বাংলা কুইজ – সেট ১৩২ – কাজী নজরুল ইসলাম স্পেশাল কুইজ
কাজী নজরুল ইসলাম কুইজ ,আজ ২৪ শে মে,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন,তাঁকে উৎসর্গ করে দেওয়া রইল কাজী নজরুল ইসলাম স্পেশাল কুইজ।দেখে নাও বিদ্রোহী কবি সম্পর্কিত কিছু জানা অজানা তথ্য।
১. কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন ?
২. কাজী নজরুল ইসলাম কে কোন দেশ “জাতীয় কবির’ আখ্যা দেয়?
[ আরো দেখুন : বাংলা কুইজ – সেট ১৩১ – বিশ্বকবি স্পেশাল ]
৩. কবি নজরুল ইসলাম কে কোন পদ্ম সম্মানে সম্মানিত করা হয়েছিল ?
৪. একটি চলচ্চিত্রে কবি কাজী নজরুল ইসলাম নারদের ভূমিকায় অভিনয় করেছিলেন। কোন চলচ্চিত্রে?
৫. কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কবিতা কোনটি?
[ আরো দেখুন : বাংলা কুইজ – সেট ১৩০ – চুনী গোস্বামী স্পেশাল ]
৬. কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
৭. কবিগুরু রবীন্দ্রনাথের মৃত্যুতে কাজী নজরুল ইসলাম কোন কবিতা লিখেছিলেন?
৮. কবিগুরু রবীন্দ্রনাথ কে উৎসর্গ করে কাজী নজরুল ইসলাম কোন কাব্য গ্রন্থ লিখেছিলেন?
৯. কোন চলচ্চিত্রে সুরকার হিসাবে কাজ করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম?
[ আরো দেখুন : বাংলা কুইজ – সেট ১২৯ – ঋষি কাপুর স্পেশাল ]
১০. কাজী নজরুল ইসলামের “বিদ্রোহী” কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়?
১১. কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করে কোন গীতিনাট্য লেখেন?
১২. কাজী নজরুল ইসলাম কে কে ‘বিদ্রোহী কবি’ আখ্যা দেন?
[ আরো দেখুন : বাংলা কুইজ – সেট ১২৮ – ইরফান খান স্পেশাল ]
১৩. কোন বিমানবন্দরের নাম কাজী নজরুল ইসলামের নামের ওপর রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার?
১৪. কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম রচনার নাম কি?
১৫. কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কবিতাটি কাকে উৎসর্গ করে লেখেন?
আরো দেখে নাও : কতটা জানি বিদ্যাসাগরকে । প্রশ্নোত্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্যুইজ
বাংলা কুইজ সেট ১৬০ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্পেশাল কুইজ
To check our latest Posts - Click Here