QuizQuiz

রবীন্দ্রনাথ ঠাকুর কুইজ – বিশ্বকবি স্পেশাল – সেট ১৩১

Lesser-known facts about Gurudev Rabindranath Tagore

রবীন্দ্রনাথ ঠাকুর কুইজ

২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জম্মদিন। বিশ্বকবির জন্মদিনের ঠিক আগে দেওয়া রইলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য । দেখে নিন আজকের রবীন্দ্রনাথ ঠাকুর কুইজ -এর প্রশ্নগুলো । নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে ও বিভিন্ন কুইজ প্রতিযোগিতার জন্য বিশ্বকবি সম্পর্কিত এই কুইজের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

১. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাংলা কোন সালের কত তারিখে?

উত্তর :
২৫ শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ 

[ আরো দেখুন : রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি তালিকা

২. কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পান ?

উত্তর :
১৯১৩ খ্রিস্টাব্দে

৩. কে রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ কবিগুরু’ উপাধি দেন ?

উত্তর :
ক্ষিতিমোহন সেন.

[ আরো দেখুন :রবীন্দ্রনাথ ঠাকুর রচনা  PDF । Rabindranath Tagore ] 

৪. হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু রাখা হয় কবে ?

উত্তর :
১৯৬৫ সালের ১৪ জুন

৫. স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ ঠাকুর কোন রচনাটি রচনা করেন ?

উত্তর :
নৈবেদ্য

৬. কোন ঘটনার পশ্চাৎপটে রবীন্দ্রনাথ তাঁর “গোরা” উপন্যাসটি রচনা করেন ?

উত্তর :
বঙ্গভঙ্গ

৭. ভানুসিংহ কার ছদ্মনাম ?

উত্তর :
রবীন্দ্রনাথ ঠাকুর

[ আরো দেখুন : বাংলা কুইজ – সেট ১২৯-  ঋষি কাপুর স্পেশাল

৮. রবীন্দ্রনাথ ঠাকুর কাকে “ভারত পথিক” আখ্যা দিয়েছিলেন ?

উত্তর :
রাজা রামমোহন রায়

৯. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত রচনা কোনটি?

উত্তর :
“অভিলাষ” (১৮৭৪).

১০. মহাবিদ্রোহের পটভূমিতে লেখা রবীন্দ্রনাথের ছোটোগল্পটি হলো –

উত্তর :
দুরাশা

[ আরো দেখুনবাংলা কুইজ – সেট ১২৮ – ইরফান খান স্পেশাল 

১১. বাংলা সাহিত্য তথা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প কোনটি?

উত্তর :
“ভিখারিণী” (১৮৭৭).

১২. গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজী সংকলনের নাম কি?

উত্তর :
“সং অফারিংস” (“Song Offering”).

১৩. কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৯৩৭ খ্রিস্টাব্দের সমাবর্তনে কে বাংলায় ভাষণ দিয়েছিলেন ?

উত্তর :
রবীন্দ্রনাথ ঠাকুর

[ আরো দেখুনবাংলা কুইজ – সেট ১১৮ –  জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড স্পেশাল

১৪. মোহনদাস করমচাঁদ গান্ধীকে “মহাত্মা” আখ্যা দিয়েছিলেন কে ?

উত্তর :
রবীন্দ্রনাথ ঠাকুর

১৫. মহাজাতি সদনের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেন ?

উত্তর :
রবীন্দ্রনাথ ঠাকুর

১৬. বিশ্বের দুটি দেশের জাতীয় সংগীত লেখা একমাত্র ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় সংগীত লিখেছেন ?

উত্তর :
বাংলাদেশ

[ আরো দেখুনবাংলা কুইজ – সেট ১০৮ –  সত্যজিৎ রায় স্পেশাল

১৭. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন?

উত্তর :
১৯২১

১৮. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ উপন্যাস কোনটি?

উত্তর :
“চার অধ্যায় “(১৯৩৪)

১৯. রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত একমাত্র চলচ্চিত্রের নাম কী?

উত্তর :
নটীর পূজা (১৯৬২)

[ আরো দেখুনবাংলা কুইজ – সেট ৮৭ –  বিবেকানন্দ স্পেশাল

২০. রবীন্দ্রনাথ ঠাকুর প্রাপ্ত নোবেল পুরস্কারটি কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের উত্তরায়ণ কমপ্লেক্স থেকে চুরি হয়ে যায় ?

উত্তর :
২০০৪

[ আরো দেখুন : বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল ] 

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button