১২০+ ভারতের বিভিন্ন শহরের উপনাম তালিকা – PDF Download
Nick Name of Different Indian Cities
ভারতের বিভিন্ন শহরের উপনাম
ভারতের বিভিন্ন স্থান/ নদী/ শহরের উপনাম সম্পর্কিত কিছু তথ্য নিচে দেওয়া রইলো । বিভিন্ন পরীক্ষা ও কুইজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । ভারতের বিভিন্ন শহরের উপনাম তালিকা । Nick Name of Different Indian Cities ।
সেট ১
১. ষাড় ও মন্দিরের নগর (City of Ox and Temple) ➟ বারাণসী (উত্তরপ্রদেশ )
২. বাংলার অক্সফোর্ড (Oxford of Bengal) ➟ নবদ্বীপ (পশ্চিমবঙ্গ)
৩. দক্ষিণ ভারতের কাশী বা বারাণসী (Benaras of the south) ➟ মাদুরাই (তামিলনাড়ু)
৪. বাংলার দুঃখ (Bengal’s Sorrow) ➟ দামােদর নদী (পশ্চিমবঙ্গ)
৫. বিহারের দুঃখ (Sorrow of Bihar) ➟ কোশী নদী (বিহার)
৬. নীল পর্বত (Blue Mountain) ➟ নীলগিরি পর্বত (তামিলনাড়ু)
৭. প্রাসাদ নগরী (City of Palace) ➟ কলকাতা (পশ্চিমবঙ্গ)
৮. ভারতের উদ্যান নগরী (Garden city of India) ➟ বেঙ্গালুরু (কর্ণাটক)
৯. ভারতের প্রবেশ দ্বার (Gate way of India) ➟ মুম্বাই (মহারাষ্ট্র)
১০. ভারতের হলিউড (Hollywood of India) ➟ মুম্বাই (মহারাষ্ট)
Also Check : ভারতের ইউনেস্কো ইন্ট্যানজিবেল হেরিটেজের তালিকা
সেট ২
১১. গােলাপী শহর (Pink City) ➟ জয়পুর (রাজস্থান)
১২. আরবসাগরের রাণী (Queen of Arabian Sea) ➟ কোচি (কেরালা)
১৩. এশিয়ার রােম (Rome of Asia) ➟ দিল্লী
১৪. পৃথিবীর ভূস্বর্গ (Havens of the Earth) বা প্রাচ্যের নন্দনকানন ➟ কাশ্মীর
১৫. প্রাচ্যের ভেনিস/পূর্বের ভেনিস (Venice of the East) ➟ আলেপ্পি (কেরালা)
১৬. উৎসব নগরী (Festival City) ➟ মাদুরাই (তামিলনাড়ু)
১৭. ভারতের বস্টন (Boston of India) ➟ আহমেদাবাদ (গুজরাট)
১৮. হ্রদের নগরী (Lake City of India) ➟ হায়দ্রাবাদ (তেলেঙ্গানা )
১৯. দাক্ষিণাত্যের রাণী (Queen of the South) ➟ পুনে (মহারাষ্ট্র)
২০. ভারতের কমলালেবুর শহর (Orange City of India) ➟ নাগপুর (মহারাষ্ট্র)
Also Check : ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত চিত্রশৈলী – চিত্রকলা তালিকা – PDF
সেট ৩
২১. চন্দন বৃক্ষের মন্দির (Temple of Sandle Tree) ➟ মাদুরাই (তামিলনাড়ু)
২২. ভারতের ভেনিস (Venice of India) ➟ মুম্বাই (মহারাষ্ট্র)
২৩. ভারতের গ্লাসগো (Glosgow of India) ➟ হাওড়া (পশ্চিমবঙ্গ)
২৪. ভারতের দুধের বালতি (Milk Bucket of India) ➟ হরিয়ানা
২৫. ভারতের খনি শহর (City of Mine) ➟ ধানবাদ (ঝাড়খন্ড)
২৬. পঞ্চ পাহাড়ের দেশ (Land of Five Hills) ➟ ত্রিপুরা
২৭. গুহার দেশ (Land of Cave) ➟ সিকিম
২৮. কুইন অফ গাড়ােয়াল (Queen of Garwal) ➟ নীলকণ্ঠ পাহাড় (উত্তরাখন্ড)
২৯. ভারতের তালা-চাবির শহর (Keylock City of India) ➟ আলিগড় (উত্তরপ্রদেশ )
৩০. ভারতের মূলধনের রাজধানী (Capital City of India) ➟ মুম্বাই (মহারাষ্ট্র )
