QuizQuiz

কাজী নজরুল ইসলাম কুইজ

Bengali Quiz - Set 132 - Kazi Nazrul Islam Special Quiz

বাংলা কুইজ – সেট ১৩২ – কাজী নজরুল ইসলাম স্পেশাল কুইজ

কাজী নজরুল ইসলাম কুইজ ,আজ ২৪ শে মে,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন,তাঁকে উৎসর্গ করে দেওয়া রইল কাজী নজরুল ইসলাম স্পেশাল কুইজ।দেখে নাও বিদ্রোহী কবি সম্পর্কিত কিছু জানা অজানা তথ্য।

১. কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন ?

উত্তর :
১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম।

২. কাজী নজরুল ইসলাম কে কোন দেশ “জাতীয় কবির’ আখ্যা দেয়?

উত্তর :
বাংলাদেশ।

[ আরো দেখুনবাংলা কুইজ – সেট ১৩১ – বিশ্বকবি স্পেশাল

৩. কবি নজরুল ইসলাম কে কোন পদ্ম সম্মানে সম্মানিত করা হয়েছিল ?

উত্তর :
পদ্মভূষণ।

৪. একটি চলচ্চিত্রে কবি কাজী নজরুল ইসলাম নারদের ভূমিকায় অভিনয় করেছিলেন। কোন চলচ্চিত্রে?

উত্তর :
ধ্রুব।

৫. কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কবিতা কোনটি?

উত্তর :
মুক্তি।

[ আরো দেখুনবাংলা কুইজ – সেট ১৩০ – চুনী গোস্বামী স্পেশাল ] 

৬. কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর :
অগ্নিবীণা।

৭. কবিগুরু রবীন্দ্রনাথের মৃত্যুতে কাজী নজরুল ইসলাম কোন কবিতা লিখেছিলেন?

উত্তর :
“রবী হারা”

৮. কবিগুরু রবীন্দ্রনাথ কে উৎসর্গ করে কাজী নজরুল ইসলাম কোন কাব্য গ্রন্থ লিখেছিলেন?

উত্তর :
সঞ্চিতা।

৯. কোন চলচ্চিত্রে সুরকার হিসাবে কাজ করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম?

উত্তর :
গৃহদাহ।

[ আরো দেখুনবাংলা কুইজ – সেট ১২৯ – ঋষি কাপুর স্পেশাল ] 

১০. কাজী নজরুল ইসলামের “বিদ্রোহী” কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়?

উত্তর :
বিজলী।

১১. কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করে কোন গীতিনাট্য লেখেন?

উত্তর :
বসন্ত।

১২. কাজী নজরুল ইসলাম কে কে ‘বিদ্রোহী কবি’ আখ্যা দেন?

উত্তর :
তাকে ব্যাক্তিগত ভাবে কেউ আখ্যা প্রদান করেনি। এই নাম তার বিদ্রোহী কবিতা প্রকাশের পর প্রচলিত হয়।

[ আরো দেখুনবাংলা কুইজ – সেট ১২৮ – ইরফান খান স্পেশাল

১৩. কোন বিমানবন্দরের নাম কাজী নজরুল ইসলামের নামের ওপর রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার?

উত্তর :
দুর্গাপুর।

১৪. কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম রচনার নাম কি?

উত্তর :
বাউন্ডেলের আত্মকাহিনী।

১৫. কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কবিতাটি কাকে উৎসর্গ করে লেখেন?

উত্তর :
বিপ্লবী বারিন্দ্র কুমার ঘোষ।

 

আরো দেখে নাও : কতটা জানি বিদ্যাসাগরকে । প্রশ্নোত্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্যুইজ

রাজা রামমোহন রায় কুইজ

বাংলা কুইজ  সেট ১৬০ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্পেশাল কুইজ

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button