বছর
(B) ২ বছর
(C) ৩ বছর
(D) ৪ বছর

[spoiler title=”উত্তর : “] (C) ৩ বছর [/spoiler]

২৩. সম্প্রতি কবে “কমনওয়েলথ দিবস” পালন করা হল?

(A) ২১ মে
(B) ২২ মে
(C) ২৩ মে
(D) ২৪ মে

[spoiler title=”উত্তর : “] (D) ২৪ মে

২৪ মে ১৮১৯ সালে রানী ভিক্টোরিয়ার জন্ম হয়। এই দিনটিকে স্মরণে রেখেই ‘কমনওয়েলথ দিবস’ পালন করা হয়।।

কমনওয়েলথ রাষ্ট্র- যে দেশগুলি কোন এক সময়ে ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত ছিল তাদের কমনওয়েলথ দেশ বলা হয়।

[/spoiler]

২৪. সম্প্রতি কেন্দ্র সরকার কোন মন্দিরটি কে সম্পূর্ণভাবে সৌরচালিত করার সিদ্ধান্ত নিয়েছে?

(A) কোনারক মন্দির
(B) কামাক্ষ্যা মন্দির
(C) লিঙ্গরাজ মন্দির
(D) তারাপীঠ মন্দির

[spoiler title=”উত্তর : “] (A) কোনারক মন্দির

কোনারকের সূর্য মন্দির ই শুধু নয়, গোটা কোনারক শহরটি কেই সৌরচালিত বা solarise করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার।

এই প্রকল্পের মাধ্যমে কোনারক কে ‘সূর্য নগরী’ হিসাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নতুন ও পুর্ননবিকরন যোগ্য জ্বালানি দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী আর.কে.সিং

[/spoiler]

২৫. ফোর্বস পত্রিকার তথ্য অনুসারে বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত মহিলা খেলোয়াড় কে?

(A) সেরেনা উইলিয়ামস
(B) নাওমি ওসাকা
(C) মারিয়া শারাপোভা
(D) সানিয়া মির্জা

[spoiler title=”উত্তর : “] (B) নাওমি ওসাকা  [/spoiler]

২৬. সম্প্রতি সম্মিলিত রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে কে দায়িত্বভার গ্রহণ করলেন?

(A) টি এস তিরুমুর্তি
(B) এস জয়শঙ্কর
(C) প্রকাশ জাভরেকার
(D) অরবিন্দ সাক্সেনা

[spoiler title=”উত্তর : “] (A) টি এস তিরুমুর্তি  [/spoiler]

২৭. সম্প্রতি কোন ভারতীয় অর্থনীতিবিদ বিশ্ব ব্যাংক এর দক্ষিন এশিয়ার জলবায়ু পরিবর্তন বিষয়ক প্র্যাকটিস ম্যানেজার হিসাবে দায়িত্ব নিলেন?

(A) অমর্ত্য সেন
(B) অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়
(C) আভাস ঝা
(D) রঘুরাম রাজন

[spoiler title=”উত্তর : “] (C) আভাস ঝা [/spoiler]

২৮. কোন সংস্থা ‘Catch up’ নামে একটি অ্যাপ চালু করল?

(A) ফেসবুক
(B) হোয়াটসঅ্যাপ
(C) অ্যামাজন
(D) ফ্লিপকার্ট

[spoiler title=”উত্তর : “] (A) ফেসবুক [/spoiler]

২৯. বিশ্ব অলিম্পিক সংস্থা সম্প্রতি কোন ভারতীয় কে অলিম্পিক চ্যানেল কমিশনের সদস্য হিসাবে মনোনীত করেছে?

(A) কিরণ রিজিজু
(B) রাজ্যবর্ধন সিং রাঠৌর
(C) নারিন্দার বাত্রা
(D) ডঃ হর্ষবর্ধন

[spoiler title=”উত্তর : “] (C) নারিন্দার বাত্রা [/spoiler]

৩০. সম্প্রতি ফিফা কোন সংস্থার সাথে মিলিত ভাবে ‘Safe Home’ অভিযান শুরু করেছে?

(A) IMF
(B) WHO
(C) UNICEF
(D) UNESCO

[spoiler title=”উত্তর : “] (B) WHO [/spoiler]

৩১. সম্প্রতি WHO করোনা চিকিৎসার ক্ষেত্রে  Hydroxychloroquine নামক ওষুধের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। । এটি কোন রোগের চিকিৎসায় মূলত ব্যবহৃত হয়?

(A) কলেরা
(B) ম্যালেরিয়া
(C) এইডস
(D) ডেঙ্গু

[spoiler title=”উত্তর : “] (B) ম্যালেরিয়া [/spoiler]

৩২. সম্প্রতি ভারতীয় প্রত্নতাত্বিক বিভাগ খননকার্য চালিয়ে কোথায় ১১০০ বছরের পুরনো একটি শিবলিঙ্গ পেয়েছে?

(A) নেপাল
(B) পাকিস্তান
(C) মায়ানমার
(D) ভিয়েতনাম

[spoiler title=”উত্তর : “] (D) ভিয়েতনাম

ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ(Archeological survey of India)র বর্তমান সভাপতি ভি. ভিদ্যাভতি

এটি স্থাপন করা হয় ১৮৬১ সালে, তৎকালীন এই সংস্থার প্রধান ছিলেন আলেকজান্ডার কানিংহ্যাম

[/spoiler]

৩৩. কোন সংস্থা পরীক্ষামূলক ভাবে কোল্যাব (Collab) নামে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে?

(A) ফেসবুক
(B) ইন্সটাগ্রাম
(C) টুইটার
(D) অ্যামাজন

[spoiler title=”উত্তর : “] (A) ফেসবুক

এর মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা শর্ট মিউজিক ভিডিও তৈরি করতে পারবেন।

[/spoiler]

৩৪. বিশ্ব এভারেস্ট দিবস কবে পালন করা হয়?

(A) ২৭ মে
(B) ২৮ মে
(C) ২৯ মে
(D) ৩০ মে

[spoiler title=”উত্তর : “] (C) ২৯ মে

২০০৮ সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে।

২৯ মে ১৯৫৩ সালে তেনজিং নোরগে এবং এডমণ্ড হিলারি প্রথম এভারেস্ট আরোহণ করেন।

[/spoiler]

৩৫. Ministry of Minority Affairs এর  Flagship প্রোগ্রাম ‘HUNAR HAAT’ কোন মাস থেকে পুনরায় শুরু হবে?

(A) জুন
(B) জুলাই
(C) আগস্ট
(D) সেপ্টেম্বর

[spoiler title=”উত্তর : “] (D) সেপ্টেম্বর

Theme- ‘Local to Global’

এর মাধ্যমে বিভিন্ন এলাকার স্থানীয় শিল্পীরা তাঁদের শিল্প নিপুণতা তুলে ধরার সুযোগ পান।

[/spoiler]

[ আরো দেখে নাও সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স -এর সেট গুলি একত্রে   ] 

[ আরো দেখে নাও Current Affairs | সাম্প্রতিকী | মে ২৫, ২৬, ২৭, ২৮ – ২০২০   ] 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

3 Comments

Back to top button