Also Check : ভারতের ব্লু ফ্ল্যাগ স্বীকৃত সমুদ্র সৈকত তালিকা | Blue Flag Certified Beaches in India
সেট ৪
৩১. প্রাচ্যের স্কটল্যান্ড (Scotland of East) ➟ শিলং (মেঘালয়)
৩২. তাজ নগরী (Taj Nagari) ➟ আগ্রা (উত্তরপ্রদেশ)
৩৩. ম্যানচেস্টার অফ ইন্ডিয়া (Manchester of India) ➟ আমেদাবাদ (গুজরাট)
৩৪. ভগবানের ঘর (Abode of the God) ➟ এলাহাবাদ (উত্তরপ্রদেশ)
৩৫. মিলন শহর (Sangam City) ➟ এলাহাবাদ (উত্তরপ্রদেশ)
৩৬. প্রধানমন্ত্রীর শহর (City of Prime Ministers) ➟ এলাহাবাদ (উত্তরপ্রদেশ)
৩৭. কালাে হীরের স্থান (Land of Black Diamond) ➟ আসানসােল (পশ্চিমবঙ্গ)
৩৮. ভারতের ইল্যেকট্রনিক্স শহর (Electronic City of India) ➟ ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
৩৯. সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া (Silicon Valley of India) ➟ ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
৪০. মহাকাশ শহর (Space City) ➟ ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
Also Check : ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য তালিকা – PDF
সেট ৫
৪১. ভারতের বিজ্ঞান শহর (Science city of India) ➟ ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
৪২. আই. টি. ক্যাপিটাল অফ ইন্ডিয়া (IT Capital of India) ➟ ব্যাঙ্গালুরু (কর্ণাটক)
৪৩. ভারতের রেশমের শহর (The Silk City of India) ➟ ভাগলপুর (বিহার)
৪৪. হ্রদের শহর (City of Lakes) ➟ ভােপাল(মধ্যপ্রদেশ), উদয়পুর(রাজস্থান), নৈনিতাল (উত্তরাখন্ড )
৪৫. মিনি মুম্বই (Mini Mumbai) ➟ ইন্দোর (মধ্যপ্রদেশ)
৪৬. ভারতের মন্দিরের শহর (Temple City of India) ➟ ভুবনেশ্বর (ওড়িশা)
৪৭. সৌন্দর্য্যের শহর (The City of Beautiful) ➟ চন্ডীগড় (চন্ডীগড়)
৪৮. দক্ষিণ ভারতের প্রবেশদ্বার (Gateway of South India) ➟ চেন্নাই (তামিলনাড়ু)
৪৯. এশিয়ার ডেট্রয়েট (Detroit of Asia) ➟ চেন্নাই (তামিলনাড়ু)
৫০. অটো হাব অফ ইন্ডিয়া (Auto Hub of India) ➟ চেন্নাই (তামিলনাড়ু)
Also Check : ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা (PDF সহ)
সেট ৬
৫১. ভারতের স্বাস্থ্য রাজধানী (Health capital of India) ➟ চেন্নাই (তামিলনাড়ু),
৫২. বস্ত্রবয়ন শহর (Textile city of India) ➟ কোয়েম্বাটুর (তামিলনাড়ু)
৫৩. ভারতের স্কটল্যান্ড (Scotland of India) ➟ কুর্গ (কর্ণাটক)
৫৪. পাহাড়ের রাণী (The Queen of the Hills) ➟ দার্জিলিং (পশ্চিমবঙ্গ)
৫৫. ভারতের কয়লা রাজধানী (The Coal capital of India) ➟ ধানবাদ (ঝাড়খন্ড)
৫৬. চা-এর শহর (Tea City of India) ➟ ডিব্ৰুগড় (আসাম)
৫৭. সবুজ শহর (Green City) ➟ গান্ধীনগর (গুজরাট)
৫৮. উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার (Gateway of North-East India) ➟ গুয়াহাটি (আসাম)
৫৯. নীল পর্বত (Blue Mountains) ➟ নীলগীরি (তামিলনাড়ু)
৬০. ভারতের মক্কার দ্বার (Gateway of Mokka) ➟ সুরাট (গুজরাট)
সেট ৭
৬১. পশ্চিমবঙ্গের ধানের গােলা (Risebowl of W.B.) ➟ পূর্ব বর্ধমান (পশ্চিমবঙ্গ)
৬২. পূর্ব ভারতের প্রবেশদ্বার (Gateway of Eastern India) ➟ কলকাতা (পশ্চিমবঙ্গ)
৬৩. সবুজ নগরী (Green City) ➟ চেন্নাই (তামিলনাডু)
৬৪. পূর্ব ভারতের কাশ্মীর (Kashmir of Eastern India) ➟ মণিপুর
৬৫. ভারতের সামরিক শহর (Difence City of India) ➟ মিরাট (ভারত)
৬৬. অর্কিড়ের শহর (City of Orquid) ➟ কার্সিয়াং (পশ্চিমবঙ্গ)
৬৭. উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার (Gateway of North-Eastern India) ➟ শিলিগুড়ি (পশ্চিমবঙ্গ)
৬৮. মেঘদূতের দেশ (Land of Meghdoot) ➟ রামটেক (মহারাষ্ট্র)
৬৯. ত্রাসের নদী (River of Fear) ➟ তিস্তা (পশ্চিমবঙ্গ)
৭০. ভারতের পােস্টকার্ড শহর ( Postcard City of India) ➟ মানালি (হিমাচল প্রদেশ)
সেট ৮
৭১. গঙ্গার প্রবেশদ্বার (Gateway of Ganga) ➟ হরিদ্বার (উত্তরাখন্ড)
৭২. পঞ্চনদের দেশ (Land of Five Rivers) ➟ পাঞ্জাব
৭৩. হাইটেক শহর (Hitech City) ➟ ব্যাঙ্গালাের (কর্ণাটক)
৭৪. ভারতের ম্যানচেস্টার (Manchester of India ) ➟ আহমেদাবাদ (গুজরাট)
৭৫. হিমালয়ের রানী (Queen of Himalaya) ➟ মুসৌরী (উত্তরাখন্ড)
৭৬. ভারতের পিটসবার্গ (Pitsberg of India) ➟ জামসেদপুর (ঝাড়খণ্ড )
৭৭. এশিয়ার ডিমের ঝুড়ি ( Egg Busket of Asia) ➟ অন্ত্রপ্রদেশ
৭৮. ভগবানের নিজের দেশ (God’s own land ) ➟ কেরালা
৭৯. ভারতের মশলার বাগান (Spice Garden of India) ➟ কেরালা
৮০. পূর্ব ভারতের রত্ন (Jwell of Eastern India) ➟ মণিপুর
সেট ৯
৮১. আনন্দের শহর (City of joy ) ➟ কলকাতা (পশ্চিমবঙ্গ )
৮২. ভারতের সুইজারল্যান্ড (Switzerland of India) ➟ কাশ্মীর (জম্মু ও কাশ্মীর)
৮৩. স্বর্ণ মন্দিরের শহর (City of Golden Temple) ➟ অমৃতসর (পাঞ্জাব)
৮৪. ভারতের প্যারিস (Paris of india ) ➟ জয়পুর (রাজস্থান)
৮৫. ভারতের রূঢ় (Rurh of India) ➟ দুর্গাপুর (পশ্চিমবঙ্গ)
৮৬. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার (Manchester of South India) ➟ কোয়েম্বাটুর
৮৭. মানভূম সিটি (Manbhum City) ➟ পুরুলিয়া (পশ্চিমবঙ্গ)
৮৮. যোগের শহর (Yoga City) ➟ ঋষিকেশ (উত্তরাখন্ড)
৮৯. ডুয়ার্সের প্রবেশদ্বার (Gateway of the Duars) ➟ শিলিগুড়ি (পশ্চিমবঙ্গ)
৯০. রক্তের শহর (City of Blood) ➟ তেজপুর (আসাম)
সেট ১০
৯১. ধানক্ষেতের শহর (City of Paddy fields) ➟ তিরুনেলভেলি (তামিলনাড়ু)
৯২. দক্ষিণ ভারতের অক্সফোর্ড (Oxford of South India) ➟ তিরুনেলভেলি (তামিলনাড়ু)
৯৩. শ্বেত শহর (White city) ➟ উদয়পুর (রাজস্থান)
৯৪. ভারতের আধ্যাত্মিক রাজধানী (Spiritual capital of India) ➟ বারাণসী (উত্তরপ্রদেশ)
৯৫. ভারতের ধর্মীয় রাজধানী (Religious capital of India) ➟ বারাণসী (উত্তরপ্রদেশ)
৯৬. আলাের শহর (City of Lights) ➟ বারাণসী (উত্তরপ্রদেশ)
৯৭. মন্দিরের শহর (City of Temples) ➟ বারাণসী (উত্তরপ্রদেশ)
৯৮. পবিত্র শহর (Holy City) ➟ বারাণসী (উত্তরপ্রদেশ)
৯৯. নীল শহর (Blue City) ➟ যােধপুর (রাজস্থান)
১০০. সূর্য শহর (Sun City) ➟ যােধপুর (রাজস্থান)
সেট ১১
১০১. ভারতের আঙুরের শহর (Grapes city of India) ➟ নাসিক (মহারাষ্ট্র)
১০২. ভারতের ক্যালিফোর্নিয়া (California of India) ➟ নাসিক/রত্নগিরি (মহারাষ্ট্র)
১০৩. হীরের শহর (Diamond city of India) ➟ সুরাট (গুজরাট)
১০৪. সিটি অফ ডেসটিনি (City of Destiny) ➟ বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ )
১০৫. লঙ্কার শহর (City of Chillies) ➟ গুন্টুর (অন্ধ্রপ্রদেশ)
১০৬. মুক্তার শহর (City of Pearls) ➟ হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)
১০৭. নিজাম শহর (City of Nizams) ➟ হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)
১০৮. বিরিয়ানির বিশ্ব রাজধানী (World Capital of Biryani) ➟ হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)
১০৯. সিটি অফ প্যালেসেস (City of Palaces) ➟ জয়পুর (রাজস্থান)
১১০. ভারতের সােনালী শহর (Golden city of India) ➟ জয়সলমীর (রাজস্থান)
সেট ১২
১১১. ভারতের ইস্পাত শহর (Steel city of India) ➟ জামসেদপুর (ঝাড়খন্ড)
১১২. বিশ্বের চামড়ার শহর (Leather city of the World) ➟ কানপুর (উত্তরপ্রদেশ)
১১৩. উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার (Manchester of North India) ➟ কানপুর (উত্তরপ্রদেশ)
১১৪. কেরালার প্রবেশদ্বার (Gateway of Kerala) ➟ কোচি (কেরালা)
১১৫. ভগবানের নিজের দেশ (God’s own country) ➟ কোচি (কেরালা)
১১৬. ভারতের সাংস্কৃতিক রাজধানী (Cultural Capital of India) ➟ কলকাতা (পশ্চিমবঙ্গ )
১১৭. আরবসাগরের রাজা (Prince of Arabian Sea) ➟ কোলান (কেরালা)
১১৮. নবাবের শহর (City of Nawabs) ➟ লক্ষ্ণৌ (উত্তরপ্রদেশ)
১১৯. পূর্বের কনস্ট্যান্টিনােপল (Constantinople of the East) ➟ লক্ষ্নৌ (উত্তরপ্রদেশ)
১২০. পূর্ব ভারতের এথেন্স (Athens of the East India) ➟ লক্ষ্ণৌ (উত্তরপ্রদেশ)
সেট ১৩
১২১. আমের শহর (Mango city) ➟ মালদহ (পশ্চিমবঙ্গ)
১২২. প্রাচ্যের রােম (Rome of the East) ➟ ম্যাঙ্গালাের (কর্ণাটক)
১২৩. সপ্তদ্বীপের শহর (City of seven Islands) ➟ মুম্বাই (মহারাষ্ট্র)
১২৪. স্বপ্নের শহর (City of Dreams) ➟ মুম্বাই (মহারাষ্ট্র)
১২৫. পাওয়ার হাব সিটি (Power Hub City) ➟ মুন্ডি (মধ্যপ্রদেশ)
১২৬. পর্বতের রাণী (Queen of the Mountains) ➟ মুসৌরী (উত্তরাখন্ড)
১২৭. হেরিটেজ সিটি (Heritage city) ➟ মাইশাের (কর্ণাটক)
১২৮. সিটি অফ হ্যান্ডলুম (City of Handloom) ➟ পানিপথ ( হরিয়ানা )
১২৯. দাক্ষিণাত্যের রানী (Queen of Deccan) ➟ পুণে (মহারাষ্ট্র)
Download Section
- File Name : ভারতের বিভিন্ন শহরের উপনাম
- File Size : 299 KB
- No. of Pages : 04
- Format : PDF
To check our latest Posts - Click Here